মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২০২৪। বিস্তারিত জানুন

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আজ আমরা আলোচনা করব মেডিকেল ভর্তি পরীক্ষার বিস্তারিত বিষয়ে। আজ মেডিকেল ভর্তি পরীক্ষার মান বন্টন, যোগ্যতা ও সিলেবাস নিয়ে আলোচনা করা হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা। বিস্তারিত জানুন


ডক্টর পৃথিবীর সেরা পেশা। একজন ডক্টর যেমন উপার্জন করেন, একই সাথে মানব সেবা করেন।এইচএসসি পরীক্ষার পর অনেকর স্বপ্ন থাকে ডক্টর হওয়ার জন্য মেডিকেল কলেজে ভর্তি হওয়ার। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়ে নিজের অবস্থান তৈরি করে নিতে হয়।  আজ সেই মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা ২০২৩-২৪

১. পরীক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।

২.পরীক্ষার্থীকে ২০২২ অথবা ২০২৩ সালে এইচএসসি পাশ করতে হবে। 

৩. এইচএসসি পাশের পূর্ববর্তী  ০২ শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি পাশ করতে হবে। 

 ৪. এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান সহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। 

৫.সকলের জন্য এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। 

আরো পড়ুন:- রাবি ভর্তি তথ্য ২০২৩-২৪

৬. এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ৯.০০ হতে হবে। 

৭. উপজাতি ও পার্বত্য জেলার অ-উপজাতির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ৮.০০ থাকতে হবে। 

মেডিকেল ভর্তি পরীক্ষার মান বন্টন ২০২৩-২৪

মেডিকেল ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের।  ১০০ টি MCQ প্রশ্ন থাকবে।  ১ ঘন্টায় ১০০টি  MCQ লিখিত পরীক্ষা দিতে হবে। 

বিষয় নম্বর
জীববিজ্ঞান ৩০
রসায়ন ২০
পদার্থ বিজ্ঞান ২০
ইংরেজি ১৫
সাধারণ জ্ঞান ১০

আরো পড়ুন:- নার্সিং ভর্তি তথ্য ২০২৩-২৪

প্রতিটি ভুল উত্তরে ০.২৫  মার্ক কাটা যাবে।  লিখিত MCQ. পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে তাকে অকৃতকার্য বলে গণ্য করা হবে।  

 মেডিকেল ভর্তি পরীক্ষার মেধা তালিকা 

লিখিত ১০০ নম্বরের MCQ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট করে মেধা তালিকা তৈরি করা হবে।  

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্নর ধরা হনে।  

১. এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুন = সর্বোচ্চ ৭৫ নম্বর।  

২.এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২৫ গুণ = সর্বোচ্চ ১২৫ নম্বর। 

যারা চান্স না পেতে দ্বিতীয় বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর বাদ দিয়ে মেধা তালিকা তৈরি করা হবে।  আবার যারা মেডিকেল বা ডেন্টালে ভর্তি কৃত অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের প্রাপ্ত নম্বর থেকে ৮ নম্বর কেটে মেধা তালিকা তৈরি করা হবে। 

মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা 

দেশে মোট সরকারি মেডিকেল কলেজ মোট ৩৭ টি।  ৩৭ টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৪ হাজার ৩৫০ টি।  আবার দেশে বেসরকারি মেডিকেল কলেজ ৭১ টি।  ৭১ টি বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৬ হাজার ৭৭২ টি।  

কলেজের ধরণt কলেজের সংখ্যা আসন সংখ্যা
সরকারি ৩৭ টি ৪,৩৫০ টি
বেসরকারি ৭১ টি ৬,৭৭২টি
মোট ১০৮ টি ১১,১২২ টি

আরো পড়ুন:- ঢাবি ভর্তি তথ্য ২৩-২৪

মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে আরো কিছু প্রশ্ন ও উত্তর 

১. মেডিকেল কলেজে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়?  

উত্তর: হ্যা, সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় তবে প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধা তালিকা তৈরি করা হয়। 

২. বাংলাদেশ মোট সরকারি মেডিকেল কলেজ কয়টি?

উত্তর: ৩৭ টি। 

৩. বাংলাদেশে মোট বেসরকারি মেডিকেল কলেজ কয়টি?

উত্তর: ৭১ টি 

৪. বাংলাদেশে মোট মেডিকেল কলেজে আসন কয়টি?

উত্তর: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলে মোট আসন ১১,১২২টি। 

মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে আরো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।  আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার।  

সর্বশেষ আপডেট অনুযায়ী ২০২৩-২৩ শিক্ষা বর্যে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। মেডিকলে ভর্তি পরীক্ষা সম্পর্কে আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন

Leave a Comment