নোবেল পুরস্কার 2024 তালিকা

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় “নোবেল পুরস্কার ২০২৩ তালিকা”। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা,বিসিএস পরীক্ষা ও জব পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতা মুলক পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের গুরুত্বপূর্ণ একটি পাঠ ” নোবেল পুরস্কার”।প্রতিবছর  নোবেল পুরস্কার বিজয়ীদের নাম  অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে প্রকাশ করা হয়।  ২০২৩ সালের নোবেল বিজয়ীদের নাম প্রকাশিত হয়েছে।  নোবেল পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান গুলো তুলে ধরা হলো।  

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা


নোবেল পুরস্কার ২০২৩ তালিকা

বিষয় ব্যক্তি অবদান
চিকিৎসাবিজ্ঞান ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান কোভিড-১৯ রোগের এমআরএনএ টিকা আবিষ্কার
পদার্থ বিজ্ঞান পিয়েরে অ্যাগোস্টনি,ফিরেন্স ক্রাসজ ও অ্যান লরিয়েল। সবচেয়ে কম সময়ে আলোকে ধারণ করার ব্যাপারে গবেষণা
রসায়ন মুঙ্গি জি বাউইন্ডি,লুইস ই ব্রাস ও আলেক্সি ই.ইকিমভ রসায়ন কোয়ান্টাম ডটের আবিষ্কার ওল ও উন্নয়ন এবং ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান
সাহিত্য ইয়োন ফসে একক কোন বিষয় নয়, তার সার্বিক সাহিত্য কর্ম
শান্তিতে নার্গিস মোহাম্মদী ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার এবং সবার জন্য স্বাধীনতার পক্ষে তার প্রচেষ্টা
অর্থনীতি অধ্যাপক ক্লদিয়া গোল্ডিন শ্রমবাজারে নারীর ভূমিকা নিয়ে গবেষণা

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৩ তালিকা

কোভিড-১৯ রোগের এমআরএনএ টিকা আবিষ্কারের জন্য ২০২৩ সালে চিকিৎসা বিজ্ঞান বিষয়ে যৌথ ভাবে নোবেল পুরস্কার প্রদান করা হয় ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান কে।  

হাঙ্গেরির জোলনকে ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন ক্যাটালিন কারিকোর এবং।১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের লেক্সিংটনে  জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী  ড্রু উইসম্যান। তারা উভয়ে   বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা পদার্থ

সবচেয়ে কম সময়ে আলোকে ধারণ করার ব্যাপারে গবেষণার জন্য জন্য যৌথ ভাবে ২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন পিয়েরে অ্যাগোস্টনি,ফিরেন্স ক্রাসজ ও অ্যান লরিয়েল।

রসায়নে নোবেল পুরস্কার ২০২৩ তালিকা

কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদানের জন্য যৌথ ভাবে ২০২৩ সালে রসায়ন বিষয়ে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন মুঙ্গি জি বাউইন্ডি,লুইস ই ব্রাস ও আলেক্সি ই.ইকিমভ।

সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৩ তালিকা

সাহিত্যে ২০২৩ সালে নোবেল পুরস্কার জয়ী হয়েছেন  নরওয়ের ও সারা বিশ্বের বর্তমান সময়ের বিখ্যাত লেখক ও নাট্যকার ইয়োন ফসে।

ইয়োন ফসে রচিত আলোচিত  উপন্যাস “বোটহাউস “[১৯৮৯] এবং “মেলাংকলি” ১ ও ২ [১৯৯৫–১৯৯৬]। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার সর্বপ্রথম  ১৯৮৩ সালে প্রকাশিত  ‘রেড, ব্ল্যাক’ উপন্যাসের মাধ্যমে।

শান্তিতে নোবেল পুরস্কার ২০২৩ তালিকা

২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন  মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী (ইরান)।ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার এবং  সবার স্বাধীনতার পক্ষে তার  প্রচেষ্টা। ইরানের শাসকরা  নার্গিস মোহাম্মদী কে এ পযন্ত ১৩ বার গ্রেপ্তার করেছে, ৫ বার  দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড এবং ১৫৪ টি বেত্রাঘাত করেছে। তিনি এখনও কারাবন্দি। 

