তাহারেই পড়ে মনে কবিতার mcq -তাহারেই পড়ে মনে কবিতার মূলভাব

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের সুফিয়া কামাল রচিত ” তাহারেই পড়ে মনে” কবিতাটি।  আলোচনায় থাকছে:– তাহারেই পড়ে মনে কবিতার,তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও তাহারেই পড়ে মনে কবিতার মূলভাব ইত্যাদি। 

আরো পড়ুন:- সোনার তরী কবিতার mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর।

তাহারেই পড়ে মনে কবিতার মূলভাব

ভালবাসার মানুষের মৃত্যু মানুষের জীবন কে বেদনায় ভারাক্রান্ত করে তোলে। খুব  সহজে মানুষ ভুলতে পারে না প্রিয় মানুষ হারানোর বেদনা।  এ ব্যাথ্যা এতটাই প্রবল যে তার সব কিছু তখন মানুষের কাছে তুচ্ছ ও ক্ষুদ্র হয়ে যায়। সুন্দর প্রকৃতিও তার ব্যাথ্যা ভোলাতে পারে না।  

“তাহারেই পড়ে মনে” কবিতায় কবি সুফিয়া কামালের মধ্যে  প্রিয় মানুষ হারানো ছাপ দেখা গেছে।  প্রিয় মানুষ হারানোর বেদনা কবিকে এতটাই ভারাক্রান্ত করে তুলেছে যে, বসন্তের আগমণ কবির মনে সাড়া জাগাতে পারিনি।বসন্ত কে কবি কবিতা রচনা করে বরণ করেনি, তাই কবি ভক্ত কবিকে অনুরোধ করেছে কবিতা রচনা করে বসন্ত কে বরণ করে নিতে।  

তাহারেই পড়ে মনে কবিতার mcq -তাহারেই পড়ে মনে কবিতার মূলভাব


তাহারেই পড়ে মনে কবিতার mcq – তাহারেই পড়ে মনে কবিতার বহুনির্বাচনি

একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের সুফিয়া কামাল রচিত “তাহারেই পড়ে মনে” কবিতা থেকে বিগত সালে বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ mcq গুলো এবং উত্তর দেওয়া হলো। 

১.”হে, কবি নীরব কেন? ফাগুন এসেছে ধরায়!” — “নীরব কেন” বলতে কবির কেমন অবস্থা বোঝায়?

উত্তর: কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া। 

২.তাহারেই পড়ে মনে কবিতায় “অর্ঘ্য বিরচন” শব্দটি কি অর্থে ব্যবহুত হয়েছে?

উত্তর: অঞ্জলি বা উপহার রচনা। 

৩.”বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?” তাহারেই পড়ে মনে কবিতায় এ চরণ দ্বারা প্রকাশ পেয়েছে—

উত্তর: কবির হাহাকার। 

৪.তাহারেই পড়ে মনে কবিতায় পুষ্পশুন্য্য দিগন্তের পথে চলে গেছে কে? 

উত্তর: মাঘের সন্ন্যাসী। 

৫.তাহারেই পড়ে মনে কবিতায় ” কোথা তব পুষ্পসাজ” উক্তিটি কার উদেশ্যে করা হয়েছে? 

উত্তর: কবির। 

৬.নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? 

উত্তর: কহিল সে মৃদু মধু স্বরে। 

৭.তাহারেই পড়ে মনে কবিতায় “উত্তরী” শব্দের অর্থ কি?

উত্তর: চাদর। 

৮.তাহারেই পড়ে মনে কবিতাটির গঠন রীতি কেমন?

উত্তর: নাটকীয়। 

৯.তাহারেই পড়ে মনে কবিতায় কবি কাকে ব্যথ্যা দিয়েছে?

উত্তর: ঋতুরাজ কে। 

১০.তাহারেই পড়ে মনে কবিতায় কবির অনুভূতির সাথে কোনরি তুলনীয়? 

উত্তর: শীতের রিক্ততা।

বি:দ্ব: MCQ প্রশ্ন গুলো ৪টি করে অপশন থাকবে, ৪টির মধ্যে সঠিক উত্তর টি বেচে নিতে হবে।  এখানে প্রশ্ন এবং শুধু সঠিক উত্তর দেওয়া হয়েছে।  

তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের সুফিয়া কামাল রচিত “তাহারেই পড়ে মনে” কবিতা থেকে বিগত সালে বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ জ্ঞানমুলক প্রশ্ন  গুলো এবং উত্তর দেওয়া হলো। 

আরো পড়ুন:- সোনার তরী কবিতার জ্ঞান মুলক এবং বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.তাহারেই পড়ে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: তাহারেই পড়ে মনে কবিতাটি প্রথম “মাসিক মোহাম্মদী” পত্রিকায় প্রকাশিত হয়।

২.তাহারেই পড়ে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৩৫ সালে প্রকাশিত হয়। 

৩.তাহারেই পড়ে মনে কোন ছন্দে রচিত?

উত্তর:  তাহারেই পড়ে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। 

৪.তাহারেই পড়ে মনে কবিতার স্তবক কয়টি?

উত্তর: 

৫.”কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি:- কার কথা বলা হয়েছে? 

উত্তর: কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি:- এখানে কবি সুফিয়া কামালের কথা বলা হয়েছে।

৬.”তাহারেই পড়ে মনে” কবিতায় কবি নীরব থাকার কারণ কি? 

উত্তর: তাহারেই পড়ে মনে” কবিতায় কবি নীরব থাকার কারণ  প্রিয় জন হারানোর শোক ও বেদনাবোধ। 

৭.পাথার শব্দের অর্থ কি?

উত্তর: পাথার শব্দের অর্থ সমুদ্র। 

৮.কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যু বরণ করেন?

উত্তর: কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালে মৃত্যু বরণ করেন। 

৯.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে?

উত্তর: মাঘের সন্নাসী পুষ্পশুন্য দিগন্তের দিকে চলে গেছে। 

১০.”কুড়ি”শব্দের অর্থ কি? 

উত্তর: “কুড়ি” শব্দের অর্থ মুকুল বা কলি। 

১১.”কুহেলি”অর্থ কি?

উত্তর: “কুহেলি” অর্থ কুয়াশা।

১২.কবি সুফিয়া কামালে পৈত্রিক নিবাস কোথায়?

উত্তর: কুমিল্লায়। 

১৩.বসন্ত কিসের অপেক্ষা করেনি?

উত্তর: বসন্ত-বন্দনার। 

১৪.কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? 

উত্তর: ১৯১১ সালে। 

১৫.নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে? 

উত্তর: কবি সুফিয়া কামাল। 

এই প্রশ্ন গুলো বিগত  সাল গুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে।  এইচএসসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই বার বার রিভিশন দিবে, ইনশাআল্লাহ কমন পাবে পরীক্ষায়।  

শিক্ষা সম্পর্কিত আরো আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের গুগল নিউজ ফলো করুন।  

Leave a Comment