এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

আসসালামুআলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আপনি হয়তো জানেন যে এইচএসসি রেজাল্ট ২০২৩ অর্থাৎ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের ফলাফলের তারিখ ঘোষণা করা হচ্ছে। সকল শিক্ষা বোর্ড একযোগে এবং একই দিনে ফলাফল প্রকাশ করা হবে। আর পরীক্ষার ফলাফল আপনি সরাসরি অনলাইন থেকে দেখতে পারবেন।

এছাড়াও আপনার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন খুবই সহজে। আগামী ২৬ নভেম্বর ২০২৩ তারিখে সকাল ১০ঃ৩০ এ এইচএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ হতে যাচ্ছে।

আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ চেক করতে পারবেন। এই পোস্টটির মাধ্যমে আপনি বাংলাদেশের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন। তো চলুন শুরু করা যাক।

এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ চেক করার নিয়ম

একটি এসএমএস এর মাধ্যমেই আপনি অতি সহজে যেকোনো বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করে নিতে পারবেন। কিন্তু এজন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে শিক্ষাবোর্ডের নাম্বারে সঠিকভাবে এসএমএস করতে জানতে হবে।

আরও পড়ুন- এসএসসি পরীক্ষার রেজাল্ট ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

এছাড়া এসএমএস পাঠানোর সময় কি কি তথ্য দিতে হবে? কি কি লিখতে হবে?- এসব বিষয় অবশ্যই আপনাকে প্রথমে জানতে হবে। তো নিচে স্টেপ-বাই-স্টেপ দেওয়া হল-

  • এইচএসসি রেজাল্ট ২০২৩ চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।
  • এরপরে আপনার পরীক্ষার নাম লিখুন। যেমন- HSC।
  • স্পেস দিন।
  • পরীক্ষার নাম লিখার পর আপনি যে বোর্ড থেকে পরিক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর ইংরেজিতে লিখুন। যেমন- DHA অথবা DIN অথবা RAJ ইত্যাদি। (কারিগরি বাঁ মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে ভিন্ন হবে। এটি নিচে আলোচনা করা হয়েছে)
  • আবার স্পেস দিন।
  • এরপরে আপনার এইচএসসি রোল নাম্বার লিখুন।
  • স্পেস দিন।
  • তারপরে আপনার পরীক্ষার পাশের সাল লিখুন। যেমন- 2023।
  • এরপরে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে হলে অবশ্যই আপনি যে সিম দিয়ে রেজাল্ট দেখতে চান সেই সিমে প্রথমে এসএমএস পাঠানোর চার্জ ব্যালেন্স থাকতে হবে। অন্যথায় রেজাল্ট জানতে পারবেন না। (প্রতি রেজাল্টে এসএমএস চার্জ প্রায় ২.৫০ টাকা)।

এরপরেই আপনাকে বোর্ড থেকে ফিরতি এসএমএস পাঠানো হবে এবং আপনার এইচএসসি রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। নিচে সব বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম উদাহরণসহ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ইবতেদায়ী শিক্ষক নিবন্ধন ২০২৩

SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম সকল বোর্ড

SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের দেওয়া পদ্ধতি অনুসারে লিখুন।

HSC<স্পেস>বোর্ড<স্পেস>Roll<স্পেস>year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরণ- HSC DHA 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

এইচএসসি রেজাল্ট ২০২৩ মাদ্রাসা বোর্ড

ALIM<space>MAD<space>Roll<space>Year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ ALIM MAD 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

এইচএসসি রেজাল্ট ২০২৩ কারিগরি শিক্ষা বোর্ড

HSC<space>TEC<space>Roll<space>year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ HSC TEC 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

এইচএসসি রেজাল্ট ২০২৩ ঢাকা বোর্ড

HSC<space>DHA<space>Roll<space>year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ HSC DHA 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

এইচএসসি রেজাল্ট ২০২৩ রাজশাহী বোর্ড

HSC<space>RAJ<space>Roll<space>year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ HSC RAJ 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

আরও পড়ুন- ৭ কলেজে ভর্তির যোগ্যতা : ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষ

এইচএসসি রেজাল্ট ২০২৩ কুমিল্লা বোর্ড

HSC<space>COM<space>Roll<space>year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ HSC COM 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

এইচএসসি রেজাল্ট ২০২৩ চট্টগ্রাম বোর্ড

HSC<space>CTG<space>Roll<space>year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ HSC CTG 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

এইচএসসি রেজাল্ট ২০২৩ বরিশাল বোর্ড

HSC<space>BAR<space>Roll<space>year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ HSC BAR 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

এইচএসসি রেজাল্ট ২০২৩ দিনাজপুর বোর্ড

HSC<space>DIN<space>Roll<space>year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ HSC DIN 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

এইচএসসি রেজাল্ট ২০২৩ সিলেট বোর্ড

HSC<space>SYL<space>Roll<space>year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ HSC SYL 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

এইচএসসি রেজাল্ট ২০২৩ ময়মনসিংহ বোর্ড

HSC<space>MYM<space>Roll<space>year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ HSC MYM 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

এইচএসসি রেজাল্ট ২০২৩ যশোর বোর্ড

HSC<space>JES<space>Roll<space>year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরনঃ HSC JES 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)

শিক্ষা বোর্ডের কোড বা ১ম তিন অক্ষর

  • মাদ্রাসা শিক্ষা বোর্ড – MAD
  • কারিগরি শিক্ষা বোর্ড – TEC
  • ঢাকা শিক্ষা বোর্ড – DHA
  • যশোর শিক্ষা বোর্ড – JES
  • দিনাজপুর শিক্ষা বোর্ড – DIN
  • কুমিল্লা শিক্ষা বোর্ড – COM
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড – CHI
  • সিলেট শিক্ষা বোর্ড – SYL
  • রাজশাহী শিক্ষা বোর্ড – RAJ
  • বরিশাল শিক্ষা বোর্ড – BAR
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় – BOU

অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

HSC Result 2023 শিক্ষা বোর্ডের ২টি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নিচে এই ওয়েবসাইট দুটি দেওয়া হল-

শেষকথা

তো আজকে আমি যে বিষয় গুলো আলোচনা করেছি তা হলো- কিভাবে এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট চেক করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।

আরও পড়ুন- বাংলাদেশের সেরা সরকারি কলেজের তালিকা ২০২৩-২০২৪

Leave a Comment