শিরিন এবাদির ( ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী  ইরানি নারী ) নেতৃত্বাধীন এনজিও  ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার-এর উপ-প্রধান নার্গিস মোহাম্মদী।

অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২৩ তালিকা

শ্রমবাজারে নারীদের ভূমিকা নিয়ে গবেষণার জন্য ২০২৩ সালে বর্তমান সময়ের বিশ্বের সবচেয়ে সন্মান জনক নোবেল পুরস্কার জয়ী হয়েছেন অধ্যাপক ক্লদিয়া গোল্ডিন।তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যাল বর্তমান অধ্যাপক। 

নোবেল পুরস্কার সম্পর্কে সাধারণ জ্ঞান 

  • নোবেল পুরস্কার প্রদান করা হয় – সুইডেন থেকে।
  • নোবেল ফাউন্ডেশন গঠন করা হয় – ১৯০০ সালে।
  • প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় -১৯০১ সালে।
  • বিশ্বের সবচেয়ে সন্মান জনক পুরস্কার -নোবেল।
  • নোবেল পুরস্কারের প্রবর্তক- সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড নোবেল। 
  • আলফ্রেড নোবেল পুরস্কারের জন্য উইল করে যান – ৩১ কোটি ১০ লাখ ক্রোন। 
  • নোবেল পুরস্কার দেওয়া হয়নি- ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২ সালে (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে)।
  • ১৯০১ সালে থেকে নোবেল পুরস্কার প্রদান করা হত – ৫ টি বিষয়ে।  
  • সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে ১৯৬৯ সাল থেকে অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 
  • বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় -৬টি বিষয়ে। 
  • ভারতীয় উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান- সি.ভি.রমন। 
  • নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ এশিয়ার প্রথম বিজ্ঞানী -সি.ভি.রমন (ভারত)।
  • সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন – মালালা ইউসুফজাঈ (১৭ বছর বয়সে)। 
  • নোবেল জয়ী প্রথম এবং একমাত্র ব্যক্তি- ড. মোহাম্মদ ইউনুস (২০০৬ সালে শান্তিতে)। 
  • সাহিত্যে প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান-১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ( ১৯১০ সালে গীতাঞ্জলি রচনার জন্য)।
  • রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান-১৯১৩ সালে।  
  • এ পযন্ত মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করে- মোট ১৪ জন। 
  • মুসলিমরা এ পযন্ত যে বিষয়ে নোবেল পায়নি- অর্থনীতিতে। 
  • আরবি সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী মুসলিম – নাগিব মাহফুজ (মিশর) 
  • নোব বিজয়ী প্রথম মুসলিম নারী- শিরিন এবাদী(ইরান)। 
  • নোবেল বিজয়ী প্রথম আরব নারী- তাওয়াক্কোল কারমান ( ইয়েমেন)। 
  • প্রথম নোবেল বিজয়ী নারী- পোল্যান্ডের মাদাম কুরি ;১৯০৩ সালে ( পদার্থে)। 

আলফ্রেড বার্নার্ড নোবেল সম্পর্কে 

আলফ্রেড বার্নার্ড নোবেল সুইডেনের একজন বিখ্যাত বিজ্ঞানী। বিশ্বের সবচেয়ে সন্মান জনক পুরস্কার “নোবেল পুরস্কার” এর প্রবর্তক  এই আলফ্রেড বার্নার্ড নোবেল। এই রসায়ন বিদ সুইডেনের স্টকহোমে ১৮৩৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত এবং ১৮৭৫ সালে “ব্লাস্টিং গিলাটিন” আবিস্কার করেন। নোবেল পুরস্কার ইন্সটিটিউট প্রতিষ্ঠার জন্য তার সম্পত্তির ৯৮% দান করে যান। ১০ ডিসেম্বর, ১৮৯৬ তিনি ইতালিতে মৃত্যু বরণ করেন। 
সুত্র: উইকিপিডিয়া ও জিকে বুস্টার। 

Leave a Comment