লালসালু উপন্যাসের mcq

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণির”লালসালু উপন্যাসের mcq“।  “লালসালু” উপন্যাসের বিগত সালে আসা গুরুত্বপূর্ণ mcq গুলো দেওয়া হলো। 

লালসালু উপন্যাসের mcq


লালসালু উপন্যাসের mcq 

১.মহব্বতনগরে আগমনের পুর্বে মজিদ কোথায় ছিল?

উত্তর: গারো পাহাড়ে। 

২.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল?

 উত্তর: প্যারিস।

৩.অতি সন্তপর্ণে ধানের ফাকে ফাঁকে তারা নৌকা চালায় কেন? 

উত্তর: ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে। 

আরো পড়ুন:- অপরিচিতা গল্পের mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর

৪.”মাজার  তার শক্তির মুল” বলতে কি বোঝানো হয়েছে? 

উত্তর : আনুগত্য। 

৫.”কমলা জান মিয়া” প্রশ্ন টি মজিদ কাকে উদেশ্য করে করে করেছিল?

উত্তর: দুদু মিয়াকে। 

৬.”লালসালু” উপন্যাসে মাজারটি দেখতে কেমন?

উত্তর: মাছের পিঠের মতো।

৭.”লালসালু” উপন্যাসে কে হাটলে মাটিতে আওয়াজ হয়?

উত্তর: রহিমা। 

৮.”লালসালু” উপন্যাসে কে হাপানি রোগে আক্রান্ত? 

উত্তর: সলেমনের বাপ। 

৯.”লালসালু” উপন্যাসে “ভাংগাজা খাওয়া রসকশুন্য হাড়গিলে চেহারা কার?

উত্তর: কম্পাউন্ডারের। 

১০.” লালসালু উপন্যাসে ” পরগাছা মুরুব্বি’ কে?

উত্তর: ধলা মিয়া।  

১১.”তোমার দাড়ি কই মিয়া” উক্তি টি কাকে উদেশ্য করে করা হয়?

উত্তর: আক্কাসকে। 

১২.”এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়” – “লালসালু” উপন্যাসে এ বাক্যে প্রকাশ পেয়েছে মজিদ এর — 

উত্তর: আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা। 

১৩.ধলা মিয়া কে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছে কে?

উত্তর: খালেক ব্যাপারি। 

১৪.”ওনারে কন, আমার মওতের জন্য জানি দোয়া করে ” – উক্তিটি কার?

উত্তর: হাসুনির মা। 

১৫.”লালসালু” কি ধরনর উপন্যাস? 

উত্তর: সমাজ ও সমস্যামুলক। 

১৬.” সে খাচায় ধরা পড়েছে” – “লালসালু” উপন্যাসে কার ধরা পড়ার কথা বলা হয়েছে? 

উত্তর: জমিলার। 

১৭.সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক” উদ্ধৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে? 

উত্তর: মজিদ -খালেক ব্যাপারির উদ্দেশ্য। 

১৮.”কথাটা মিথ্যা জেনেও প্রচন্ড ক্রোধে জ্বলে উঠে অন্তরটা” – উক্তিটিতে কার অন্তর জ্বলে উঠার কথা বোঝানো হয়েছে? 

উত্তর: তাহেরের বাপের। 

১৯.” কি মিয়া, তোমার দিলে  কি ময়লা আছে? উক্তিটি কার?

উত্তর: মজিদের। 

২০.”লালসালু ” উপন্যাসে অশীতিপথ বৃদ্ধ কে?

উত্তর: সলেমনের বাপ।

২১.মহব্বতনগরের মহিলাদের সাথে মজিদের যোগসুত্র — 

উত্তর: রহিমা। 

২২.”তানি বুঝি দুলার বাপ।” — জমিলা উক্তিটি কার সম্পর্কে করেছে?

উত্তর: মজিদ। 

২৩.”বতোর দিন” কিসের সাথে সম্পর্কিত?

উত্তর: চাষাবাদ।

২৪. দেশে দেশে পীরদের সফর শুরু হয় কখন?

উত্তর: ধানের মৌসুমে। 

২৫.ঢেঙা বুড়া কার কথায় বিভ্রান্ত হয়?

উত্তর: মজিদের। 

২৬.রুঠাজমি কি?

উত্তর: নিষ্ফলা জমি।  

২৭.”লালসালু” উপন্যাসে ” মাছের পিঠের মতো মাজার” বলতে রুপক অর্থে  কি বোঝানো হয়েছে? 

উত্তর: মাজারের রহস্যময়তা। 

আরো পড়ুন:- বিলাসী গল্পের mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর

২৮.” খোদার উপর তোয়াক্কল কর” –এটি কার উক্তি?

উত্তর: মজিদের। 

২৯.”লালসালু” উপন্যাসে মতিগন্জের সড়ক থেকে মহব্বতনগর গ্রামের কোন দিকে?

উত্তর: উত্তর দিকে। 

৩০.”লালসালু” উপন্যাস অনুয়ায়ী কী না হলে বিদেশে এক পাও চলে না?

উত্তর: বদনা।  


পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নে ৪টি অপশন দেওয়া থাকে। ৪ টি অপশন থেকে সঠিক উত্তর টি নির্বাচন করতে হয়।  উপরে বিভিন্ন সালে এইচএসসি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া হয়েছে।  এইগুলো বার বার রিভিশন করলে, পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পাবেন। 

আরো পড়ুন:- বিদ্রোহী কবিতার mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর

Leave a Comment