বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন – বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলাম রচিত “বিদ্রোহী” কবিতাটি।  আলোচনায় থাকছে :- বিদ্রোহী কবিতার মূলভাব,বিদ্রোহী কবিতার mcq এবং বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। 

আরো পড়ুন:- তাহারেই পড়ে মনে কবিতার mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর

বিদ্রোহী কবিতার মূলভাব 

বিদ্রোহী” কবিতাটি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত। নিচে বিদ্রোহী কবিতার মূলভাব দেওয়া হলো। 

বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন - বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর


মানুষকে শোষণ -পীড়ন করে খুব বেশি দিন দমিয়ে রাখা যায় না। এক সময় না এক সময় তারা অধিকার সচেতন হয় এবং শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এদেশের মানুষ যুগে যুগে বহুবার শোষণ -নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু হাল ছাড়েনি। বাঙালির জীবনের বাকে বাকে মিশে আছে বিপ্লব, বিদ্রোহ ও সংগ্রাম।  এই বিদ্রোহ কখনো বিদেশি শক্তির বিরুদ্ধে, আবার কখনো বিদেশি শোষকদের বিরুদ্ধে।  সব ক্ষেত্রেই বাঙালি আত্মবিশ্বাস ও সাহস দিয়ে শত্রুর মোকাবিলা করেছে। 

বিদ্রোহী কবিতায় কবি ঔপনিবেশিক রাজশক্তির সমস্ত অন্যায় -অবিচারের বিরোধিতা করেছেন। তার বিদ্রোহ সমস্ত অনিয়মের অবসান ঘটিয়ে মানুষের সার্বিক মুক্তির পথ আবিস্কার করে দেওয়ার জন্য।  কবির এই বিদ্রোহের উদেশ্য আত্মবিশ্বাস ও আত্মশক্তুির জাগরণ ঘটিয়ে নিপীড়িত মানুষ কে মুক্তির পথ দেখানো।  

বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর – বিদ্রোহী কবিতার mcq 

বিগতসালে আসা একাদশ দ্বাদশ শ্রেণির কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার mcq প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। 

১.বাংলা সাহিত্যের “বিদ্রোহী কবি” হিসেবে খ্যাত কে?

উত্তর: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

২.কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: সাপ্তাহিক বিজলী। 

৩.কাজী নজরুল ইসলাম কে ভারত সরকার কি উপাধিতে ভূষিত করেন? 

উত্তর: পদ্মভূষণ। 

৪.কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে কোন কবিতা প্রকাশের পর?

উত্তর: বিদ্রোহী কবিতা। 

৫.কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যু বরণ করেন? 

উত্তর: ঢাকায়। 

৬.কে নিজেকে বিশ্ববিধাত্রীর বিদ্রোহী পুত্র বলে উল্লেখ করেছেন? 

উত্তর: কবি। 

৭.নিচের কোনটি সৃষ্টির ধ্বংস কাল কে নির্দেশ করে?

উত্তর: মহাপ্রলয়। 

৮.কবি নিজেকে কিসের নটরাজ, সাইক্লোন ও ধ্বংস বলে উল্লেখ করেছেন? 

উত্তর: মহাপ্রলয়ের। 

৯.”বিদ্রোহী” কবিতায় কবি কার জন্য অভিশাপ? 

উত্তর: পৃথিবীর। 

১০.”বিদ্রোহী” কবিতায় ডুবোজাহাজ থেকে নিক্ষেপ যোগ্য অস্ত্র কে কোন শব্দে প্রকাশ করা হয়েছে?

উত্তর: টর্পেডো। 

১১.বিদ্রোহী কবিতায় কবি কোন মাইনের কথা বলেছেন?

উত্তর: ভাসমান মাইন। 

১২.শিব বা মহাদেবের অন্য নাম ধুর্জটি কেন?

উত্তর: জটাধারী শিবের জট ধুমরুপী বলে। 

১৩.”বিদ্রোহী” কবিতায় কবি নিজেকে কার সুত বলেছেন?

উত্তর: বিশ্ব-বিধাত্রীর। 

১৪.”বিদ্রোহী” কবিতায় “ইন্দ্রাণী-সুত” কাকে বলা হয়েছে? 

উত্তর: কবিকে। 

১৫.ইন্দ্রাণী সুতের হাতে কি?

উত্তর: চাদ। 

১৬.ইন্দ্রাণীর সঙ্গে সম্পর্ক আছে কার?

উত্তর: জয়ন্ত। 

১৭.কবির হাতে কেমন বাশির কথা বলা হয়েছে? 

উত্তর:বাকা বাশের বাশি। 

১৮.কবি নিজেকে ব্যতীত অন্য কাউকে কি করেন না?

উত্তর: কুর্নিশ। 

১৯.বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন?

উত্তর: নিজেকে। 

২০.মহর্ষি অত্রির স্ত্রীর নাম কি?

উত্তর: অনসূয়া। 

বি:দ্র: ফাইনাল পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নোত্তরে ৪ দি অপশন থাকবে, ৪টির মধ্য থেকে সঠিক উত্তর টি বেচে নিতে হবে।  

বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

বিগত সালো বোর্ড পরীক্ষায় আসা বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া হলো। 

১.কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 

উত্তর: ১৮৯৯ সালে। 

২.কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? 

উত্তর: ভারতের পশ্চিম বঙ্গে। 

৩.কাজী নজরুল ইসলাম সৈনিক হিসেবে প্রথম বিশ্ব যুদ্ধে অংশ নেয় কত সালে?

উত্তর: ১৯১৭ সালে। 

৪. কার উদ্যোগে কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশে আনা হয়?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। 

৫.কাজী নজরুল ইসলাম কে কত সালে বাংলাদেশে আনা হয়?

উত্তর: ১৯৭২ সালে। 

৬.কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যু বরণ করেন?

উত্তর: ১৯৭৬ সালে। 

৭.কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশে এনে কোন উপাধি দেওয়া হয়?

উত্তর: জাতীয় কবি।

৮.কাজী নজরুল ইসলাম কে কত সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর: ১৯৬০ সালে। 

৯.কাজী নজরুল ইসলামের “লাঙল” ও “নবযুগ” কি? 

উত্তর : পত্রিকা। 

১০.কাজী নজরুল ইসলাম কে “জগত্তারিনী ” স্বর্ণপদক প্রদান করে কোন প্রতিষ্ঠান? 

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়। 

১১.ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম কে কোন ডিগ্রি প্রদান করে?

উত্তর:ডি-লিট। 

১২.বিদ্রোহী বীর কারে হাতের বাশরি?

উত্তর: শ্যামের। 

১৩.”বিদ্রোহী” কবিতায় কবি কি দলে যান?

উত্তর: শাসকের যত নিয়ম-কানুন -শৃঙ্খলা। 

১৪.কবি নিজের বাশির সুরে কী হয়ে ওঠেন?

 উত্তর: শ্যামের হাতের বাশরি। 

১৫.ডমরু  কি?

উত্তর: ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র। 

পড়ালেখা বিষয়ক আরো আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের গুগল নিউজে  ফলো করুন।  ধন্যবাদ সবাইকে। 

আরো পড়ুন:- সোনার তরী কবিতার mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন

Leave a Comment