আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক। আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ-দ্বাদশ শ্রেণীর বাংলা ১ম পত্রের “বিলাসী” গল্প। এইচএসসি পরীক্ষার জন্য “বিলাসী” একটি গুরুত্বপূর্ণ গল্প। বিলাসীগল্পের মুল বিষয়বস্তু, বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এবং বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।
বিলাসী গল্পের মূল বিষয়বস্তু – বিলাসী গল্পের বিষয়বস্তু
বিলাসী গল্পটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দুই ব্যতিক্রমধর্মী মানব-মানবীর প্রেমের মহিমা ফুটিয়ে তুলেছেন লেখক। বিলাসি গল্পটি ন্যাড়া নামের এক যুবকের জবানিতে বিবৃতি হয়েছে। ন্যাড়া চরিত্রের মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পে চিত্রিত করেছেন বিশ শতকের ভারতবর্ষের বাঙালি রক্ষণশীল হিন্দুসমাজের বর্ণপ্রথা , কুসংস্কার, অশিক্ষা,ধর্মীয় গোড়ামি,বৈষম্য মুলক আচার-আচরণ অথ্যাৎ সেই সময়ের হিন্দু সমাজের বীভৎস রূপ।
একাদশ-দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের “বিলাসী” গল্পের ঘটনা আবর্তিত হয়েছে প্রধান নারী চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী এবং কেন্দ্রীয় পুরুষ চরিত্র উদার, নির্ভীক, দৃঢ়চেতা, ধৈর্যশীল ও প্রণয়নিষ্ঠ মৃত্যুঞ্জয়কে কেন্দ্র করে। মৃত্যুঞ্জয় ছিল অনাথ এক যুবক। দুনিয়ায় আপন বলতে এক জ্ঞাতি খুড়া ছাড়া আপনজন বলতে আর অন্য কেউ ছিল না।
বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন – বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর
বিগত সালে “বিলাসী” গল্প থেকে এইচএসসি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৩০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
১.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: হুগলি জেলায়।
২.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কি?
উত্তর: মন্দির।
৩.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়?
উত্তর: ১৯৩৬ সালে।
৪. “বিলাসী” গল্পে ন্যাড়া কত ক্রোশ পথ হেটে স্কুল যেত?
উত্তর: ২ ক্রোশ।
৫. চল্লিশের কোটা বলতে লেখক কী বুঝিয়েছেন?
উত্তর: ৪০ থেকে ৪৯ পযন্ত।
৬.মৃত্যুঞ্জয় কোন ক্লাসে ওঠার খবর কেউ জানে না?
উত্তর: সেকেন্ড ক্লাস।
৭. গ্রামের একপ্রান্তে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল?
উত্তর: আম – কাঠালের।
৮.মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করে?
উত্তর: খুড়া।
৯.মৃত্যুঞ্জয় নিজে রান্না করে খেত কেন?
উত্তর: তার আপন বলতে কোউ ছিল না।
১০. মৃত্যুঞ্জয় কে সেবাযত্ন করে কে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে?
উত্তর: বিলাসী।
১১. বিলাসী মৃত্যুঞ্জযের সেবা করেছিল কেন?
উত্তর: মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল বলে।
১২. বিলাসী কার মেয়ে?
উত্তর: সাপুড়ের মেয়ে।
১৩.মৃত্যুঞ্জয়ের বাগান টা কত বিঘার ছিল?
উত্তর: ২০-২৫ বিঘার।
১৪.মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল?
উত্তর:দেড় মাস।
১৫. “সে কত বড় গুরুভার” এখানে গুরুভার বলতে কি বুঝানো হয়েছে?
উত্তর: দায়িত্ব।
১৬.বিলাসী গল্পটি কার জবানিতে বিবৃতি হয়েছে?
উত্তর: ন্যাড়ার।
১৭.ন্যাড়া চরিত্রে কার ছোটবেলার ছায়াপথ ঘঠেছে?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৮. বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র?
উত্তর: বিলাসী।
১৯.এডেন কি?
উত্তর: বন্দর।
২০.কামস্কাটকা কি?
উত্তর: উপদ্বীপ।
২১. “Contact” এর সঠিক পারিভাষিক শব্দ কি?
