সুচনা
আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক। আমাদের আজকের আলোচনার বিষয়” মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান”। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, ব্যাংক জব পরীক্ষা ও শিক্ষক নিবন্ধন পরীক্ষাসহ আরো অন্যান্য প্রতিযোগিতা মুলক ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ একটি অংশ। সমাধান জ্ঞান অংশের জন্য বাংলাদেশে বিষয়াবলীর মধ্যে বড় বড় প্রকল্প গুলো বেশি গুরুত্বপূর্ণ। ঢাকা মেট্রোরেল বাংলাদেশের প্রথম মেট্রোরেল এবং বৃহৎ একটি প্রকল্প। বিভিন্ন প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য মেট্রোরেল সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। আজ আমরা মেট্রোরেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি মেট্রোরেল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে এসে থাকেন, তাহলে আমি বলব আপনি সঠিক জায়গায় এসেছেন।
মেট্রোরেল বাংলাদেশ
২৮ ডিসেম্বর, ২০২২ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালু হয়। ২৯ ডিসেম্বর, ২০২২ সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে প্রায় ১০ বছর আগে ১৮ ডিসেম্বর, ২০১২ একনেকে (ECNEC) অনুমোদন করা হয় এবং ২৬ জুন,২০১৬ তে নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
মেট্রোরেল সম্পর্কে বিস্তারিত
- MRT’র পুর্ণরুপ – Mass Rapid Transit ।
- মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীনে- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
- যে বিভাগের অধীনে – সড়ক ও মহাসড়ক বিভাগ।
- মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
- DMTCL এর মালিকানাধীন -বাংলাদেশ সরকার।
- DMTCL প্রতিষ্ঠা করা হয়-৩ জুন, ২০১৩ সালে।
- DMTCL এর আওতায় মেট্রোরেলের মোট দৈর্ঘ্য – ১২৯.৯০১ কি.মি।
- অর্থায়নে – জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
- জাইকার সাথে চুক্তি হয় – ২০১৩ সালে।
- মোট স্টেশন হবে -১০৫ টি।
- মেট্রোরেলের মোট প্রকল্প হবে – ৬ টি।
- প্রথম পর্যায়ে কাজ শেষ হয় -এমআরটি লাইন -৬ রুটে।
- দ্বিতীয় পর্যায়ে কাজ শেষ করা হবে -এমআরটি লাইন-১ ও এমআইটি লাইন ৫: নর্দান রুট।
মেট্রোরেল সম্পর্কে প্রশ্ন – এমআরটি লাইন: ৬
- দেশের প্রথম মেট্রোরেল চালু হয় যে লাইনে- এমআরটি লাইন- ৬
- মেট্রোরেলে প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়েন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মেট্রোরেলের স্টেশন সংখ্যা -১৭ টি।
- অবকাঠামোর ধরণ – উড়াল।
- কোর্চগুলোর নির্মাতা – জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম
- প্রতিটি মেট্রো ট্রেনের যাত্রী পরিবহন ক্ষমতা – ২৩০৮ জন।
- বিনা ভাড়ায় মেট্রোরেল ভ্রমণ করতে পাবে- যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।
- মতিঝিল থেকে কমলাপুর স্টেশন পযন্ত চালু হবে – ২০২৫ সালে।
- ঢাকা উত্তরা থেকে কনলাপুর পযন্ত প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬) এর দৈর্ঘ্য – ২১.২৬ কি.মি।
- ঢাকা উত্তরা থেকে মতিঝিল পযন্ত প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬) এর দৈর্ঘ্য – ২০.১০ কি.মি।
- প্রতি কি.মি ভাড়া – ৫ টাকা।
- সর্বনিম্ন ভাড়া – ২০ টাকা।
- সর্বোচ্চ ভাড়া – ১০০ টাকা ( উত্তরা -মতিঝিল)
- সার্কভুক্ত তৃতীয় দেশ হিসেবে মেট্রোরেল চালু করে – বাংলাদেশ।
- মেট্রোরেল যাত্রী পরিবহন করবে – ঘন্টায় ৬০ হাজার এবং দৈনিক ৫ লক্ষ।
- মেট্রোরেলের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১১০ কি.মি।
- দেশের প্রথম মেট্রোরেল পরীক্ষা মুলক চলাচল শুরু করে – ২৯ আগস্ট, ২০২১ সালে।
- মেট্রোরেলের লোগের ডিজাইনার – আলী আহসান নিশান।। মেট্রোরেল চলবে- বিদ্যুৎ শক্তির সাহায্যে।
- দেশের প্রথম পাতাল রেলপথ হবে -বিমানবন্দরে্ টু কমলাপুর রুটে।
মেট্রোরেলের প্রথম নারী চালক
মেট্রোরেলের প্রথম চালক আা মেট্রোরেলের প্রথম নারী চালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মরিয়ম আফিজা কে। মেট্রোরেলের চালকের পদটির নাম দেওয়া হয়েছে ট্রেন অপারেট। প্রথম নারী স্টেশন অপারেটর আসমা আক্তার।
Rapid Pass কি?
