পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্ন | পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

এক নজরে পদ্মা সেতু

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় “পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্ন”। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন জব পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন পযন্ত সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প গুলোর মধ্যে অন্যতম একটি প্রকল্প পদ্মা সেতু।  তাই যেকোনো প্রতিযোগিতামুলক পরিক্ষার জন্য পদ্মা সেতু গুরুত্বপূর্ণ।  আজ পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান মুলক প্রশ্ন ও উত্তর আলোচনা করা হবে।  

পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্ন | পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য


পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্ন

  • পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত – ভূমিকম্পন সহনশীল ৯ মাত্রা।
  • পদ্মা সেতু কত কিলোমিটার -৬.১৫ কি. মি।
  •  পদ্মা সেতু উদ্বোধনের তারিখ-পদ্মা সেতু  ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। 
  • পদ্মা সেতুর পিলার কয়টি -৪২ টি।
  •  পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত – দৈর্ঘ্য ৬.১৫ কি.মি ও প্রস্থ ১৮.১০ মি।
  • পদ্মা সেতুর দুই প্রান্তের জেলার নাম কি- মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। 
  • পদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা কত- ৪১ টি।
  • পদ্মা সেতুর মোট ব্যয় কত – ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
  • পদ্মা সেতুর কাজ কবে শুরু হয়- ২৬ নভেম্বর ২০১৪।
  •  পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর -১০০ বছর।
  • পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয় -২৫ জুন, ২০২২।
  • পদ্মা সেতুর উচ্চতা কত  –  পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।
  • পদ্মা সেতুর নকশা প্রণয়ন করেছে – AECOM (আমেরিকা)।
  •  পদ্মা সেতু এশিয়ার কত তম সেতু-  দক্ষিণ এশিয়ায় ৬ষ্ঠ।
  • পদ্মা সেতুতে কাজ করা প্রথম বাঙালী মহিলা প্রকৌশলীর নাম কি – ইশরাত জাহান ইশি।
  •  পদ্মা সেতুর প্রকল্পের জনবল কত –  প্রায় ৪ হাজার।
  • পদ্মা সেতুর কয় লেন  –  ৪ লেন বিশিষ্ট।
  • পদ্মা সেতু বিশ্বে ১২২তম সেতু।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

  • প্রকল্পের নাম কি- পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
  • পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি কখন হয়- বাংলাদেশ সরকারের সাথে চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে ১৭ই জুন, ২০১৪ সালে চুক্তি হয়। 
  • পদ্মা সেতুর ধরন কি – দ্বিতল বিশিষ্ট। 
  • পদ্মা সেতু বিশ্বের কততম সেতু – ১২২ তম।
  •  পদ্মা সেতুর কত কিলোমিটার – ৬.১৫ কিলোমিটার।
  • পদ্মা সেতুর দৈর্ঘ্য কত –  ৬.১৫ কিলোমিটার।
  • পদ্মা সেতু উদ্বোধন –  ২০২২ সালের ২৫ জুন।
  • পদ্মা সেতু উদ্বোধনের তারিখ- ২৫ জুন, ২০২২। 
  • পদ্মা সেতুর খরচ কত – ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
  • পদ্মা সেতুর পিলার কয়টি – ৪২টি।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য

  1. বাংলাদেশ সরকারের সাথে চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে ১৭ই জুন, ২০১৪ সালে চুক্তি হয়। 
  2. পদ্মা সেতুর মাধ্যে  মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলা সংযুক্ত হয়েছে। 
  3. আমাদের পদ্মা সেতু দক্ষিণ এশিয়ার ৬ তম এবং সারা বিশ্বের ১২২ তম সেতু। 
  4. স্বপ্নের পদ্মা সেতু পানির স্থর থেকে উচ্চতা ৬০ ফুট।
  5. পদ্মা সেতুর মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
  6. পদ্মা সেতুর কাজ শুরু হয়  ২৬ নভেম্বর ২০১৪ সালে এবং কাজ শেষ হয় ২৩ জুন, ২০২২ সালে। 
  7. পদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা ৪১ টি এবং পিলার সংখ্যা ৪২ টি। 
  8. পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর। 
  9. পদ্মা সেতুর প্রকল্পের জনবল কত –  প্রায় ৪ হাজার।
  10. পদ্মা সেতু ২৫ জুন,২০২২  উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং জন সাধারণের জন্য উন্মুক্ত করা হয় ২৬ জুন, ২০২২। 

