ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য -২০২৩-২৪

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আজ আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য -২০২৩-২৪।  এইচএসসি ২৩ শিক্ষার্থীদের পরীক্ষা শেষ, এখন তাদের ভর্তি পরীক্ষা নিয়ে ভাবার সময়।  যেকোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সফল হওয়ার জন্য ঐ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানা জরুরি।  

বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে থাকে।  কিন্তু সবার স্বপ্ন পুরণ হয় না।  এখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সাথে লড়াই করে নিজের অবস্থান করে নিতে হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য -২০২৩-২৪


ঢাকা বিশ্ববিদ্যালয় ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা পরীক্ষা নিয়ে থাকে :-

  1. বিজ্ঞান ইউনিট /এ ইউনিট
  2. কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট / বি ইউনিট।
  3. ব্যবসায় শিক্ষা ইউনিট / সি ইউনিট।
  4. চারুকলা ইউনিট। 

আরো পড়ুন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য-২০২৩-২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বন্টন 

বিগত সাল গুলোতে শুধু mcq পরীক্ষা হলেও ২০১৯-২০ শিক্ষা বর্ষ থেকে লিখিত পরীক্ষাও নেওয়া হচ্ছে।  MCQ নম্বরের এবং লিখিত ৪০ নম্বরে। লিখিত ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর উপর ২০ নম্বর সহ মোট ১২০ নম্বরে মুল্যায়ণ করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বন্টন: ক ইউনিট 

ক ইউনিটে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অথ্যাৎ এইচএসসিতে যারা বিজ্ঞান বিভাগে ছিল,  শুধু তারাই আবেদন করতে পারবে। 

ঢাবি ক ইউনিট মান বন্টন (MCQ)

পদার্থ বিজ্ঞান ১৫ মার্ক
রসায়ন ১৫ মার্ক
জীববিজ্ঞান ১৫ মার্ক
গণিত ১৫ মার্ক
বাংলা ১৫ মার্ক
ইংরেজি ১৫ মার্ক

MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা হবে।  ৪টি MCQ ভুল হলে ১ মার্ক কাটা যাবে।  

ঢাবি ক ইউনিট মান বন্টন (লিখিত) 

পদার্থ বিজ্ঞান ১০ মার্ক
রসায়ন ১০ মার্ক
জীববিজ্ঞান ১০ মার্ক
গণিত ১০ মার্ক
বাংলা ১০ মার্ক
ইংরেজি

১০ মার্ক

 

ক ইউনিট ভর্তি পরীক্ষার পাশ নম্বর

৬০ নম্বরের MCQ তে পাস করতে হলে কমপক্ষে ২৪ পেতে হবে এবং জেনে রাখা ভাল যারা MCQ পরীক্ষায় পাস করবে কেবল তাদের লিখিত পরীক্ষার খাতা মুল্যায়নের জন্য বিবেচিত হবে।  মোট আসনের কমপক্ষে ৫ গুন খাতা মুল্যায়ণ করা হবে।  লিখিত পরীক্ষায় ৪০ এ পাস নম্বর ১২।  লিখিত এবং MCQ. সমন্বিত ১০০ নম্বরে ৪০ পেলে পাস বলে বিবেচিত হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বন্টন : খ ইউনিট

মানবিক বিভাগের শিক্ষার্থী এবং বিজ্ঞান ও  বাণিজ্য বিভাগ থেকে যারা বিভাগ পরিবর্তন করতে চায় তাদের জন্য খ ইউনিট।  

ঢাবি খ ইউনিট মান বন্টন (MCQ)

বাংলা ১৫ মার্ক
ইংরেজি ১৫ মার্ক
সাধারণ জ্ঞান ৩০ মার্ক
MCQ প্রতিটি ভুল উত্তরে ০.২৫ মার্ক কাটা যাবে। 

ঢাবি খ ইউনিট মান বন্টন  (লিখিত) 

বাংলা ২০ মার্ক
ইংরেজি ২০ মার্ক

ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষার পাশ নম্বর

৬০ নম্বরের MCQ তে পাস করতে হলে কমপক্ষে ২৪ পেতে হবে এবং জেনে রাখা ভাল যারা MCQ পরীক্ষায় পাস করবে কেবল তাদের লিখিত পরীক্ষার খাতা মুল্যায়নের জন্য বিবেচিত হবে।  মোট আসনের কমপক্ষে ৫ গুন খাতা মুল্যায়ণ করা হবে।  লিখিত পরীক্ষায় ৪০ এ পাস নম্বর ১২।  লিখিত এবং MCQ. সমন্বিত ১০০ নম্বরে ৪০ পেলে পাস বলে বিবেচিত হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বন্টন : গ ইউনিট

শুধু বাণিজ্য বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গ ইউনিটে আবেদন করতে পারবে। 

