রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন – রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের আখতারুজ্জামান ইলিয়াসের  “রেইনকোট” গল্পটি। আজ আলোচনায় থাকছে- রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এবং রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। 

রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন - রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন


রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন -রেইনকোট গল্পের mcq প্রশ্ন ও উত্তর

একাদশ দ্বাদশ শ্রেণি বাংলা সাহিত্যের আখতারুজ্জামান ইলিয়াস রচিত “রেইনকোট” গল্পের বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ  mcq প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। 

আরো পড়ুন:- অপরিচিতা গল্পের mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর

১.চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ  দেওয়া হয় না কেন?

উত্তর: মুক্তিযুদ্ধের সম্পর্কে গভীর ভাবনায়।

২.”রেইনকোট” গল্পে রেইনকোট টি কার?

উত্তর: মিন্টুর। 

৩.”রেইনকোট” গল্পে রেইনকোট বহন করেছে–

উত্তর: মুক্তিযুদ্ধের চেতনা। 

৪.”রেইনকোট” গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক? 

উত্তর: কেমিস্ট্রি। 

৫.”রেইনকোট” গল্পের কথক কে?

উত্তর: নুরুল হুদা।

৬.মিসক্রিয়েন্টরা সব খতম – এখানে “মিসক্রিয়েন্ট” বলতে কাদের বোঝানো হয়েছে?

উত্তর: মুক্তিফৌজ। 

৭.” পাকিস্তান বাচাতে হলে স্কুল কলেজ থেকে শহিদ মিনার হটাতে হবে” উক্তিটি কার?

উত্তর: প্রিন্সিপালের। 

৮.নুরুল হুদার কি বারের ঘটনা গল্প আকারে উপস্থাপিত  হয়েছে?

উত্তর: মঙ্গলবার। 

৯.”রেইনকোট” গল্পের প্রেক্ষাপট কি? 

উত্তর: ১৯৭১ সালের মুক্তি যুদ্ধ। 

১০.কী দেখে নুরুল হুদার ুএক্সট্রা ভাল লাগে?

উত্তর: ট্রান্সপারেন্ট আবরণ।

১১.কে দিনরাত উর্দু বলে?

উত্তর: ইসহাক মিয়া।

১২.” এই কয়েক মাসে কত সুরাই সে মুখস্থ করেছে”- এখানে “সে” সর্বনাম দ্বারা কাকে বোঝানো হয়েছে? 

উত্তর: নুরুল হুদাকে।

১৩.”রেইনকোট” গল্পের মুল প্রতিপাদ্য কী?

মুক্তিযুদ্ধের চেতনা উন্মোচন। 

১৪.”রেইনকোট” গল্পের কলেজের প্রিন্সিপালের নাম কি?

উত্তর: ড.আফাস আহমদ।

১৫.”রেইনকোট” গল্পে নুরুল হুদা অফিসে কয়টি আলমারি আনা হয়েছে বলে জানায়?

উত্তর: ৩ টি। 

১৬.”দুধে ভাতে উৎপাত” কি ধরনের রচন?

উত্তর: গল্পগ্রন্থ। 

১৭.পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদার কি করতে ইচ্ছে করে?

উত্তর: জড়িয়ে ধরে চুমু খেতে। 

১৮.”রেইনকোট” গল্পে কলেজ টি এখন কাূদের ূূদখলে?

উত্তর: মিলিটারির। 

১৯.কলেজের জিমনেসিয়াম এখন কি হিসেবে ব্যবহুত হয়?

উত্তর: মিলিটারি ক্যাম্প। 

২০.”বর্ষাকালেই তো জুৎ” –কথাটি কে বলে?

উত্তর: একজন কুলি।

রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর – রেইনকোট গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর 

একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের “রেইনকোট” গল্প থেকে বিগত সালে আসা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। 

আরো পড়ুন:- বিলাসী গল্পের mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর /a>

১.”বর্ষাকালেই তো জুৎ” -কথাটি কে বলেছিল?

উত্তর: “বর্ষাকালেই তো জুৎ” -কথাটি একজন ছদ্মবেশী কুলি বলেছিল।

২.” সেই চোখ ভরা শুধু ভয়, কেবল ভয়” -“রেইনকোট”গল্পে কোন চোখের কথা বলা হয়েছে?

উত্তর: ” সেই চোখ ভরা শুধু ভয়, কেবল ভয়” -“রেইনকোট”গল্পে বাসের মধ্যে সন্দেহভাজন পকেটমারের চোখের কথা বলা হয়েছে।

৩.”উও আপ হি কহ সাকতা” উক্তিটি কার?

উত্তর: “উও আপ হি কহ সাকতা” উক্তিটি প্রিন্সিপালের পিয়নের।

৪.রেইনকোট গল্পে পিয়নের নাম কি?

উত্তর: রেইনকোট গল্পে পিয়নের নাম ইসহাক মিয়া। 

৫.মিলিটারি পান্ডা কোথায় বসেছিল?

উত্তর: মিলিটারি পান্ডা প্রিন্সিপালের কামরায় সিংহাসন মার্কা চেয়ারে  বসেছিল।

৬.রেইনকোট গল্পটি কার লেখা?

উত্তর: রেইনকোট গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা।

৭.রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়??

উত্তর: রেইনকোট গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়।

৮.রেইনকোট গল্প কখকের নাম কি?

উত্তর: নুরুল হুদা। 

৯.কাদের সঙ্গে নুরুল হুদার আতাত আছে?

উত্তর: ছদ্মবেশী কুলিদের সাথে নুরুল হুদার আতাত আছে। 

১০.নুরুল হুদার স্ত্রীর নাম কি?

উত্তর: আসমা। 

পড়ালেখা বিষয়ক আরো আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের গুগল নিউজে ফলো করুন।  ধন্যবাদ সবাইকে। 



Leave a Comment