Rapif pass হলো স্মার্ট কার্যভিত্তিক একটি স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রাম ব্যবস্থা। গণপরিবহন সমম্বিত E-ticketing (ওয়ান কার্ড ফর অল ট্রান্সপোর্ট) ব্যবস্থা প্রবর্তন ও ভাড়া আদায়ের লক্ষ্যে ঢাকা পরিবহন সমম্বয় কতৃপক্ষ (ডিটিসিএ) কর্তৃক স্মার্ট কার্ড Rapid pass প্রচলন করে। মেট্রোরেল চালুর প্রথম দিন থেকেই Rapid pass কার্ডের স্পেসিফিকেশন অনুসারে তৈরি MRT পাস কার্ডের মাধ্যমে মেট্রোরেলের ভাড়া আদায় করা হয়।
মেট্রোরেলের গোড়াপত্তন
- বিশ্বের প্রথম মেট্রোরেল – লন্ডন আন্ডারগ্রাউন্ড, চালু হয় ১৮৮৩ সালে।
- লন্ডন আন্ডারগ্রাউন্ড ট্রেনটি পরিচিত- দ্য আন্ডারগ্রাউন্ড এবং দ্য টিউব নামেও।
- এশিয়ার প্রথম দেশ হিসেবে মেট্রোরেল চালু করে -জানপান, ১৯২৭ সালে।
- ভারত প্রথম মেট্রোরেল চালু করে- কলকাতায়, ১৯৮৪ সালে।
- বিশ্বের দীর্ঘ তম মেট্রোরেল -সাংহাই মেট্রো।
এমআরটি লাইন-৫
- এমআরটি লাইন-৫’র রুট মোট -২টি।
- এমআরটি লাইন-৫ নর্দান রুটের দৈর্ঘ্য -২০ কি.মি।
- এ রুটের স্টেশন সংখ্যা – ১৪ টি।
- নির্মানের জন্য জাপান বাংলাদেশের চুক্তি হয় – ২৮ জুন, ২০২২ সালে।
এমআরটি লাইন -১
- এমআরটি লাইন -১ এর মোট দৈর্ঘ্য ৩১.২৪১ কি.মি।
- রুট -২টি।
- স্টেশন সংখ্যা ২১ টি।
- দেশের প্রথম পাতাল রেলপথ হবে-এমআরটি লাইন -১ এর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর -কমলাপুর রেল স্টেশন।
মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য
১.বাংলাদেশ প্রথমবারের মত বিদ্যুৎ চালিত মেট্রোরেল ব্যবস্থার যুগে প্রবেশ করে ২৮ ডিসেম্বর , ২০২২।
২.সার্ক ভুক্ত তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ মেট্রোরেল চালু করে।
৩.মেট্রোরেল প্রকল্পের মোট স্টেশন হবে ১০৫টি।
৪.মেট্রোরেল প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে ১২৯.৯০১ কি.মি। ৫. মেট্রোরেল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে।
৬.যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেল ভ্রমণ করতে পারবে।
৭.মেট্রোরেলের লোগের ডিজাইনার আলী আহসান নিশান।
৮.মেট্রোরেলের প্রথম চালক বা প্রথম নারী চালক মরিয়ম আফিজা।
৯. মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
১০. বিশ্বের দীর্ঘতম মেট্রোরেল সাংহাই মেট্রো।
উপসংহার
মেট্রোরেল সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করা যায় যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার মেট্রোরেল সম্পর্কে প্রশ্ন আসলে, এই গুলোর মধ্য থেকেই আসবে।