বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনি প্রশ্ন উত্তর – বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ-দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ” বায়ান্নর দিনগুলো” আত্মজীবনী মুলক গল্প নিয়ে। আলোচনায় থাকছে বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর,বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনি প্রশ্ন উত্তর,বায়ান্নর দিনগুলো গল্পের মুলভাব ইত্যাদি। 

বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনি প্রশ্ন উত্তর - বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর


বায়ান্নর দিনগুলো রচনার মুলভাব

১৯৫২ সালে তৎকালীন পাকিস্তান সরকার “বায়ান্নর দিনগুলো’র” লেখক অথ্যাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ওপর কী ধরনের আচরণ করেছিল, তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাঙালির জীবনধারা ইত্যাদি বিষয় “বায়ান্নর দিনগুলো” রচনায়  প্রতিফলিত হয়েছে।

বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনি প্রশ্ন উত্তর - বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর


“বায়ান্নর দিনগুলো” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী মুলক গল্প। “বায়ান্নর দিনগুলো” রচনা টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” থেকে সংকলিত করা হয়েছে।  এই রচনায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন চলাকালীন দিনগুলো স্থান পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন জেলে ।  বিনা বিচারে বছরের পর পর আটকে রাখা কারা বন্দিদের মুক্তির দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহকর্মী মহিউদ্দিন অনশন করার সিদ্ধান্ত নেন।  আমরণ অনশন ধর্ম ঘাটেট পাকিস্তান সরকার শেষ পযন্ত বঙ্গবন্ধু এবং তার সহকর্মী মহিউদ্দিন কে মুক্তি দিতে বাধ্য হন। 

আরো পড়ুন:- অপরিচিতা গল্পের mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর

বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর -বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন 

“বায়ান্নর দিনগুলো” প্রবন্ধ টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী মুলক হওয়ায় এইচএসসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।বায়ান্নর দিনগুলো রচনা থেকে গুরুত্বপুর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলো বার বার রিভিশন করলে, আশা করা যায় এইচএসসি পরীক্ষায় কমন পড়বে। 
১.মহিউদ্দিন আহমদ কোন রোগে ভুগছিলেন? 
উত্তর: মহিউদ্দিন  আহমদ প্লুরিসিস রোগে ভুগছিলেন। 
২.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ডাবের পানি খাইয়ে অনশন ভাঙ্গান কে?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ডাবের পানি খাইয়ে অনশন ভাঙ্গান তার সঙ্গী মহিউদ্দিন আহমদ। 

৩.” বায়ান্নর দিনগুলো” প্রবন্ধে ডেপুটি জেলারের নাম কি?

উত্তর: বায়ান্নর দিনগুলো” প্রবন্ধে ডেপুটি জেলারের নাম মোখলেছুর রহমান। 

৪.”বায়ান্নর দিনগুলো” কি ধরনের রচনা? 

উত্তর: “বায়ান্নর দিনগুলো”  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমুলক রচনা। 

৫.”বায়ান্নর দিনগুলো” প্রবন্ধ টি কোন গ্রন্থ থেকে সংকলিত করা হয়?

উত্তর: “বায়ান্নর দিনগুলো”  প্রবন্ধ টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” থেকে সংকলিত করা হয়। 

৬.আমলাতন্ত্র কি? 

উত্তর: আমলাতন্ত্র হলো- রাষ্টীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কতৃত্বমুলক ব্যবস্থা।

৭.রেণু কে? 

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নাম রেণু।

৮.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে জন্মগ্রহণ করেন। 

৯. রেণুর পুরো নাম কি? 

উত্তর: রেণুর পুরো নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। 

১০.ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি?

উত্তর: ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম বাহাদুর শাহ পার্ক।

১১.”তোমার আব্বা কে আমি একটু আব্বা বলি”- উক্তিটি কার?

উত্তর: “তোমার আব্বা কে আমি একটু আব্বা বলি”- উক্তিটি শেখ কামালের। 

১২.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ” জুলিওকুরি” পদকে ভূষিত হন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ” জুলিওকুরি” পদকে ভূষিত হন।

১৩.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে কোন জেলে বদলি করা হয়েছিল? 

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ঢাকা সেন্ট্রাল জেলে থেকে ফরিদপুর জেলে বদলি করা হয়েছিল। 

১৪.”অসমাপ্ত আত্মজীবী্নী” কার রচনা?

উত্তর: “অসমাপ্ত আত্মজীবনী” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা।

১৫.বাঙালির মুক্তির সনদ হিসেবে কি পরিচিত?

