বিইউপি ভর্তি যোগ্যতা ২০২৩-২৪ / bup admission circular 2023-24

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আজকের আলোচনার বিষয় “বিইউপি ভর্তি যোগাযোগ ২০২৩-২৪”। আলোচনায় থাকছে:- বিইউপি আসন সংখ্যা, বিইউপি ভর্তি পরীক্ষার মানবন্টন,বিইউপি ভর্তি পরীক্ষার প্রশ্ন,বিইউপি আসন সংখ্যা ও বিইউপি ভর্তি পরীক্ষার সিলেবাস ইত্যাদি। 

BUP এর পুর্ণরুপ হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল  বিইউপি বাংলাদেশের ৩১তম সরকারি বিশ্ববিদ্যালয়,যা ২০০৮ সালে থাকার মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়। বিইউপি বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় যা সশস্ত্র বাহিনীরা পরিচালিত হয়। 

বিইউপি ভর্তি যোগ্যতা ২০২৩-২৪ / bup admission circular 2023-24


এইচএসসি পরীক্ষার পর অনেক শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে বিইউপি।  অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোর মত এখানে সেশন জোটে পড়তে হয় না।  বাংলাদেশের একমাত্র সেশন জোট হীন বিশ্ববিদ্যালয়। 

বিইউপি ভর্তি পরীক্ষার ইউনিট পরিচিতি 

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে মোট ৪ টি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

  1. কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS)। 
  2. বিজনেস স্টাডিজ অনুষদ (FBS)। 
  3. বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST)। 
  4. সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ (FSSS)।

বিইউপি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS) 

আরো পড়ুন:- গুচ্ছ বিশ্বিবদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৩-২৪

বিইউপি ভর্তি যোগ্যতা – FASS অনুষদ 

এইচএসসি ২০২২ এবং ২০২৩ সালের শিক্ষার্থীরা বিইউপি তে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। 

বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.৫০ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.৫০ সহ মোট জিপিএ ৯.০০ থাকতে হবে।

 মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.০০ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.০০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। 

ব্যবসায় শিক্ষা বিভাগ: এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.০০ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.০০ সহ মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। 

বিইউপি FASS অনুষদ বিষয় সমূহ 

  • ডেভেলপমেন্ট স্টাডিজ। 
  • ইকোনমিকস।
  • ইংলিশ। 
  • পাবলিক এডমিনিস্টেশন। 
  • সোশিয়লজি 
  • ডিজেস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি। 

বিইউপি ভর্তি পরীক্ষার মানবন্টন – FASS অনুষদ 

বিষয় নম্বর
বাংলা ২০
ইংরেজি ৪০
সাধারণ জ্ঞান ৪০
মোট ১০০

*প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে।  

বিইউপি বিজনেস স্টাডিজ অনুষদ (FBS)

বিইউপি ভর্তি যোগ্যতা – FBS অনুষদ

বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.২৫ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.২৫ সহ মোট জিপিএ ৯.০০ থাকতে হবে।

মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.০০ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.০০ সহ মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। 

ব্যবসায় শিক্ষা বিভাগ: এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.০০ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.০০ সহ মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। 

বিইউপি FBS অনুষদে বিষয় সমূহ 

  • বিবিএ – সাধারণ 
  • ফিনান্স 
  • মার্কেটিং 
  • ম্যানেজমেন্ট
  • অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম 

বিইউপি ভর্তি পরীক্ষার মানবন্টন – FBS অনুষদ 

বিষয় নম্বর
ম্যাথ ৩৫
ইংরেজি ৩৫
সাধারণ জ্ঞান ৩০
মোট ১০০

*প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। 

বিইউপি বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST)

বিইউপি ভর্তি যোগ্যতা – FST অনুষদ

এই অনুষদে শুধু বিজ্ঞান বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।  

বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.৫০ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.৫০ সহ মোট জিপিএ ৯.২৫ থাকতে হবে।

বিইউপি FST অনুষদে বিষয় সমূহ 

  • ইনফরমেশন এন্ড কমিনিউকেশন ইন্জিনিয়ারিং 
  • এনভারয়নমেন্টাল সায়েন্স 

বিইউপি ভর্তি পরীক্ষার মানবন্টন – FST অনুষদ 

বিষয় নম্বর
গণিত/জীববিজ্ঞান ২৫
ইংরেজ ১৫
পদার্থ বিজ্ঞান ২০
রসায়ন ২০
মোট ১০০

*প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। 

বিইউপি সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ (FSSS)

বিইউপি ভর্তি যোগ্যতা – FSSS অনুষদ

বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.০০ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.০০ সহ মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে।

মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৭৫ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৭৫সহ মোট জিপিএ ৮.২৫ থাকতে হবে। 

ব্যবসায় শিক্ষা বিভাগ: এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৭৫ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৭৫ সহ মোট জিপিএ ৮.২৫ থাকতে হবে। 

বিইউপি FSSS অনুষদে বিষয় সমূহ 

  • ইন্টান্যাশনাল রিলেশনস 
  • ল (আইন)
  • মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম 

বিইউপি ভর্তি পরীক্ষার মানবন্টন – FSSS অনুষদ 

বিষয় নম্বর
বাংলা ২০
ইংরেজি ৪০
সাধারণ জ্ঞান ৪০
মোট ১০০

আরো পড়ুন:- মেরিন একাডেমি ভর্তি পরীক্ষা ২০২৩-২৪

*প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। 

বিইউপি আসন সংখ্যা

অনুষদ আসন সংখ্যা
FASS ৩৫০ টি
FBS ৪০০ টি
FST ১৫০ টি
FASSS ২৫০ টি
মোট আসন ১১৫০ টি

বি:দ্ব: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের প্রস্তুতি সুবিধা চিন্তা করে,  ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই আর্টিকেল টি তৈরি করা হয়েছে।  ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আসতেও পারে।  

 
বি:দ্র:  BUP’র ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়কাল আগামী ফেব্রুয়ারি মাস।

ধন্যবাদ! 


Leave a Comment