আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক। আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণির কবি সুকান্ত ভট্টাচার্য রচিত “আঠারো বছর বয়স” কবিতাটি। আলোচনায় থাকছে: আঠারো বছর বয়স কবিতার মূলভাব, আঠারো বছর বয়স কবিতার mcq ও আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ইত্যাদি।
আঠারো বছর বয়স কবিতার মূলভাব
“আঠারো বছর বয়স” কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য তারুণ্যের ধর্ম ও বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই বয়সী তরুণরা সবচেয়ে বেশি দু:সাহসী হয়। তারা সবচেয়ে বেশি আঘাত সহ্য করতে পারে এবং তা প্রতিহত করতেও জানে। তরুণদের যৌবনে হৃদয়ে আবেগ আসে। সেই আগেবে ভর করে তারা মানবকল্যাণে অগ্রসর হয়। তাই তারা শত্রুর মুখোমুখি দাড়াতেও ভয় পায় না। যৌবন কাল মানুষের জীবনে শ্রেষ্ঠ সময়। কবি তাই যৌবন কালের জয়গান করেছেন।আবার আঠারো বছর বয়স টা অনেক ঝুঁকি থাকে, আঠারো বছর বয়সের কিছু খারাপ দিক থাকে, যা ভাল দিকের কাছে তুচ্ছ। তাই কবি কামনা করেছেন ” আঠারো বছর বয়স” নেমে আসুক।
আরো পড়ুন:- তাহারেই পড়ে মনে কবিতার mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর
আঠারো বছর বয়স কবিতার mcq
কবি সুকান্ত ভট্টাচার্য রচিত “আঠারো বছর বয়স” কবিতা থেকে বিগতসালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় ও ভাল কলেজগুলোর পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া হলো।
১.”আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক”। — এই প্রত্যাশার প্রতিফলন “আঠারো বছর বয়স” কবিতার কোন চরণটিতে ঘঠেছে?
উত্তর: এদেশের বুকে আঠারো আসুক নেমে।
২. কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোম জেলায়?
উত্তর: গোপালগঞ্জ।
৩.”এ বয়স জানে রক্তদানের পুর্ণ্য” বলতে বুঝানো হয়েছে—
উত্তর: শুভ,কল্যাণ ও সুন্দরের রক্তদান।
৪.”সপে আত্মাকে শপথের কোলাহলে” —“আঠারো বছর বয়স” কবিতার চরণটিতে কী প্রকাশিত হয়েছে?
উত্তর: পদক্ষেপের দৃঢ়তা।
৫.আঠারো বছর বয়স দু:সহ কেন?
উত্তর: স্পর্ধায় মাথা তোলার ঝুঁকির কারণে।
৬.”এ বয়সে কালো লক্ষ দীর্ঘশ্বাসে”– চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে?
উত্তর: ব্যর্থতার দীর্ঘশ্বাস।
৭.সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয় —
উত্তর: জীবনের লক্ষ ঠিক থাকে না বলে।
৮.আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: মাত্রাবৃত্ত।
৯.”আঠারো বছর বয়স” কবিতার লাইন সংখ্যা কত?
উত্তর: ৩২ টি।
১০.আঠারো বছর বয়সে কিসের প্রস্তুতি নিতে হয়?
উত্তর: স্বনির্ভর হওয়ার।
১১.”আঠারো বছর বয়স” কবিতায় এ বয়স কেমন?
উত্তর: তীব্র আর প্রখর।
১২.আঠারো বছর বয়সের ধর্ম কোনটি?
উত্তর: আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত হওয়া।
১৩.”রক্ত দানের পুর্ণ্য” বলতে কি বোঝানো হয়েছে?
উত্তর: জীবন বাজি রেখে মহৎ কাজ করা।
১৪.কবি এদেশে আঠারো নেমে আসুক প্রত্যাশা করেছেন কেন?
উত্তর: সমৃদ্ধির জন্য।
১৫.আঠারো বছর বয়স ভয়ংকর কেন?
উত্তর: এ বয়সে নানা মন্ত্রণা আসে বলে।
আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
১. “আকাল” সুকান্ত ভট্টাচার্যের কি ধরনের রচনা?
উত্তর : “আকাল” সুকান্ত ভট্টাচার্য রচিত একটি কাব্যগ্রন্থ।
২.আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙ্গতে চায়?
উত্তর : আঠারো বছর বয়স পদাঘাতে পাথর সমান বাধা ভাঙ্গতে চায়।
৩.”ছাড়পত্র” কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: “ছাড়পত্র” কাব্যগ্রন্থটি ৯৪৮ সালে প্রকাশিত হয়।
৪. সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পুর্ব পযন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: “দৈনিক স্বাধীনতা” পত্রিকার “কিশোরসভা” অংশের সম্পাদক ছিলেন।
৫.কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত দিছেন?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য “দৈনিক স্বাধীনতা” পত্রিকার সাথে সম্পৃক্ত দিছেন।
৬. সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক নিবাস কোথায়?
উত্তর: গোপালগঞ্জ জেলায়।
৭.কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বেচে দিছেন?
উত্তর: ২১ বছর।
৮.কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
উত্তর: ২১ বছর বয়সে।
৯.আঠারো বছর বয়সে কিভাবে আঘাত আসে?
উত্তর: আঠারো বছর বয়সে অবিশ্রান্তভাবে আঘাত আসে।
১০.আঠারো বছর বয়সে অহরহ কি উঁকি দেয়?
উত্তর: আঠারো বছর বয়সে অহরহ বিরাট দি:সাহসেরা উঁকি দেয়।
আরো পড়ুন:- বিদ্রোহী কবিতার mcq এবং জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর
পড়ালেখা বিষয়ক আরো আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের গুগল নিউজে ফলো করুন। ধন্যবাদ!