ঢাবি গ ইউনিট মান বন্টন (MCQ)

বাংলা ১২ নম্বর
ইংরেজি ১২ নম্বর
হিসাব বিজ্ঞান ১২ নম্বর
ব্যবসায় নীতি ও প্রয়োগ ১২ মার্ক
মার্কেটিং / ফিন্যান্স এন্ড ব্যাংকিং ১২ নম্বর
প্রতিটি  MCQ ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে। 

ঢাবি গ ইউনিট মান বন্টন (লিখিত)

বিষয় নম্বর
বাংলা থেকে ইংরেজি অনুবাদ
ইংরেজি থেকে বাংলা অনুবাদ
বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ(ইংরেজি)
Precise writing
সংক্ষিপ্ত রচনা (বাংলা)
৫ টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ১৫
ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার পাশ নম্বর
৬০ নম্বরের MCQ তে পাস করতে হলে কমপক্ষে ২৪ পেতে হবে এবং জেনে রাখা ভাল যারা MCQ পরীক্ষায় পাস করবে কেবল তাদের লিখিত পরীক্ষার খাতা মুল্যায়নের জন্য বিবেচিত হবে। মোট আসনের কমপক্ষে ৫ গুন খাতা মুল্যায়ণ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ এ পাস নম্বর ১২। লিখিত এবং MCQ. সমন্বিত ১০০ নম্বরে ৪০ পেলে পাস বলে বিবেচিত হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বন্টন : চ ইউনিট

 চ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই অংশে হয় সাধারণ জ্ঞান (৪০+ অঙ্কন বা ফ্রিগার ড্রয়িং ৬০) = মোট ১০০। 

ঢাবি চ ইউনিটের পাস নম্বর

প্রতিটি ভুল উত্তরে ০.২৫ মার্ক কাটা যাবে।  সাধারণ জ্ঞান ও অঙ্কনে মোট নম্বরের ৪০% পেলে পাস বলে বিবেচিত হবে।
 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় বন্টন 

ঢাবি ভর্তি পরীক্ষায় ক,খ ও গ ইউনিটে MCQ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকে।  ঢাবি ভর্তি পরীক্ষায় চ ইউনিটের জন্য MCQ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কনের জন্য ৪৫ মিনিট বরাদ্দ থাকে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা 

 ঢাবি ক ইউনিট (বিজ্ঞান বিভাগ
এসএসসি এবং এইচএসসি পরীক্ষা প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হলে আবেদন করা যাবে, তবে আলাদা ভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। 
ঢাবি খ ইউনিট (মানবিক বিভাগ)
এসএসসি এবং এইচএসসি পরীক্ষা প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ হলে আবেদন করা যাবে, তবে আলাদা ভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ৩.০০ থাকতে হবে। 
ঢাবি গ ইউনিট ( বাণিজ্য বিভাগ) 
এসএসসি এবং এইচএসসি পরীক্ষা প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ৭.০০ হলে আবেদন করা যাবে, তবে আলাদা ভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ৩.০০ থাকতে হবে। 
ঢাবি চ ইউনিট (চারুকলা বিভাগ)
এসএসসি এবং এইচএসসি পরীক্ষা প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ হলে আবেদন করা যাবে, তবে আলাদা ভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ৩.০০ থাকতে হবে। 




বিভাগ আসন
ক ইউনিট/ বিজ্ঞান বিভাগ ১,৮৫১ টি
খ ইউনিট/মানবিক বিভাগ ২,৯৩৪ টি
গ ইউনিট/বাণিজ্য বিভাগ ১০৫০টি
চ ইউনিট/ চারুকলা বিভাগ ১৩০ টি


ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরো কিছু প্রশ্ন ও উত্তর

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি সেকেন্ড টাইম আছ
উত্তর: না,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই।
২.ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে হবে? 
উত্তর:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভাগীয় শহরে দেওয়া যাবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত আরো তথ্য জানার থাকলে কমেন্ট করুন।  যথাযথ চেষ্টা করা হবে উত্তর দেওয়ার 

২০২৩-২৪ শিক্ষা বর্ষে এনটিএ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা চলতেছে।  শেষ পযন্ত আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। 

0 thoughts on “ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য -২০২৩-২৪”

  1. আচ্ছা পাস মার্ক তুলতে পারলে কি ভর্তির জন্য যোগ্য করা হবে??

    Reply
  2. ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু লিখিত পরীক্ষা নেওয়া হয়, লিখিত পরীক্ষায় অনেকেই পাস করতে পারে না। পাস করলে সাবজেক্ট চয়েস দিতে পারবেন। প্রতিযোগি বিবেচনায় যদি আপনার সাবজেক্ট পাওয়ার যোগ্যতা থাকে, তাহলে ভর্তি হতে পারবেন।

    Reply

Leave a Comment