২০২৪ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক। আমাদের আজকের আলোচনার বিষয় ২০২৪ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার।  আলোচনায় ২০২৪ সালের ১২ মাসের সরকারি ছুটি তালিকা নিয়ে আলোচনা করা হবে। 

২০২৪ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার


২০২৪ সালের সরকারি ছুটির তালিকা

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার।  ২৬ অক্টোবর, ২০২৩ জনপ্রশাসন মন্ত্রণালয় তালিকাটি প্রকাশ করেছে। আগামী বছর (২০২৪ সাল) সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশের ৮দিন সহ মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে।  

২০২৪ সরকারি ছুটির তালিকা – সাধারণ ছুটির (১৪ দিন)

  • ২১ ফেব্রুয়ারি, ২০২৪ রোজ বুধবার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১ টি ছুটি। 
  • ১৭ মার্চ, ২০২৪ রোজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১দিন ছুটি। 
  • ২৬ মাচ, ২০২৪ রোজ মঙ্গলবার স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে একদিন ছুটি।
  •  ৫ এপ্রিল, ২০২৪ রোজ শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে ১দিন ছুটি। 
  • ১১ এপ্রিল, ২০২৪ রোজ বৃহস্পতিবার ইদুল ফিতর উপলক্ষে ১দিন ছুটি।
  •  ১ মে, ২০২৪ রোজ বুধবার মে দিবস উপলক্ষে ১ দিন ছুটি।  
  • ২২ মে, ২০২৪ রোজ বুধবার বুদ্ধপুর্ণিমা বা বৈশাখী পুর্ণিমা উপলক্ষে ১দিন ছুটি।
  •  ১৭ জুন, ২০২৪ রোজ সোমবার ইদুল আজহা উপলক্ষে ১ দিন ছুটি। 
  • ১৫ আগষ্ট, ২০২৪ রোজ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ১ দিন ছুটি।
  •  ২৬ আগষ্ট,  ২০২৪ রোজ সোমবার জন্মাষ্ঠমী উপলক্ষে ১ দিন ছুটি। 
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৪ রোজ সোমবার ইদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ১ দিন ছুটি।
  •  ১৩ অক্টোবর, ২০২৪ রোজ রবিবার দুর্গাপূজা (বিজয়া দশমী) উপলক্ষে ১ দিন ছুটি।
  •  ১৬ ডিসেম্বর, ২০২৪ রোজ সোমবার বিজয় দিবস উপলক্ষে ১ দিন ছুটি। 
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ রোজ বুধবার যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ১ দিন ছুটি। 
তারিখ বারের নাম ছুটির নাম
২১ ফেব্রুয়ারী বুধবার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
১৭ মার্চ রবিবার বঙ্গবন্ধুর জন্মদিন
২৬ মার্চ মঙ্গলবার স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস
৫ এপ্রিল শুক্রবার জুমাতুল বিদা
১১ এপ্রিল বৃহস্পতিবার ইদুল ফিতর
১ মে বুধবার মে দিবস
২২ মে বুধবার বুদ্ধপুর্ণিমা বা বৈশাখী পুর্ণিমা
১৭ জুন সোমবার ইদুর আজহা
১৫ আগস্ট বৃহস্পতিবার জাতীয় দিবস
২৬ আগস্ট সোমবার জন্মাষ্ঠমী
১৬ সেপ্টেম্বর সোমবার ইদে মিলাদুন্নবী
১৩ অক্টোবর রবিবার দুর্গাপূজা
১৬ ডিসেম্বর সোমবার বিজয় দিবস
২৬ ডিসেম্বর বুধবার বড় দিন

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা – ঐচ্ছিক ছুটি (৮ দিন) 

  • ২৬ ফেব্রুয়ারি,২০২৪ রোজ সোমবার শবে বরাত উপলক্ষে ১ দিন ছুটি। 
  • ৭ এপ্রিল,২০২৪ রোজ রবিবার শবে কদর উপলক্ষে একদিন ছুটি। 
  • ১০ ও ১২ এপ্রিল, ২০২৪ রোজ বুধবার ও শুক্রবার ইদুল ফিতরের আগের ১ দিন ও পরে ১দদিব সরকারি ছুটি।
  •  ১৪ এপ্রিল, ২০২৪ রোজ রবিবার বাংলা নববর্ষ উপলক্ষে একদিন ছুটি। 
  •  ১৬ জুন ও ১৮ জুন, ২০২৪  রোজ রবিবার ও মঙ্গলবার ইদুল আজহার আগের ১দিন ও ইদুল আজহার পরের ১ দিন সহ মোট ২দিন সরকারি ছুটি। 
  • ১৭ জুলাই, ২০২৪ রোজ  বুধবার আশুরা উপলক্ষে একদিন ছুটি। 
  •  

       

         

         

     

       

     

     

       

         

         

       

       

         

         

       

       

         

         

       

         

         

       

         

         

       

         

         

       

     

    ছুটির তারিখ ছুটির নাম ছুটির দিন
    ২৬ ফেব্রুয়ারি শবে বরাত ১ দিন
    ৭ এপ্রিল শবে কদর ১ দিন
    ১০ ও ১২ এপ্রিল ইদুল ফিতরের একদিন আগে ও একদিন পরের দিন ২ দি
    ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১ দিন
    ১৬ ও ১৮ জুন, ইদুল আজহার একদিন আগে ও একদিন পরের দিন ২ দিন
    ১৭ জুলাই আশুরা ১ দিন

    ক্যালেন্ডার দেখুন

    ২০২৪ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার

    বি:দ্রু: চাদ দেখার উপর নির্ভরশীল

Leave a Comment