৭ কলেজে ভর্তির যোগ্যতা : ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষ

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত।৭ কলেজে ভর্তির যোগ্যতা, ৭ কলেজের নাম,ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ওয়েবসাইট,৭ কলেজ আসন বিন্যাস,ঢাক ৭ কলেজ ইউনিট পরিচিতি এবং ঢাকা ৭ কলেজ সিলেবাস ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা হবে আজকের আলোচনায়। আশা করি আমার পাঠকরা উপকৃত হবেন।  

৭ কলেজে ভর্তির যোগ্যতা : ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষ


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ 

২০১৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ৭ টি কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়।  তারপর থেকে ৭টি কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছে।  ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার আগে এই সব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল।  বর্তমানে ৭টি কলেজে অনার্স ও মাস্টার্সে প্রায় ১ লক্ষ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে এবং ১ হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছে। ৭টি কলেজের মধ্যে দুইটি মহিলা কলেজ, একটি বালক কলেজ ও ৪ টি সাধারণ কলেজ।  

আরো পড়ুন:- গুচ্ছ ভর্তি তথ্য ২০২৩-২৪

৭ কলেজের নাম ( 7 college name)

  • ঢাকা কলেজ। (ছেলে)
  • এডেন মহিলা কলেজ। (মেয়ে)
  • সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ। 
  • কবি নজরুল কলেজ। 
  • সরকারি তিতুমীর কলেজ। 
  • মিরপুর সরকারি বাঙলা কলেজ। 
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।(মেয়ে? 

৭ কলেজ আসন সংখ্যা – ৭ কলেজের আসন বিন্যাস 

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর ৭ টি কলেজের ৩টি ইউনিটে মোট আসন ২৩ হাজার ৪৯০ টি।  এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৯ হাজার ৯৭৯ টি আসন,  ব্যবসায়  শিক্ষা অনুষদের ৪ হাজার ৮৯২ টি আসন এবং বিজ্ঞান অনুষদের ৮ হাজার ৬১৯ টি আসন।

৭ কলেজে ভর্তির যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয়  অধিভুক্ত রাজধানীর ৭টি কলেজের অনার্স ভর্তি পরিক্ষায় অংশ করতে অবশ্যই ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে এসএসসি পাস করতে হবে এবং ২০২৩ সালে এইচএসসি পাস করতে হবে।  

ইউনিট ভিত্তিক – ৭ কলেজের ভর্তির যোগ্যতা

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৪র্থ বিষয় সহ মোট জিপিএ ৬.০০ হতে হবে। 
বিজ্ঞান ইউনিট: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় সহ মোট জিপিএ ৭.০০ হতে হবে।
ব্যবসায় শিক্ষা ইউনিট: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় সহ মোট জিপিএ ৬.৫০ হতে হবে। 
 

৭ কলেজ ভর্তি পরীক্ষার মান বন্টন 

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের MCQ পরীক্ষা হবে।  ১০০ টি mcq প্রশ্ন থাকবে এবং সময় ১ ঘন্টা।  প্রতিটি প্রশ্নের মান ১ এবং কোনো নেগেটিভ মার্ক নেই। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর উপর ২০ নম্বর সহ মোট ১২০ নম্বর ধরে মেধা তালিকা তৈরি করা হবে। কৃতকার্য হিসেবে বিবেচিত হওয়ার জন্য মোট ৪০% নম্বর পেতে হবে এবং আলাদা ভাবে কোনো বিষয়ে পাস করতে হবে। 

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ 

বিষয় নম্বর
বাংলা ২৫
ইংরেজি ২৫
সাধারণ জ্ঞান ৫০
মোট ১০০
সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে প্রশ্ন থাকবে।  এছাড়া এইচএসসিতে পঠিত সমাজবিদ্যা, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, পৌরনীতি, ধর্ম ,  অর্থনীতি, ভুগোল ইত্যাদি বিষয় হতে প্রশ্ন থাকবে।  

বিজ্ঞান ইউনিট 

বিষয় নম্বর
বাংলা ২৫
ইংরেজি ২৫
জীববিজ্ঞান ২৫
পদার্থ বিজ্ঞান ২৫
রসায়ন ২৫
গণিত ২৫
মোট ১০০

আরো পড়ুন:- নার্সিং ভর্তি পরীক্ষার তথ্য

কোনো পরীক্ষার্থী চাইলে ৪র্থ বিষয় না দাগিয়ে বাংলা কিংবা ইংরেজি দাগাতে পারবে।  

ব্যবসায় শিক্ষা ইউনিট 

বিষয় নম্বর
বাংলা ২০
ইংরেজি ২০
হিসাব বিজ্ঞান ২০
ব্যবসায় শিক্ষা ২০
মার্কেটিং / ফিন্যান্স এন্ড ব্যাংকি ( যেকোনো একটা) ২০
মোট ১০০

৭ কলেজ ভর্তি পরীক্ষা সম্পর্কিত আরো কিছু প্রশ্ন ও উত্তর 

.ঢাকা ৭ কলেজ ভর্তি পরীক্ষা কোথায় হবে?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনুষ্ঠিত হবে। 
২. ঢাকা ৭ কলেজ  কলেজে বিভাগ পরিবর্তন আছে কি?
উত্তর: না,  চবি,জবি, রাবির মত  ঢাকা ৭ কলেজ ভর্তি পরীক্ষা দিতেও বিভাগ পরিবর্তন সিস্টেম নাই।  সবাই স্ব স্ব ইউনিট থেকে পরীক্ষা দিবে।  তবে পরীক্ষায় সিলেক্ট হওয়ার পর বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগে ভর্তি হতে পারবে।  
৩. ঢাকা ৭ কলেজে দ্বিতীয় বার পরীক্ষা দেওয়া যায় কি?
উত্তর: না,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত, ৭ ঢাকা ৭ কলেজেও দ্বিতীয় বার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। 

Note:- এই সকল তর্থ ঢাকা ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩ শিক্ষা বর্ষ অনুযায়ী।  ২০২৩-২৪ শিক্ষা বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে,  তথ্য নাও মিলতে পারে।  ২০২৩-২৪ শিক্ষা বর্ষে কোনো পরিবর্তন আসলে তথ্য আপডেট করা হবে, এবং এই ওয়েবসাইটেও জানিয়ে দেওয়া হবে।


Leave a Comment