অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর – অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক। আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ-দ্বাদশ শ্রেণীর বাংলা ১ম পত্রের “অপরিচিতা” গল্প।অপরিচিতা গল্পের মূল কথা,অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর,অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন এবং অপরিচিতা গল্পের সৃজনশীল ইত্যাদি আলোচনা করা হবে।  

অপরিচিতা গল্পের মূল কথা – অপরিচিতা গল্পের বিষয়বস্তু

আমাদের সমাজে যৌতুক একটি মারাত্মক ব্যাধি। বরের পিতা কন্যাদায়গ্রস্থ পিতার কাছ থেকে এমন ভাবে যৌতুক গ্রহণ করে যে কন্যার পিতা সর্বস্বান্ত হয়ে পড়ে।  যৌতুকপ্রথার কারণে নারীরা সমাজে অবহেলা ও নির্যাতনের শিকার হয়।  

অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর - অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর

কবি গরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক। অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুকবিরোধী মনভাব ফুঠিয়ে তুলেছেন।  অপরিচিতা পল্পে রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। অপরিচিতা গল্পের মুল বিষয়বস্তু হচ্ছে” যৌতুকপ্রথা”। গল্পের মুল চরিত্র অনুপম এবং কল্যাণী। 

অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর – অপরিচিতা গল্পের mcq 

এইচএসসি পরীক্ষায় অপরিচিতা গল্পটি অনেক গুরুত্বপূর্ণ।  প্রতি বছর ২-১ টি MCQ প্রশ্ন এসে থাকে এই গল্প থেকে। অপরিচিতা গল্পের বিগত সালে আসা গুরুত্বপূর্ণ ১০ টি MCQ প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো। 

১.আসর জমাতে অদ্বিতীয় কে?

উত্তর: হরিশ। 

২.”তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না” তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে? 

উত্তর: অনুপমের মামা কে।  

৩.শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? 

উত্তর: লজ্জায়। 

৪.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান? 

উত্তর: ১৯৪১ সালে।  

৬.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 

উত্তর: ১৯১৩ সালে।  

৭.”অপরিচিতা” গল্পে কল্যানীর বিয়ে না হওয়ার কারণ কি? 

উত্তর: আত্মমর্যাদা।  

৮.কোন ঘটনাকে “অপরিচিতা” গল্পের শীর্ষ মুহুর্ত বলা হয়? 

উত্তর: শম্ভুনাথ কতৃক কন্যা- সম্প্রদানে অসম্মতি।

৯.কোন ঘটনায় অনুপমের মন ‘পুলকের আবেশে’ ভরে গিয়েছিল? 

উত্তর: বিবাহ না করিতে কল্যানীর পণ।

১০. ” অপরিচিতা” গল্পে কল্যানীকে আশীর্বাদ করতে কে যায়? 

উত্তর: বিনু দা। 

অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর – অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

বিগত সালে এইচএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের “ক” এ আসা ১২ টি জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। 

১. “অপরিচিতা” গল্পে মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? 

উত্তর: মামা অনুপমের চেয়ে ৬ বছরের বড়। 

২. কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন? 

উত্তর: গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর মানুষের আদর-আপ্যায়ন করে তাদের বিদায় দিতে কনেপক্ষকে যে নাকাল হতে হবে, সে কথা স্মরণ করে মামা ও মা একযোগে হাসিলেন।  

৩.অনুপম কে “মাকা ফলের” সাথে তুলনাকে বিদ্রুপ করেছিলেন কে? 

উত্তর: পন্ডিত মশায়। 

৪. অনুপমের বাবার পেশা ছিল কি? 

উত্তর: অনুপমের বাবার পেশা ছিল ওকালতি বা আইন ব্যবসা। 

৫.”অপরিচিতা” গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?

উত্তর: প্রমথ চৌধুরী সম্পাদিত “সবুজপত্র” পত্রিকার কার্তিক সংখ্যায়। 

৬.অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কি? 

উত্তর: বিনু। 

৭.”অপরিচিতা” গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়? 

উত্তর: একজোড়া এয়ারিং দিয়ে।

৮. কাকে “মাকাল ফল’ বলে বিদ্রুপ করা হয়েছে?

উত্তর: অনুপম কে।  

৯.কন্সার্ট শব্দের অর্থ কি? 

উত্তর: নানা রকম বাদ্যযন্ত্রের ঐক্যতান। 

১০. কন্যাকে আশীর্বাদ করার জন্য  কাকে পাঠানো হয়েছিল?

উত্তর: বিনু দা কে। 

১১.বিয়ে ভাঙ্গার পর কল্যানী কোন ব্রত গ্রহণ করে? 

