About

Bengal Solution BD কি?

Bengal Solution BD একটি পরিচ্ছন্ন বাংলা ব্লগ শিক্ষা বিষয়ক প্লাটফর্ম। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, ভ্রমণ ও অনলাইন ইনকাম ইত্যাদি বিষয় সঠিক তথ্য সরবরাহ করে পাঠকদের সহযোগিতা করাই আমাদের মুল উদ্দেশ্য। 

Bengal Solution BD বিশ্বাস করে যে, সঠিক তথ্যের মাধ্যমে মানুষ তাদের জীবনকে আরও ভালো করে তুলতে পারে। তাই আমরা আমাদের ব্লগে শুধুমাত্র নির্ভরযোগ্য ও সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করি। আমাদের লেখকরা বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ, এবং তারা তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে আমাদের পাঠকদের সাথে শেয়ার করেন।

আমরা আশা করি আমাদের ব্লগ আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

আমাদের সেবাসমুহ

এসএসসি পরীক্ষার রুটিন ও সিলেবাস প্রদান।বিষয় ভিত্তিক প্রতিটি অধ্যায়ের MCQ, জ্ঞান মুলক, অনুধাবন মুলক ও সৃজনশীল উত্তর সহ  সাজেশন প্রদান। এছাড়াও এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। 

এইচএসসি পরীক্ষার রুটিন ও সিলেবাস প্রদান।বিষয় ভিত্তিক প্রতিটি অধ্যায়ের MCQ, জ্ঞান মুলক, অনুধাবন মুলক ও সৃজনশীল উত্তর সহ  সাজেশন প্রদান। এছাড়াও এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। 

এডমিশন পরীক্ষার্থীদের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক সকল ইনফরমেশন প্রদান।  বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সার্কুলার বিশ্লেষণ সহ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আলোচনা। 
 
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি সম্পর্কিত আলোচনা। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সের প্রতিটি বিভাগের সিলেবাস এবং সাজেশন আলোচনা। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। 
 
মেডিকেল, নার্সিং, ডেন্টাল ও সকল জব পরীক্ষা সম্পর্কিত আলোচনাসহ প্রশ্ন ব্যাংক আলোচনা। 
 
এছাড়াও খেলাধুলা, সিনেমা, স্বাস্থ্য, ভ্রমণ, জাতীয় তথ্য ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়া। 

আমাদের লক্ষ্য 

  • সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করে পাঠকদের সহযোগিতা করা
  • বিভিন্ন বিষয়ে মানুষের জ্ঞান বৃদ্ধি করা
  • নতুন ও উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দেওয়া

আমাদের মুল্যবোধ

  • সত্যবাদিতা
  • নির্ভরযোগ্যতা
  • সহযোগিতা
  • উদ্ভাবন

আমাদের দল

Bengal Solution BD একটি দলগত উদ্যোগ। আমাদের দলে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা রয়েছেন, যারা তাদের সময় ও দক্ষতা আমাদের ব্লগের জন্য উৎসর্গ করেছেন।

এডমিন: মো.হাসান আলী 

অধ্যায়ণরত: রাষ্টবিজ্ঞান বিভাগ,জাতীয় বিশ্ববিদ্যালয়। 

আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা

আমরা Bengal Solution BD কে আরও ভালো করার জন্য প্রতিনিয়ত কাজ করছি। আমাদের লক্ষ্য হল আমাদের পাঠকদের জন্য আরও বেশি তথ্যবহুল ও আকর্ষণীয় বিষয়বস্তু সরবরাহ করা।আমরা আশাবাদী, Bengal Solution BD  একদিন বাংলাদেশের সেরা শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান হবে ।

আমরা Bengal Solution BD কে আরো এগিয়ে নিতে আপনাদের  সহযোগিতা আশা করছি।  আমাদের ব্লগের বিষয়বস্তু সম্পর্কে আপনার যদি কোনও মতামত বা পরামর্শ থাকে, তাহলে দয়া করে আমাদের জানান। আমরা আপনার মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করব।

যোগাযোগ করুন

মোবাইল: 01790003868
ফেসবুক পেইজ: BENGAL SOLUTION BD
Website: www.bengalsolutionbd.com

আমাদের ঠিকানা

মধ্যপাড়া টু বদরগন্জ রোড, মধ্যপাড়া পাথরখনি, পার্বতীপুর, দিনাজপুর।

গুগল ম্যাপ

ধন্যবাদ সবাই কে।