মাসি পিসি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন – মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের “মাসি-পিসি” গল্পটি।  আলোচনায় থাকছে- মাসি পিসি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন,মাসি পিসি গল্পের মূল কথা, মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন,মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ইত্যাদি

মাসি পিসি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন - মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন

মাসি পিসি গল্পের মুল কথা 

মানিক বন্দ্যোপাধ্যায় মাসি-পিসি’ গল্পটি স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতা-মাতাহীন আহ্লাদি নামের এক তরুণীর করুণ জীবনকাহিনী নিয়ে রচিত। আহ্লাদি নামের ওই তরুণীর মাসি ও পিসি দুজনই বিধবা।  মাসি-পিসি তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ পরিবেশ থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম করে, সেটিই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

মানিক বন্দ্যোপাধ্যায় তার দক্ষতায় “মাসি-পিসি” গল্পে ছােট পরিসরে বাস্তব জীবনের নানা অসংগতি পাঠকের সামনে তুলে ধরেছেন এই গল্পে । বিধবা মাসি-পিসি তাদের কাছে আশ্রয় প্রাপ্ত , স্বামী পরিত্যক্তা আহ্লাদিকে বুক দিয়ে আগলে রেখেছে বিনা স্বার্থে। এই পুরুষশাসিত সমাজের লালসার কোনাে আঁচ আহ্লাদির ওপর লাগতে দেয়নি মাসি-পিসি।

মাসি পিসি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন -মাসি পিসি গল্পের mcq

এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং শীর্ষ অবস্থানে থাকা কলেজগুলোয় আসা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন এবং সঠিক উত্তর দেওয়া হলো। 

১.”মাসি-পিসি” গল্পটি কোন প্রত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উত্তর: পূর্বাশা। 

২. আহ্লাদি এবং বুড়ো রহমানের মেয়ে- তারা দুজনেই —

উত্তর: নির্যাতিতা

৩.“মাসি-পিসি” গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? 

উত্তর: কলেরা।

৪.“মাসি-পিসি” গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উত্তর: পরিস্থিতি। 

৫. আহ্লাদী কে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাশকে জানায় —

উত্তর: মামলা করে। 

৬.আহ্লাদী কে রক্ষার জন্য “মাসি-পিসি”র প্রচেষ্টায় তাদের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

উত্তর: সংগ্রামশীলতা।

৭.“মাসি-পিসি” গল্পে অল্পকিছু আগে কার মেয়েটা শশুর বাড়ি তে মরেছে?

উত্তর: বুড়ো রহমানের। 

৮.’ কে এগিয়ে আসবে এসো, বটির এক কোপে গলা দুফাক করে দেব” — এখানে কি বুঝিয়েছে?

উত্তর: যদি এগিয়ে আসো তবে মারা পড়বে। 

৯.”প্রাগৈতিহাসিক” কার লেখা?

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়।

১০. “মাসি-পিসি” গল্পে সালতি থেকে যে দুজন মাথায় খড় তুলে দিচ্ছেন তাদের একজনের মাথার চুল কেমন?

উত্তর: আধাপাকা। 

১১.”ওসব এক রকম ছেড়ে দিয়েছে জগু” –ওসব বলতে বোঝানো হয়েছে-

উত্তর: নেশা করা। 

১২. শকুনরা উড়ে এসে বসছে……  গাছটায়।

উত্তর: পাতাশুন্য শুকনো 

১৩.“মাসি-পিসি” গল্পে মোদের একজন গেলে হবে না কানাই? কে বলেছে?

উত্তর: মাসি। 

১৪.“মাসি-পিসি” গল্পে কোন লোকটি মাসি-পিসির অচেনা? 

উত্তর: মাথায় লাল পাগড়ি আটা লোকটি।

১৫.“মাসি-পিসি” গল্পে আহ্লাদীর শশুড়বাড়ির লোকদের মাসি-পিসি কি বলে অ্যাখায়িত করে?

উত্তর: খুনি। 

১৬.“মাসি-পিসি” গল্পের বৈচিত্র্যময় দিক কোনটি?

উত্তর: নারীর ব্যবসা পরিচালন করা। 

১৭.“মাসি-পিসি” গল্পে চৌকিদারের নাম কি?

উত্তর: কানাই। 

১৮.“মাসি-পিসি” গল্পে ‘শকুন” কিসের প্রতীক? 

উত্তর: মন্বন্তর। 

১৯.”বিচালি” বলতে কি বোঝায়—

উত্তর: পোয়াল বা খড়।

২০.’জননী’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়। 

মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন – মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

১.”খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার”- উক্তিটি কার?
উত্তর: খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার”- উক্তিটি মাসির।
২.” সালতি” কি?
উত্তর: সালতি হলো শালকাঠে নির্মিত বা তাল কাঠের শরু ডোঙা বা নৌকা।
৩. শুকনো গাছটায় কারা বসেছে?
উত্তর: শুনকো গাছটায় শকুনেরা উড়ে এসে বসেছে।
৪.”মাসি-পিসি” গল্পে চৌকিদারের নাম কি?
উত্তর: মাসি-পিসি গল্পে চৌকিদারের নাম কানাই।
৫.কার শাশুড়ি -ননদ বাঘের মত ছিল?
উত্তর: মাসির শাশুড়ি -ননদ বাঘের মত ছিল। 
৬. “পাঁশুটে” শব্দের অর্থ কি?
উত্তর: ফ্যাকাশে। 

পড়ালেখা বিষয়ক আরো আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং গুগল নিউজে আমাদের ফলো করুন। 



Leave a Comment