উত্তর : মেয়েদের শিক্ষা দিয়ে দেশসেবা করার ব্রত গ্রহণ করে। 

১২. ” অপরিচিতা” গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? 

উত্তর : অনুপম কে।  

অপরিচিতা গল্পের অনুধাবন প্রশ্ন ও উত্তর 

“অপরিচটি অনুধাবন মুলক প্রশ্ন ও উত্তর দেন হলো।  

১.”অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি”– উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর: অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি” এ কথাটি মুলত অনুপম কে ব্যঙ্গ করার উদেশ্যে বলা হয়েছে। 

“অপরিচিতা” গল্পে লেখক অন্নপূর্ণার সন্তানের সাথে গল্পের অনুপমের তুলনা করেছেন। দেবী দুর্গার দুই সন্তান গণেশ ও কার্তিকেয়। কার্তিকেয় ছোট বিধায় সে সব সময় মাতৃস্নেহে লালিত এবং মায়ের কোলই যেন তার একমাত্র আশ্রয়।  অনুপম শিক্ষিত হলেও ব্যক্তিত্বরহিত পরিবারতন্ত্রের কাছে অসহায়, তার নিজস্বতা বলতে কিছু নেই। তাকে দেখলে মনে হয় যেন মায়ের কোল সংলগ্ন অবুঝ শিশু। এজন্য লেখ ব্যঙ্গ করে অনুপমকে কার্তিকেয়ের সাথে তুলনা করেছে।  

২.”মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর” — উক্তিটি বুঝিয়ে লেখ। 

উত্তর: “মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর” বলতে লেখ অনুপমের মামার হিসেবি এবং অনুসন্ধিৎসু মানসিকতা কে তুলে ধরেছেন।  

অনুপমের সংসারে তার মামা’ই সর্বেসর্বা।  তিনি কখনো ঠকতে রাজি নন। অনুপমের বিয়ের ক্ষেত্রে তাহার মতামতই সর্বশেষ কথা। অনুপমের অনুরোধে হরিশ মামার কাছে কল্যানীর কথা বলে। তবে মামা মেয়ের  চেয়ে মেয়ের বাপের খবরটাই বেশি জানতে চান, সেটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।  কারণ যাবতীয় দাবি বা চাহিদা তো তাকেই মেটাতে হবে।  

৩.অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও। 

উত্তর: ব্যান্ড, বাশি, শখের কন্সার্ট ইত্যাদির উচ্চ শব্দের বর্বর কোলাহলের মধ্য দিয়ে অনুপম বিবাহ যাত্রা শুরু করে।

বিবাহ যাত্রায় বাধ্যযন্ত্রের উচ্চ শব্দে এক বর্বর কোলাহলের সৃষ্টি হয়। এই যাত্রা পথে সুরময়তা অনুপস্থিত থাকে শব্দদুষণের আধিক্যে। অনুপম আংটি, হার, জরি-জহরত ইত্যাদিতে সজ্জিত হয়ে নিজের শরীর গহনার দোকানের সমতুল্য করে তোলে।  

আরো পড়ুন:- গুচ্ছ ভর্তি তথ্য ২০২৪

৪. “তারপর বুঝিলাম মাতৃভুমি আছে” —বুঝিয়ে লেখ। 

উত্তর: “তারপর বুঝিলাম মাতৃভুমি আছে” — একথাটি অনুপম কল্যানীর স্বদেশপ্রেম সম্পর্কে বলেছে।  

বিয়ে ভাঙ্গার পর থেকে কল্যানী পণ করেছে কোনোদিন বিয়ে করবে না।  এ প্রতিজ্ঞা থেকে কেউ কোনোদিন এক বিন্দু তাকে টলাতে পারেনি। দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার ব্রতে কল্যাণী ত্যাগ করেছে জাগতিক মোহ। মাতৃভূমি তার কাছে সবকিছুর উর্ধ্বে। সেই লক্ষে সে মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। মাতৃভূমির সেবায় নিজেকে উৎসর্গ করতেই সে দৃঢ়প্রতিজ্ঞ।  

আরো কিছু অপরিচিতা গল্পের অনুধাবন প্রশ্ন

৫.বলিলেন, “সে কি কথা। লগ্ন…” কে কেন বলেছিল?  বুঝিয়ে লেখ।

৬. অনুপমের মামার মন কিভাবে নরম হলো? 

৭.”কিন্তু ভাগ্য আমার ভাল, এই তো আমি জায়গা পাইয়াছি” — বক্তার এমন অনুভূতির কারণ বুঝিয়ে লেখ। ৮. ” একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক -ভাঙ্গা পণ”– এ কথার অর্থ বুঝিয়ে লেখ।  

শিক্ষা সম্পর্কিত আরো জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।  ধন্যবাদ! 

Leave a Comment