স্বপ্নের পদ্মা সেতু অনুচ্ছেদ

    বাংলাদেশের এখন পযন্ত সবচেয়ে বড় প্রকল্প গুলোর মধ্যে ব্যয়বহুল একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প পদ্মা সেতু।  পদ্মা সেতুর কাজ উদ্বোধন করা হয়২৬ নভেম্বর,২০১৪ তারিখে। এর আগে বাংলাদেশ সরকারের সাথে চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ই জুন, ২০১৪ তারিখে। মুন্সিগঞ্জের মাওয়া ও শরিয়তপুরের জাজিরা পয়েন্ট দিয়ে পদ্মা নদীর দুই প্রান্তকে যুক্ত করেছে স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু। একনেক ২০০৭ সালে সর্বপ্রথম ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি অনুমোদন করেছিল। তারপরে নকশা পরিবর্তন হয়ে দৈর্ঘ্য বেড়ে যাওয়ার ফলে  নির্মাণ ব্যয়ও বেড়ে যায়।  ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ টাকার সংশোধিক প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০১১ সালে। আবারো ২০১৬ সালে ৮ হাজার ২৮৬ কোটি টাকা ব্যয় বাড়ালে মোট ব্যয় দাঁড়ায় ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা এবং আরও ১৪শ কোটি টাকা বাড়ছে। শেষ পযন্ত প্রকল্প বাস্তবায়ন হতে হতে প্রকল্পের ব্যয় দাড়ায় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।  

      পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি ও প্রস্থ ১৮.১০ মি। পদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা ৪১ টি এবং পিলার সংখ্যা ৪২ টি। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট। পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর। পদ্মা সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকার মাল্টিন্যাশনাল কোম্পানি   AECOM।  আমাদের স্বপ্নের  পদ্মা সেতু বিশ্বে ১২২ তম এবং দক্ষিণ এশিয়ায় ৬ তম। পদ্মা সেতু ৪ লেন এবং দ্বিতল বিশিষ্ট।  উপর দিয়ে যানবাহন চলাচল করবে এবং নিচ দিয়ে ট্রেন চলাচল করবে।  পদ্মা সেতু নির্মাণে প্রায় ৪ হাজার জনবল কাজ করেছে। অবশেষে ২০২২ সালের ২৩ জুন পদ্মাসেতুর কাজ শেষ হয়। ২০২২ সালের ২৫ জুন জননেত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধন করেন এবং টোল প্রধান করে পদ্মা সেতু পাড়ি দেন। ২০২২ সালের ২৬ জুন স্বপ্নের পদ্মা সেতু জন সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। 

      পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন 

      পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে?
      ২৫ জুন,  ২০২২ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন।  পরেদিন ২৬ জুন,২০২২ জন সাধারণের জন্য স্বপ্নের পদ্মাসেতু উন্মুক্ত করে দেওয়া হয়।  
      পদ্মা সেতুর  প্রথম বাজেট কত ছিল?
      একনেক ২০০৭ সালে সর্বপ্রথম ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি অনুমোদন করেছিল। তারপরে নকশা পরিবর্তন হয়ে দৈর্ঘ্য বেড়ে যাওয়ার ফলে  নির্মাণ ব্যয়ও বেড়ে যায়।  ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ টাকার সংশোধিক প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০১১ সালে। আবারো ২০১৬ সালে ৮ হাজার ২৮৬ কোটি টাকা ব্যয় বাড়ালে মোট ব্যয় দাঁড়ায় ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা এবং আরও ১৪শ কোটি টাকা বাড়ছে। শেষ পযন্ত প্রকল্প বাস্তবায়ন হতে হতে প্রকল্পের ব্যয় দাড়ায় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।  
       

      পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
      প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
      কাজ শুরু ২৬ নভেম্বর, ২০১৪
      পদ্মাসেতু উদ্বোধন ২৫ জুন, ২০২২
      যান চলাচল শুরু ২৬ জুন,২০২২
      উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা
      আয়ুষ্কাল ১০০ বছর
      দৈর্ঘ্য ৬.১৫ কি.মি
      প্রস্থ ১৮.১০ মিটার
      ধরণ দ্বিতল
      ভূমিকম্প সহনীয় মাত্রা ৯ মাত্রা
      স্প্যান সংখ্যা ৪১ টি
      পিলার সংখ্যা ৪২ টি
      সংযুক্ত করেছে মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলাকে
      মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা
      বিশ্বে অবস্থান ১২২ তম
      দক্ষিণ এশিয়ায় অবস্থান ৬ তম
      লেন সংখ্যা
      জনবল প্রায় ৪ হাজার

      Leave a Comment