উত্তর: চুক্তি।
২২. হুমায়ুন কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় মুঘর সম্রাট।
২৩.”নিকা” শব্দটি বিলাসী গল্পে কি অর্থে ব্যবহুত হয়েছে?
উত্তর: বিয়ে অর্থে।
২৪.মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে কি কি বোঝানো হয়েছে?
উত্তর: বিলাসীর হাতে ভাত খাওয়া।
২৫.মৃত্যুঞ্জয় গোয়ালার বাড়িতে গিয়েছিল কেন?
উত্তর : সাপ ধরতে।
২৬. মৃত্যুঞ্জয় যে সাপটি ধরছিল সেটার নাম কি?
উত্তর: খরিশ গোখরো।
২৭. কোন কাজ টি মৃত্যুঞ্জয়ের বড় অপরাধ?
উত্তর: অন্নপাপ।
২৮.বিলাসী কিভাবে মারা যায়?
উত্তর: বিষপানে।
২৯. যিনি মৃত্যু কে জয় করেন, তাকে বলা হয়?
উত্তর: মৃত্যুঞ্জয়।
৩০.বিলাসী আত্মহত্যা করেছিল কেন?
উত্তর: স্বামীর শোকে।
বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর – বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
বিলাসী গল্প থেকে বিগত সালে আসা গুরুত্বপূর্ণ ২৫টি জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
১. বিলাসী গল্পের লেখক কে?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগহন করে?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করে।
৩.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেন।
৪.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে কোথায় গিয়েছিল?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে বর্মা (বর্তমান মিয়ানমার) গিয়েছিল।
৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কি?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প মন্দির।
৬.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত।
৭.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যু বরণ করে?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ সালে মৃত্যুবরণ করে।
৮.বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: বিলাসী গল্পটি ভারতী প্রত্রিকায় প্রকাশিত হয়।
৯. মুঘর সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মুঘর সম্রাজ্যের প্রতিষ্ঠাতা মুঘর সম্রাট বাবর।
১০. কলার ছড়াকে বিলাসী গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে?
উত্তর: রম্ভার কাদি।
১১. বর্তমানের কোন ক্লাস কে পুর্বে ফোর্থ ক্লাস বলা হত?
উত্তর: সপ্তম শ্রেণী কে।
১২.মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়ি তে কিসের বালাই নাই?
উত্তর:মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে প্রাচীরের বালাই নাই।
১৩.ন্যাড়া প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি?
উত্তর: ন্যাড়া প্রায় দুমাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি।
১৪. দেশের কতজন নরনারী ঐ পল্লিগ্রামেরই মানুষ?
উত্তর: ৯০ জন।
১৫. কত মিনিট পর মৃত্যুঞ্জয় একবার বমি করে?
উত্তর: ১৫-২০ মিনিট পর।
১৬. মৃত্যুঞ্জয় কে সাপে কাটলে কত জন দেবদেবীর দোহাই পড়া হয়।
উত্তর: সাড়ে তেত্রিশ কোটি।
১৭. বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে?
উত্তর: ন্যাড়ার জবানিতে।
১৮. মৃত্যুঞ্জয়ের বাগান টা কত বিঘার?
উত্তর: কুড়ি-পচিশ বিঘার।
১৯.কাকে অন্নপাপে দায়ী করা হয়েছে?
উত্তর: মৃত্যুঞ্জয় কে।
২০. সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছে কে?
উত্তর: ন্যাড়া।
২১.গোখরা সাপ ধরে পোষার শখ ছিল কার?
উত্তর: ন্যাড়ার।
২২.মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল?
উত্তর: আম-কাঠালের।
২৩.সাপের দেবীর নাম কি?
উত্তর: মনসা।
২৪.মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে?
উত্তর: মিত্তির বংশের।
২৫. মৃত্যুঞ্জয় কার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল?
উত্তর: গোয়ালার বাড়িতে।
আরো পড়ুন:- “অপরিচিতা” গল্পের ৫০ টি MCQ এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর
নিয়মিত পড়ালেখা বিষয়ক আপডেট সবার আগে পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের গুগল নিউজে ফলো করুন। ধন্যবাদ সবাইকে!