পাসপোর্ট রিনিউ করার নিয়ম

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আজকের আমাদের আলোচনার বিষয় “পাসপোর্ট রিনিউ করার নিয়ম”। আজ আলোচনায় যা যা থাকছে:- পাসপোর্ট রিনিউ করার নিয়ম,বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করার নিয়ম, পাসপোর্ট রিনিউ করার ফরম,পাসপোর্ট রিনিউ করতে কত দিন লাগে, পাসপোর্ট রিনিউ করার খরচ,পাসপোর্ট রিনিউ জরিমানা ও অনলাইনে পাসপোর্ট রিনিউ করার নিয়ম ইত্যাদি।

বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করার নিয়ম

ধরুন কোনো জরুরি কাজে বা ঘুরতে বাইরে দেশে যেতে চাচ্ছেন,  এখন দেখতেছেন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ বা আর অল্প কয়েকদিন বাকি আছে।  এখন করণীয় কি, এটা অনেকেই জানেন না। সব কিছুর নিদিষ্ট্য একটা মেয়াদ থাকে,  সব জিনিসের মত পাসপোর্টেও মেয়াদ আছে।  নিদিষ্ট সময় পর পর এটাকে রিনিউ করতে হয়। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগেই রিনিউের জন্য আবেদন করা ভাল, তাহলে কোনো বিপদে বা জরুরি প্রয়োজনে বিদেশে যাওয়ার সময় মেয়াদ শেষ সমস্যায় পড়তে হবে না।  তবে মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগে রিনিউ এর জন্য আবেদন করা বাধ্যতামুলক না।  পাসপোর্ট মেয়াদ শেষ হওয়ার কিছু দিন আগে বা পরে আবেদন করলেও হবে।  এটা সম্পুর্ণ নির্ভর করে আবেদন কারীর ইচ্ছার উপর।  বর্তমানে বাংলাদেশের সব জেলায় ই – পাসপোর্ট অফিস চালু রয়েছে,  তাই আপনার উচিৎ পাসপোর্টের মেয়াদ শেষ হলে, এমআরটি পাসপোর্ট থেকে ই-পাসপোর্ট রিনিউ এর জন্য অনলাইনে আবেদন করা।  

পাসপোর্ট রিনিউ করার নিয়ম


পাসপোর্ট রিনিউ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র 

  • NID কার্ডের ফটোকপি 
  • জন্ম নিবন্ধনের ফটো কপি ( যাদের বয়স ১৯ বছরের কম) 
  • আবেদনপত্রের প্রিন্ট কপি।
  • পুরনো পাসপোর্ট ( হারানো পাসপোর্টের ক্ষেত্রে জিডির মুল কপি)
  • এ চালান / মানি অডার/ ব্যাংক সার্টিফাইড চেক। 

পাসপোর্ট রিনিউ করার খরচ

ই-পাসপোর্ট রিনিউ করার খরচ নতুন পাসপোর্ট করার মত’ই।   ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ করার খরচ ৪,০২৫ টাকা এবং ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ করার খরচ ৬,৩২৫ টাকা।  অন্য দিকে ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ খরচ ৫,৭৫০ টাকা এবং ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ করার খরচ ৮,০৫০ টাকা।  

পাসপোর্ট রিনিউ জরিমানা

আগে রিনিউ না করা পাসপোর্ট গুলো রি-ইস্যু করার জন্য রিনিউ ফির পাশাপাশি   বছর প্রতি ৩৪৫ টাকা জরিমানা নেওয়া হত।  তবে বর্তমানে পাসপোর্ট রি-ইস্যু করার জন্য কোনো জরিমানা নেওয়া হচ্ছে না।  অথ্যাৎ  পাসপোর্ট রি-ইস্যু এখন ফ্রিতেই করা যাচ্ছে। এটা এমআরটি পাসপোর্ট ও ই-পাসপোর্ট ধারী সবার ক্ষেত্রে প্রযোজ্য। 

পাসপোর্ট রিনিউ করতে কত দিন লাগে

পাসপোর্ট ৩ ধরনে প্রধান করা হয়:-
  • নিয়মিত পাসপোর্ট:  ১৫ কার্য দিবসের মধ্যে প্রদান করা হয়। 
  • জরুরি পাসপোর্ট: ৭ কার্য দিবসের মধ্যে প্রদান করা হয়। 
  • অতি জরুরি পাসপোর্ট: মাত্র ২ কার্য দিবসের মধ্যে প্রদান করা হয়। 

পাসপোর্ট প্রদানের ধরণ অনুযায়ী খরচ কম বেশি হয়ে থাকে:- 

  ৫ বছর মেয়াদি পাসপোর্ট:-

  • ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার নিয়মিত পাসপোর্ট রিনিউ খরচ ৪,০২৫ টাকা।  
  • ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার জরুরি পাসপোর্ট রিনিউ খরচ ৬,৩২৫ টাকা।  
  • ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার অতি জরুরি পাসপোর্ট রিনিউ খরচ ৮,৬২৫ টাকা।

  • ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার নিয়মিত পাসপোর্ট রিনিউ খরচ ৬,৩২৫ টাকা।  
  • ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার জরুরি পাসপোর্ট রিনিউ খরচ ৮,৩২৫ টাকা।  
  • ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার অতি জরুরি পাসপোর্ট রিনিউ খরচ ১২,০৭৫ টাকা।  

১০ বছর মেয়াদি পাসপোর্ট: 

  • ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার নিয়মিত পাসপোর্ট রিনিউ খরচ ৫৭৫০ টাকা।  
  • ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার জরুরি পাসপোর্ট রিনিউ খরচ ৮,০৫০ টাকা।
  • ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার অতি জরুরি পাসপোর্ট রিনিউ খরচ ১০,৩২৫ টাকা।  

  • ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার নিয়মিত পাসপোর্ট রিনিউ খরচ ১০,৩২৫  টাকা।  
  • ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার জরুরি পাসপোর্ট রিনিউ খরচ ৬,৩২৫ টাকা। 
  •  ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার অতি জরুরি পাসপোর্ট রিনিউ খরচ ১৩,৮০০ টাকা

আরো পড়ুন:- ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করার নিয়ম

অনলাইনে পাসপোর্ট রিনিউ করার নিয়ম 

বাংলাদেশ সরকার বিশ্বে ১১৯ তম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করে।  বাংলাদেশে ই পাসপোর্ট চালু করায় বাংলাদেশের যেকোনো নাগরিক বাসায় বসে ই-পাসপোর্ট ওয়েবসাইট এর মাধ্যমে রিনিউ আবেদন করতে পারবে।  
ই পাসপোর্ট ওয়েবসাইট লিংক: বাংলাদেশ ই পাসপোর্ট 

বাংলাদেশ ই পাসপোর্ট সম্পর্কিত যেকোনো তথ্য জানতে আমাদের কমেন্ট করে জানান,  আমরা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। 

Leave a Comment