বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় “বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪”। আজ আলোচনায় থাকছে:- বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪, মেরিন একাডেমি ভর্তি আবেদন যোগ্যতা,  মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার মান বন্টন,  মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার সিলেবাস,  মেরিন একাডেমি তালিকা এবং মেরিন একাডেমি আসন সংখ্যা ইত্যাদি বিষয়।

বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪


বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ প্রকাশিত হয়েছে।  ২০২৩-২৪ শিক্ষা বর্ষে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে মেরিন একাডেমি তে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌ-পরিবহন অধিদপ্তর (dos.gob.bd)।বাংলাদেশ মেরিন একাডেমি সহ সারা দেশে সরকারি বেসরকারি মোট ৯টি মেরিন একাডেমিতে মেরিন ক্যাডেট কোর্সে যোগ দেওয়া যাবে। 

বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি যোগ্যতা

১.  সর্বোচ্চ বয়স ২২ বছর হতে হবে (৩১-১০-২০২৩ পযন্ত) 

২.বিজ্ঞান বিভাগ এসএসসি পরীক্ষায়  প্রাপ্ত জিপিএ কমপক্ষে ৩.৫০ হতে হবে। 

৩.বিজ্ঞান বিভাগ এইচএসসি পরীক্ষায়  প্রাপ্ত জিপিএ কমপক্ষে ৩.৫০ হতে হবে। আলাদা ভাবে পদার্থবিজ্ঞান বিষয়ে কমপক্ষে জিপিএ ৩.৫০, গণিত বিষয়ে কমপক্ষে জিপিএ ৩.৫০ এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে জিপিএ ৩.০০ অথবা IELTS গড় স্কোর ৫.৫ হতে হবে। 

৪. পুরুষের উচ্চতা ৫.৪ ফুট এবং নারীর উচ্চতা ৫.২ ফুট।  ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চাট অনুযায়ী হবে। 

৫. অবিবাহিত হতে হবে।  

৬ বাংলাদেশী নাগরিক হতে হবে। 

বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার মান বন্টন

বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি পরীক্ষা মোট ৩০০ নম্বরের হবে।  এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর উপর ২০০ নম্বর এবং ১০০ নম্বরের MCQ পরীক্ষা হবে।  

২০০ টি MCQ প্রশ্ন থাকবে।  প্রতিটি প্রশ্নের মান ০.৫০ নম্বর অথ্যাৎ ২০০ MCQ প্রশ্নের মান ১০০।  MCQ পরীক্ষার সময় থাকবে ২ ঘন্টা। MCQ পরীক্ষায় পাশ নম্বর ৪০%।  

এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ১৫ দ্বারা গুন করে সর্বোচ্চ ৭৫ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত কে ২৫ দ্বারা গুণ করে সর্বোচ্চ ১২৫ ধরা হবে। 

MCQ পরীক্ষায় পাশকৃত প্রার্থীরা প্রাথমিক স্বাস্থ্য  পরীক্ষায় অংশগ্রহণ করবে।  প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় পাশকৃত প্রার্থীরা আবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।  ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৫০%। 

বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার সিলেবাস 

বিষয় নম্বর
পদার্থ বিজ্ঞান ২৫
গণিত ২৫
ইংরেজি ২৫
সাধারণ জ্ঞান ১৫
বাংলা ১০

আরো পড়ুন:- গুচ্ছ ভর্তি তথ্য ২০২৩-২৪

মেরিন একাডেমি তালিকা

১.বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম। 

২.বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা। 

৩.বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল। 

৪.বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর। 

৫.বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট।

৬.মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম।  (প্রাইভেট) 

৭.ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা। (প্রাইভেট) 

৮. ওয়েস্টার্ন  মেরিটাইম একাডেমি, ঢাকা। (প্রাইভেট) 

৯.মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম।  (প্রাইভেট) 

মেরিন একাডেমি গুলোর আসন সংখ্যা 

১.বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে পুরুষ ১৬০ টি ও নারী ২০ টি আসন। 

২.মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রামে পুরুষ ৭০টি আসন এবং নারী ১০ টি আসন।   (প্রাইভেট) 

৩.বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনায় ৭০ টি আসন।

৪.বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশালে ৭০ টি আসন।

৫.বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুরে ৭০ টি আসন। 

৬. বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেটে ৭০ টি আসন। 

৭.ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকায় ৮০টি  আসন। (প্রাইভেট) 

৮. ওয়েস্টার্ন  মেরিটাইম একাডেমি, ঢাকায় ৫০ টি আসন।  (প্রাইভেট) 

৯.মাস মেরিন একাডেমি, চট্টগ্রামে ৪৪ টি আসন। (প্রাইভেট) 

মেরিন একাডেমি ভর্তি পরীক্ষা সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য -২০২৩-২৪। 

আরো পড়ুন:- মেডিকেল ভর্তি তথ্য ২০২৩-২৪

  • মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ ১৩ অক্টোবর, ২০২৩।
  • মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার আবেদন শেষ তারিখ ৫ নভেম্বর, ২০২৩। 
  • মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার আবেদন ফি ১০৫০ টাকা চার্জসহ। 
  • মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার তারিখ এসএমএস ও মেইল করে জানিয়ে দিবে।  
  • মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার  ২-৩ দিনের মধ্যে প্রদান করে থাকে।  
  • আবেদন করার লিংক:- বাংলাদেশ মেরিন একাডেমি। 

মেরিন একাডেমি ভর্তি পরীক্ষা সম্পর্কে আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন।  ধন্যবাদ!  



Leave a Comment