লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর || লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণির  “লালসালু” উপন্যাসে ৩০ টি জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর। এইচএসসি ফাইনাল পরীক্ষার জন্য “লালসালু” উপন্যাস টি অনেক গুরুত্বপূর্ণ।  প্রতি বছর লালসালু উপন্যাস থেকে ফাইনাল পরীক্ষায় কমন থাকে।   বিগত সালে আসা গুরুত্বপূর্ণ ৩০ টি লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।  আশা করি ফাইনাল পরীক্ষায় এইগুলোর মধ্য থেকে কমন আসবে।  

লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর || লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর


লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর

১.গারো পাহাড়  মধুপুরগড় থেকে কত দিনের পথ?

উত্তর: গারো পাহাড়  মধুপুরগড় থেকে ৩ দিনের পথ।

২.কে পক্ষাঘাতে আক্রান্ত? 

উত্তর : খেতানির মা পক্ষাঘাতে আক্রান্ত। 

৩.”লালসালু” কোন ধরনের উপন্যাস? 

উত্তর: “লালসালু” সামাজিক সমস্যামুলক উপন্যাস।

আরো পড়ুন:- লালসালু উপন্যাসের mcq প্রশ্ন ও উত্তর

৪.কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়?

উত্তর: ১৩ বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়।

৫.মজিদ কেন হাসপাতাল গিয়েছিল? 

উত্তর: আহত ব্যক্তিদের দেখতে মজিদ  হাসপাতাল গিয়েছিল।

৬.খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি?

উত্তর: খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি। 

৭.”লালসালু” উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কি?

উত্তর: “লালসালু” উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম  মতলুব খা। 

৮.”বেচাইন” শব্দের অর্থ কি?

উত্তর: “বেচাইন” শব্দের অর্থ  অস্থির।

৯.আক্কাসের বাবার নাম কি? 

উত্তর : আক্কাসের বাবার নাম মোদাব্বের মিঞা।

১০.কে জমিলাকে প্রথম মজিদ কে দেখায়?

উত্তর: খোদেজা জমিলাকে প্রথম মজিদ কে দেখায়।

১১.সাত ছেলের বাপের নাম কি? 

উত্তর: সাত ছেলের বাপের নাম দুদু মিয়া। 

১২.লালসালু উপন্যানে তানু বিবি কে?

উত্তর: লালসালু উপন্যানে তানু বিবি খালেক ব্যাপারির দ্বিতীয় স্ত্রী। 

১৩.খালেক ব্যাপারির প্রথম স্ত্রীর নাম কি?

উত্তর: খালেক ব্যাপারির প্রথম স্ত্রীর নাম  আমেনা বিবি।

১৪.” মরা মানুষ জিন্দা হয় কেমনে” – উক্তিটি কার?

উত্তর: ” মরা মানুষ জিন্দা হয় কেমনে” – উক্তিটি মজিদের। 

১৫.আক্কাস গ্রামে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল?

উত্তর: আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল।

১৬.মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল?

উত্তর: মজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল।

১৭.মজিদ কে দেখে প্রথমে জমিলার কি মনে হয়েছিল? 

উত্তর: মজিদ কে দেখে প্রথমে জমিলার  মনে হয়েছিল দুলার বাপ। 

১৮.ধলা মিয়া কার ভাই?

উত্তর : ধলা মিয়া খালেক ব্যাপারির দ্বিতীয় স্ত্রী তানু বিবির বড় ভাই।  

১৯.তাহের ও কাদের মজিদ কে প্রথম কোথায় দেখেছিল?

উত্তর: তাহের ও কাদের মজিদ কে প্রথম মতিগন্জের সড়কের উপর দেখেছিল। 

২০. ধলা মিয়া কে? 

উত্তর: ধলা মিয়া তানু বিবির বড় ভাই। 

২১.”নিরাক পড়া ”   অর্থ কি?

উত্তর : “নিরাক পড়া ”   অর্থ  বাতাসহীন নিস্তব্ধ গুমোট আবহাওয়া। 

২২. মজিদ সবাইকে কি বলে সম্বোধন করে থাকেন?

উত্তর: মজিদ সবাইকে “মিঞা” বলে সম্বোধন করে থাকেন।

২৩.” কলমা জানো মিঞা” প্রশ্নটি মজিদ কাকে করেছে?

উত্তর: কলমা জানো মিঞা” প্রশ্নটি মজিদ দুদু মিয়াকে করেছে।

২৪. “হুড়কা” শব্দের অর্থ কি? 

উত্তর:  “হুড়কা” শব্দের অর্থ  দরজার খিল।

২৫.মতিগন্জের সড়কটা দিয়ে মানুষ দলে দলে কোনদিকে চলেছে?

উত্তর: মতিগন্জের সড়কটা দিয়ে মানুষ দলে দলে উত্তর  দিকে চলেছে।

২৬.মজিদের মতে রহিমার  পেটে কয়টি প্যাচ?

উত্তর: মজিদের মতে রহিমার  পেটে ১৪টি প্যাচ আছে। 

২৭. ডোমপাড়া থেকে কিসের শব্দ ভেসে আসে? 

উত্তর : ডোমপাড়া থেকে ঢোলকের শব্দ ভেসে আসে।

২৮. ” ধান দিয়া কি হইবো মানুষের জান যদি না থাকে” উক্তিটি কার?

উত্তর:  ” ধান দিয়া কি হইবো মানুষের জান যদি না থাকে” উক্তিটি রহিমার। 

২৯.কার উক্তিটি দুইদিকে কাটে?

উত্তর: মজিদের  উক্তিটি দুইদিকে কাটে।

৩০. আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝ পথে একটা  মস্ত কী গাছ আছে?

উত্তর: আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝ পথে একটা  মস্ত তেতুল গাছ আছে।

এই প্রশ্ন গুলো একাধিক বার একাধিক বোর্ড পরীক্ষায় এসেছে।  এই ৩০টি লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।  বার বার রিভিশন দিয়ে নিবেন।  

আরো পড়ুন:- লালসালু উপন্যাসের mcq প্রশ্ন ও উত্তর

Leave a Comment