আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক। আমাদের আজকের আলোচনার বিষয় “সর্বজনীন পেনশন” স্কিম সম্পর্কে। আলোচনায় যা যা থাকছে- সর্বজনীন পেনশন, সর্বজনীন পেনশন স্কিম, সর্বজনীন পেনশন সুবিধা, সর্বজনীন পেনশন ওয়েবসাইট, সর্বজনীন পেনশন ব্যবস্থা ও সর্বজনীন পেনশন রেজিষ্ট্রেশন ইত্যাদি।
সর্বজনীন পেনশন সুবিধা – সর্বজনীন পেনশন ব্যবস্থা
গত ১৭ আগষ্ট, ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম বা কর্মসূচি শুভ উদ্বোধন করেন। প্রধান মন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে প্রথম বারের মত ৪ ধরনের সর্বজনীন পেনশন স্কিম চালু হয়। এখন বাংলাদেশের ১৮ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক চাদা প্রদানের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে পারবে। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা হবে সরকারি ভাবে।
সরকার ১৮ বছরের বেশি বয়সী ১০ কোটি বাংলাদেশী নাগরিকের নিরাপত্তার কথা বিবেচনা করে সর্বজনীন পেনশন সুবিধা চালু করে। ধীরে ধীরে মানুষের গড় আয়ু বাড়ায় বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা এবং তার সাথে তাল মিলিয়ে বৃষ্টি পাচ্ছে বয়স্ক মানুষের নিরাপত্তাহীনতা।
সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু
১৭ আগষ্ট, ২০২৩ প্রধান মন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেছেন। ফলে দেশে-বিদেশে বসবাসরত ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশী নাগরিক এখন চাদা প্রদানের মাধ্যমে সর্বজনীন পেনশন সুবিধার আওতায় আসতে পারবে। তবে প্রথম অবস্থায় সরকারি জীবীদের সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। সর্বজনীন পেনশন ধারী ব্যক্তি ৬০ বছর বয়স হলে সর্বজনীন পেনশন সুবিধা ভোগ করতে শুরু করবে।
সর্বজনীন পেনশন স্কিম
প্রথম অবস্থায় ৪ ধরের সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে।
- প্রবাস ( প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য)।
- প্রগতি ( বেসরকারি প্রতিষ্ঠান /কর্মচারীদের জন্য)।
- সুরক্ষা ( স্বকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য)।
- সমতা (স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য)।
সর্বজনীন পেনশন সুবিধা -প্রবাস স্কিম
“প্রবাস” সর্বজনীন পেনশন স্কিম টিতে শুধু বিদেশে কর্মরত /অবস্থানরত রা অংশগ্রহণ করতে পারবে। শর্ত সাপেক্ষে তারা বৈদেশিক মুদ্রায় সর্বজনীন পেনশনের চাদা প্রদান করতে পারবেন। তারপর দেশে প্রত্যাবর্তনের পর দেশীয় মুদ্রায় চাদা প্রদান করতে পারবেন এবং প্রয়োজন হলে স্কিম পরিবর্তন করতে পারবেন। সর্বজনীন পেনশন স্কিমের মেয়াদ শেষ হওয়ার পর সর্বজনীন পেনশন ধারী ব্যক্তি দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন।
এছাড়াও প্রবাসী বাংলাদেশি নাগরিক তার পরিবারের ১৮ বছরের বয়সী এক বা একাধিক সদস্যের নামে সর্বজনীন পেনশন আবেদন করে বৈদেশিক মুদ্রায় চাদা পরিশোধ করতে পারবে।
এক্ষেত্রে তিনি নার পেনশন একাউন্ট পরিচালনা করবেন তার জাতীয় পরিচয় পত্র, ব্যাংক হিসাব এবং নমনির তথ্য প্রদান করতে হবে।
সর্বজনীন পেনশনের চাঁদার হার ও সম্ভব্য মাসিক পেনশন ( প্রবাস স্কিম)
সর্বজনীন পেনশন সুবিধা – প্রগতি স্কিম
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মী এবং প্রতিষ্ঠান কতৃপক্ষ চাদা প্রদানের মাধ্যে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে। বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে স্কিমের চাদার হার ৫০% কর্মীর এবং বাকি ৫০% প্রতিষ্ঠানের।
কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক ভাবে এই স্কিমে অংশগ্রহণ না করলেও, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মী নিজ উদ্যোগে এককভাবে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।
সর্বজনীন পেনশনের চাঁদার হার ও সম্ভব্য মাসিক পেনশন (প্রগতি স্কিম)
আরো পড়ুন:- পাসপোর্ট রিনিউ করার নিয়ম
সর্বজনীন পেনশন সুবিধা – সুরক্ষা স্কিম
সর্বজনীন পেনশনের চাঁদার হার ও সম্ভব্য মাসিক পেনশন (সুরক্ষা স্কিম)
সর্বজনীন পেনশন সুবিধা – সমতা স্কিম
সর্বজনীন পেনশনের চাঁদার হার ও সম্ভব্য মাসিক পেনশন (সমতা স্কিম)
সর্বজনীন পেনশন রেজিষ্ট্রেশন – জাতীয় পেনশন স্কিম রেজিষ্ট্রেশন
আরো পড়ুন:- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৩