আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক। আজ আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য -২০২৩-২৪। এইচএসসি ২৩ শিক্ষার্থীদের পরীক্ষা শেষ, এখন তাদের ভর্তি পরীক্ষা নিয়ে ভাবার সময়। যেকোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সফল হওয়ার জন্য ঐ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানা জরুরি।
বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে থাকে। কিন্তু সবার স্বপ্ন পুরণ হয় না। এখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সাথে লড়াই করে নিজের অবস্থান করে নিতে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা পরীক্ষা নিয়ে থাকে :-
- বিজ্ঞান ইউনিট /এ ইউনিট
- কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট / বি ইউনিট।
- ব্যবসায় শিক্ষা ইউনিট / সি ইউনিট।
- চারুকলা ইউনিট।
আরো পড়ুন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য-২০২৩-২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বন্টন
বিগত সাল গুলোতে শুধু mcq পরীক্ষা হলেও ২০১৯-২০ শিক্ষা বর্ষ থেকে লিখিত পরীক্ষাও নেওয়া হচ্ছে। MCQ নম্বরের এবং লিখিত ৪০ নম্বরে। লিখিত ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর উপর ২০ নম্বর সহ মোট ১২০ নম্বরে মুল্যায়ণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বন্টন: ক ইউনিট
ক ইউনিটে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অথ্যাৎ এইচএসসিতে যারা বিজ্ঞান বিভাগে ছিল, শুধু তারাই আবেদন করতে পারবে।
ঢাবি ক ইউনিট মান বন্টন (MCQ)
পদার্থ বিজ্ঞান | ১৫ মার্ক |
রসায়ন | ১৫ মার্ক |
জীববিজ্ঞান | ১৫ মার্ক |
গণিত | ১৫ মার্ক |
বাংলা | ১৫ মার্ক |
ইংরেজি | ১৫ মার্ক |
MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা হবে। ৪টি MCQ ভুল হলে ১ মার্ক কাটা যাবে।
ঢাবি ক ইউনিট মান বন্টন (লিখিত)
পদার্থ বিজ্ঞান | ১০ মার্ক |
রসায়ন | ১০ মার্ক |
জীববিজ্ঞান | ১০ মার্ক |
গণিত | ১০ মার্ক |
বাংলা | ১০ মার্ক |
ইংরেজি |
১০ মার্ক
ক ইউনিট ভর্তি পরীক্ষার পাশ নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বন্টন : খ ইউনিট
ঢাবি খ ইউনিট মান বন্টন (MCQ)
বাংলা | ১৫ মার্ক |
ইংরেজি | ১৫ মার্ক |
সাধারণ জ্ঞান | ৩০ মার্ক |
ঢাবি খ ইউনিট মান বন্টন (লিখিত)
বাংলা | ২০ মার্ক |
ইংরেজি | ২০ মার্ক |
ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষার পাশ নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বন্টন : গ ইউনিট
ঢাবি গ ইউনিট মান বন্টন (MCQ)
বাংলা | ১২ নম্বর |
ইংরেজি | ১২ নম্বর |
হিসাব বিজ্ঞান | ১২ নম্বর |
ব্যবসায় নীতি ও প্রয়োগ | ১২ মার্ক |
মার্কেটিং / ফিন্যান্স এন্ড ব্যাংকিং | ১২ নম্বর |
ঢাবি গ ইউনিট মান বন্টন (লিখিত)
বিষয় | নম্বর |
---|---|
বাংলা থেকে ইংরেজি অনুবাদ | ৫ |
ইংরেজি থেকে বাংলা অনুবাদ | ৫ |
বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ(ইংরেজি) | ৫ |
Precise writing | ৫ |
সংক্ষিপ্ত রচনা (বাংলা) | ৫ |
৫ টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর | ১৫ |
৬০ নম্বরের MCQ তে পাস করতে হলে কমপক্ষে ২৪ পেতে হবে এবং জেনে রাখা ভাল যারা MCQ পরীক্ষায় পাস করবে কেবল তাদের লিখিত পরীক্ষার খাতা মুল্যায়নের জন্য বিবেচিত হবে। মোট আসনের কমপক্ষে ৫ গুন খাতা মুল্যায়ণ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ এ পাস নম্বর ১২। লিখিত এবং MCQ. সমন্বিত ১০০ নম্বরে ৪০ পেলে পাস বলে বিবেচিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বন্টন : চ ইউনিট
ঢাবি চ ইউনিটের পাস নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় বন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
বিভাগ | আসন |
---|---|
ক ইউনিট/ বিজ্ঞান বিভাগ | ১,৮৫১ টি |
খ ইউনিট/মানবিক বিভাগ | ২,৯৩৪ টি |
গ ইউনিট/বাণিজ্য বিভাগ | ১০৫০টি |
চ ইউনিট/ চারুকলা বিভাগ | ১৩০ টি |
আচ্ছা পাস মার্ক তুলতে পারলে কি ভর্তির জন্য যোগ্য করা হবে??
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু লিখিত পরীক্ষা নেওয়া হয়, লিখিত পরীক্ষায় অনেকেই পাস করতে পারে না। পাস করলে সাবজেক্ট চয়েস দিতে পারবেন। প্রতিযোগি বিবেচনায় যদি আপনার সাবজেক্ট পাওয়ার যোগ্যতা থাকে, তাহলে ভর্তি হতে পারবেন।