সোনার তরী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর – সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার  বিযয় একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “সোনার তরী” কবিতা।  আজকের আলোচনায় থাকছে – সোনার তরী কবিতার মূলভাব, সোনার তরী কবিতার MCQ এবং সোনার তরী কবিতার জ্ঞান মুলক প্রশ্ন। 

সোনার তরী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর


সোনার তরী কবিতার মূলভাব

সোনার তরী কবিতাটি না কবিতা। সোনার তরী কবিতাটি একটি রুপক কবিতা।  এই পৃথিবীতে প্রতিটি মানুষ নামক কর্মক্ষেত্রে ফসল ফলায় কিন্তু মহাকালের স্রোত মানুষের  জীবন- যৌবন ভেসে যায়,  শুধু বেচে থাকে মানুষের সৃষ্টি কর্ম। তার ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্ব কে নিশ্চিত ভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর শিকার। 

আরো পড়ুন:- অপরিচিতা গল্পের mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর

সোনার তরী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর – সোনার তরী কবিতার mcq

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “সোনার তরী” কবিতা থেকে এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

১.কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয়?

উত্তর: ১৫ বছর বয়সে। 

২.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পায়?

উত্তর: ১৯১৩ সালে। 

৩.কুলে কে একা বসে?

উত্তর: কৃষক। 

৪.সোনার তরী কবিতায় মেঘ কোথায় গর্জন করে?

উত্তর: গগনে। 

৫.সোনার তরী কবিতায় কি কাটা সারা হলো?

উত্তর: ধান। 

৬.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৬১ সালে। 

৭.সোনার তরী কবিতায় কেমন নদীতীরের কথা বলা হয়েছে?

উত্তর: শুন্য। 

৮.সোনার তরী কবিতায় কখন বর্ষা এসে গেল?

উত্তর: ধান কাটতে কাটতে। 

৯.নদীস্রোত জিভাবে দ্বীপসদৃশ ধান খেতের চারপাশে খেলা করছে?

উত্তর: হিংস্র হয়ে। 

১০.সোনার তরী কবিতায় “এপার” বলতে বোঝানো হয়েছে – 

উত্তর: ইহকাল কে। 

১১.সোনার তরী কবিতায় মাঝি কিভাবে তরী বয়ে আসে?

উত্তর: গান গাইতে গাইতে। 

১২. মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলো কেমন ছিল?

উত্তর: নিরুপায়। 

১৩.কৃষক মাঝিকে কি নিয়ে যেতে বলেছে?

উত্তর: সোনার ধান। 

১৪.কখন ঘন মেঘ ঘুরে ফিরে?

উত্তর: শ্রাবণ মাসে। 

১৫.মাঝির দৃষ্টি আকর্ষণ করতে চায় কে?

উত্তর: কবি বা কৃষক। 

১৬. সোনার ফসলের সঙ্গে নিচের কার সম্পর্ক রয়েছে?

উত্তর: কৃষকের । 

১৭.রাশি রাশি ধান নিয়ে কৃষক অপেক্ষা করছে কেন?

উত্তর: তরীতে তুলে দেওয়ার জন্য। 

১৮.মাঝিকে চেনা মনে করে কৃষকের উদ্বেলিত হয়ে ওঠে কেন?

উত্তর: আশার আনন্দে।

১৯.সোনার তরী কবিতায় নি:সঙ্গ কৃষক বলতে কাকে বোঝানো হয়েছে –

উত্তর: কবি কে।

২০.কৃষকের নি:সঙ্গতা প্রকাশ পাচ্ছে কোনটায়?

উত্তর: আমি একেলা। 

২১.কালচে বা কালিমাখা রং বলা হয়েছে কোনটিকে?

উত্তর: মসীমাখাকে। 

২২.মানব জীবনের দুর্যোগপুর্ণ পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দের মাধ্যমে?

উত্তর: মেঘ। 

২৩.কৃষকরা বর্ষাকাল ধান কেটে কিসে করে তা বাড়ি নিয়ে আসে?

উত্তর: নৌকায় অথবা মাথায়। 

২৪.সোনার তরী কবিতায় কবির সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করা হয়েছে?

উত্তর: ফসল।

২৫.মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে কারণ– 

উত্তর: কর্ম অবক্ষয়। 

২৬. সোনার তরী কবিতা অনুযায়ী মানুষের জীবন কেমন?

উত্তর: ক্ষণস্থায়ী। 

২৭.সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝানো হয়েছে —

উত্তর: মানুষের সৃষ্টিকর্ম কে। 

২৮.সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর: মাত্রাবৃত্ত। 

২৯.মহাকালের শুন্যতায় বিলীন হওয়া বলতে বোঝায়–

উত্তর: মৃত্যু। 

৩০.কোন কবিতায় অন্তর্লীন হয়ে আছে গভীর জীবনদর্শন? 

উত্তর: সোনার তরী। 

সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

একাদশ দ্বাদশ শ্রেণির রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিন্তু জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। 

১. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উত্তর: ভানুসিংহ ঠাকুর। 

২.রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল কাব্য পায়?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি  কাব্যের জন্য নোবেল কাব্য পায়।

৩.”চিত্রা” কাব্যগ্রন্থের কবি কে?
উত্তর: “চিত্রা” কাব্যগ্রন্থের কবি  রবীন্দ্রনাথ ঠাকুর। 
৪.রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” কি জাতীয় রচনা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” টি একটি উপন্যাস।

৫.কাকে ছোটগল্পের পথিকৃৎ বলায় হয়?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর কে ছোটগল্পের পথিকৃৎ বলায় হয়।

৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথ কাব্যগন্থের নাম কি?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথ কাব্যগন্থের নাম ‘বনফুল’।

৭.সোনার তরী কবিতাটি মুলত কোন ছন্দে রচিত? 
উত্তর: সোনার তরী কবিতাটি মুলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

৮.সোনার তরী কবিতাটি কত মাত্রার পুর্ণ পর্বে বিন্যস্ত?
উত্তর: সোনার তরী কবিতাটি ৮+৬ মাত্রার পুর্ণ পর্বে বিন্যস্ত।

৯.সোনার তরী কবিতায় “আমি’ বলতে কাকে বোঝানো হয়েছে —
উত্তর: সোনার তরী কবিতায় “আমি’ বলতে কবি বা কৃষক কে বোঝানো হয়েছে। 

১০.রাশি রাশি ধান কেটে কে অপেক্ষামাণ?
উত্তর:রাশি রাশি ধান কেটে কৃষক  অপেক্ষামাণ।

১১.নি:সঙ্গ কৃষক কাকে দেখে আশার আনন্দে উদ্বেলিত হয়? 
উত্তর: নি:সঙ্গ কৃষক মাঝিকে দেখে আশার আনন্দে উদ্বেলিত হয়।

১২.কৃষক মাঝিকে অনুনয় করে কি বলে?
উত্তর: কৃষক মাঝিকে অনুনয় করে  কুলে তরী ভিডিরে সোনার ধান টুকু নিয়ে যেতে বলে। 

আরো পড়ুন:- রেইনকোট গল্পের mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর


সোনার তরী কবিতার এই জ্ঞান মুলক এবং MCQ প্রশ্ন গুলো গুরুত্বপূর্ণ।  এইগুলো বার বার রিভিশন করলে আশা করা যায় এইচএসসি ফাইনাল পরীক্ষায় কমন পড়বে।  

পড়ালেখা বিষয়ক আরো আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের গুগল নিউজে ফলো করুন। 

ধন্যবাদ প্রিয় পাঠক

Leave a Comment