উত্তর: ৬ দফা দাবি বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত।

১৬. কে সর্ব প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় ভাষণ দেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  সর্ব প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় ভাষণ দেন?

১৭.জেলের ভিতর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহ কর্মী মহিউদ্দিন আহমদ কিসের জন্য প্রস্তুত হচ্ছিল? 

উত্তর:জেলের ভিতর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহ কর্মী মহিউদ্দিন আহমদ অনশন ধর্ম ঘাটের  জন্য প্রস্তুত হচ্ছিল।

১৮.ঢাকা জেলের সুপারিন্টেন্ডেন্টের নাম কি?

উত্তর: ঢাকা জেলের সুপারিন্টেন্ডেন্টের নাম আমীর হোসেন। 

১৯.সরকার রাজবন্দিদের কিভাবে বন্দি রাখে?

উত্তর: সরকার রাজবন্দিদের বিনাবিচারে বন্দি রাখে।

২০.ফরিদপুর জেলখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা কটা  আওয়ামী লীগ কর্মীর নাম কি?

উত্তর: ফরিদপুর জেলখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা কটা  আওয়ামী লীগ কর্মীর নাম মহিউদ্দিন। 

আরো পড়ুন:- বিলাসী গল্পের mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর

বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনি প্রশ্ন উত্তর – বায়ান্নর দিনগুলো গল্পের mcq


“বায়ান্নর দিনগুলো” প্রবন্ধ টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী মুলক হওয়ায় এইচএসসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।”বায়ান্নর দিনগুলো” প্রবন্ধ  থেকে বিগত সালে আসা গুরুত্বপুর্ণ কিছু বহুনির্বাচনি  প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলো বার বার রিভিশন করলে, আশা করা যায় এইচএসসি পরীক্ষায় কমন পড়বে। পরীক্ষায় ৪টি করে অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তর টি দাগাতে হবে।  আমরা শুধু প্রশ্ন এবং সঠিক উত্তর দিচ্ছি। 

১.”বায়ান্নর দিনগুলো” রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তার সহকর্মীদের খবর দিতে বললেন?
উত্তর: চায়ের দোকানদার কে।

২.”বায়ান্নর দিনগুলো” রচনায় ১৯৫২ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন জীবন বিবৃত হয়েছে?
উত্তর: জেল জীবন। 

৩.”বাংলাদেশ  যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে ” -উক্তিটি দ্বারা “বায়ান্নর দিনগুলো” রচনায় কি বুঝানো হয়েছে?
উত্তর: মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব। 

৪.”বায়ান্নর দিনগুলো” রচনায় ” মানুষের যখন পতন আসে, তখন পদে পদে ভুল করে’ উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? 
উত্তর: অপরিনামদর্শিতা। 

৫.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতারিখ কত?
উত্তর: ১৭ মার্চ। 

৭.১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য কয়টি অডার এসেছিল?
উত্তর: ২ দি। 

৮.” আওয়ামী লীগের কোনো কর্মীই বোধ হয় বাইরে নেই”- উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে —
উত্তর: আওয়ামী লীগ কর্মীদের বন্দিদশা।

৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে কত তারিখ ঢাকা সেন্ট্রাল জেল গেটে নিয়ে যাওয়া হয়?
উত্তর: ১৫ ফেব্রুয়ারী। 

১০.”বায়ান্নর দিনগুলো” রচনায় ফরিদপুরে সারাদিন শোভাযাত্রা চলে কত তারিখ?
উত্তর: ২২ ফেব্রুয়ারী। 

১১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ” অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থে কত সাল পযন্ত ঘটনাবলি স্থান পেয়েছে? 
উত্তর: ১৯৫৫ সাল পযন্ত। 

১২. জেলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছেন? 
উওর: ৪ টি। 

১৩.সুবেদার পাকিস্তান হওয়ার সময় কোথায় কর্মরত ছিলেন?
উত্তর: ফরিদপুরে।

১৪. “বাংলাদেশ  যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে ” – এখানে কার কথা বলা হয়েছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। 

১৫.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির কতদিন পর মহিউদ্দিন আহমদ কে মুক্তি দেওয়া হয়?
উত্তর: ১ দিন পরে। 

আরো পড়ুন:- আমার পথ প্রবন্ধের MCQ এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর

পড়ালেখা বিষয়ক আরো আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং গুগল নিউজে আমাদের ফলো করুন।  ধন্যবাদ!

Leave a Comment