এইচএসসি, কারিগরি ও আলিম রেজাল্ট ২০২৩ এর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর ২০২৩ তারিখে সকাল ১০ঃ৩০ এ। সকল শিক্ষা বোর্ড একযোগে এবং একই দিনে ফলাফল প্রকাশ করা হবে। আর পরীক্ষার ফলাফল আপনি সরাসরি অনলাইন থেকে দেখতে পারবেন।
আলিম রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ |
আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আলিম রেজাল্ট ২০২৩ চেক করতে পারবেন। এই পোস্টটির মাধ্যমে আপনি মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট বের করতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
অনলাইনে আলিম রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
অনলাইনে আলিম পরীক্ষার রেজাল্ট দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- আলিম রেজাল্ট দেখার জন্য প্রথমে এই লিংকে প্রবেশ করুন। http://www.educationboardresults.gov.bd/
- ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর নিচের স্ক্রীনশটের মতো দেখতে পাবেন। এরপরে নিচে দেওয়া নিয়ম ফলো করে প্রয়োজনীয় তথ্যগুলো দিন।
অনলাইনে আলিম রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
- এখানে প্রথমে আপনার পরীক্ষার নাম সিলেক্ট করুন।
- যেহেতু আপনি আলিম রেজাল্ট জানতে ইচ্ছুক তাই ‘আলিম’ সিলেক্ট করুন। অন্যথায় ‘এইচএসসি’ সিলেক্ট করুন।
- এরপরে আপনার পরীক্ষার সাল সিলেক্ট করুন – ২০২৩।
- পরের জায়গায় আপনি যে বোর্ড থেকে আলিম পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করুন। যেহেতু আপনি আলিম পরীক্ষা দিয়েছেন সেহেতু আপনার বোর্ড হবে ‘মাদ্রাসা’ বোর্ড।
- এখন আপনার আলিম পরীক্ষার রোল নাম্বার নির্ভুলভাবে লিখুন। যেমন- ১২৩৪৫৬।
- এরপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটিও সঠিকভাবে লিখুন। যেমন- ১২৩৪৫৬৭৮৯০।
- তারপর আপনাকে নাম্বার ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা হিসেবে যোগ করতে হবে। তো আপনি যোগটি হিসাব করে খালি ঘরে বসান। যেমন- ৫+৬ =১১।
- উপরের কাজগুলো সঠিকভাবে করার পর ‘Submit’ বাটনে ক্লিক করুন। মুহূর্তের মধ্যেই আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
আমরা উপরে জানলাম কিভাবে অনলাইনে আলিম পরীক্ষার রেজাল্ট চেক করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি সহজেই আপনার মোবাইল বা পিসি দিয়ে অনলাইনে আলিম পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবেন।
এখন আমি যে বিষয়টি আলোচনা করবো তা হলো- মোবাইলে এসএমএস এর মাধ্যমে আলিম রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম।
এসএমএস এর মাধ্যমে আলিম রেজাল্ট চেক করার নিয়ম
এসএমএস এর মাধ্যমে যেমন আপনি এইচএসসি রেজাল্ট দেখতে পারেন তেমনি আলিম রেজাল্টও মোবাইলে এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে হলে অবশ্যই আপনি যে সিম দিয়ে রেজাল্ট দেখতে চান সেই সিমে প্রথমে এসএমএস পাঠানোর চার্জ ব্যালেন্স থাকতে হবে। অন্যথায় রেজাল্ট জানতে পারবেন না। (প্রতি রেজাল্টে এসএমএস চার্জ প্রায় ২.৫০ টাকা)।
মোবাইলে এসএমএস এর মাধ্যমে আলিম রেজাল্ট ২০২৩ দেখার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন।
- আলিম রেজাল্ট ২০২৩ চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।
- এরপরে আপনার পরীক্ষার নাম লিখুন। যেহেতু আলিম রেজাল্ট দেখবেন সেহেতু লিখবেন- ALIM।
- স্পেস দিন।
- পরীক্ষার নাম লিখার পর আপনি যে বোর্ড থেকে পরিক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর ইংরেজিতে লিখুন। যেহেতু আলিম পরীক্ষা মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত সেহেতু লিখুন- MAD।
- আবার স্পেস দিন।
- এরপরে আপনার রোল নাম্বার লিখুন।
- স্পেস দিন।
- তারপরে আপনার পরীক্ষার পাশের সাল লিখুন। যেমন- 2023।
- এরপরে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
এরপরেই আপনাকে বোর্ড থেকে ফিরতি এসএমএস পাঠানো হবে এবং আপনার এইচএসসি রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন।
উদাহরনঃ ALIM MAD 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)
এইচএসসি রেজাল্ট ২০২৩ মাদ্রাসা বোর্ড
ALIM<space>MAD<space>Roll<space>Year এই ফরম্যাটে লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরনঃ ALIM MAD 123456 2023 (এভাবে লিখার পরে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।)
আলিম রেজাল্ট মার্কশিটসহ দেখার নিয়ম ২০২৩
আলিম পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ দেখার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। লিংক- https://eboardresults.com/v2/home। এরপরে নিচের মতো একটি পেজ দেখতে পাবেন। মার্কশিট সহ রেজাল্ট দেখতে নিচে দেখানো নিয়মানুসারে তথ্যগুলো পূরণ করুন।
-
আলিম রেজাল্ট মার্কশিটসহ দেখার নিয়ম ২০২৩
- পরীক্ষার জায়গায় HSC/Alim সিলেক্ট করুন।
- এরপরে সাল হিসেবে 2023 সিলেক্ট করুন।
- বোর্ড থেকে ‘মাদ্রাসা বোর্ড’ সিলেক্ট করুন।
- এরপরে রোলের ঘরে আপনার আলিম পরীক্ষার রোল নম্বর লিখুন।
- এরপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটিও সঠিকভাবে লিখুন।
- তারপর আপনাকে নাম্বার ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা হিসেবে যোগ করতে হবে। তো আপনি যোগটি হিসাব করে খালি ঘরে বসান। যেমন- ৫+৬ =১১।
- উপরের কাজগুলো সঠিকভাবে করার পর ‘Submit’ বাটনে ক্লিক করুন। মুহূর্তের মধ্যেই আপনি মার্কশিট সহ আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
শিক্ষা বোর্ডের কোড বা ১ম তিন অক্ষর
- মাদ্রাসা শিক্ষা বোর্ড – MAD
- কারিগরি শিক্ষা বোর্ড – TEC
- ঢাকা শিক্ষা বোর্ড – DHA
- যশোর শিক্ষা বোর্ড – JES
- দিনাজপুর শিক্ষা বোর্ড – DIN
- কুমিল্লা শিক্ষা বোর্ড – COM
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড – CHI
- সিলেট শিক্ষা বোর্ড – SYL
- রাজশাহী শিক্ষা বোর্ড – RAJ
- বরিশাল শিক্ষা বোর্ড – BAR
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় – BOU
শেষকথা
তো আজকে আমি যে বিষয় গুলো আলোচনা করেছি তা হলো- কিভাবে আলিম রেজাল্ট চেক করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।