নামাজের ফরজ কয়টি ও কি কি | নামাজের ওয়াজিব কয়টি ও কি কি

সুচনা

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় নামাজের ফরজ কয়টি ও কি কি,  নামাজের ওয়াজিব কয়টি ও কি কি ও নামাজের সুন্নত কয়টি ইত্যাদি। ৫ ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য ফরজ।  তাই নামাজ শিক্ষা আমাদের জন্য ফরজ।  সঠিক নিয়য়ে নামাজ আদায় করার জন্য নামাজের ফরজ, ওয়াজিব ও সুন্নত সম্পর্কে জ্ঞান লাভ করা আবশ্যক।  আশা করি আজকের আলোচনা থেকে নামাজের ফরজ, ওয়াজিব এবং সুন্নত সম্পর্কে পুর্নাঙ্গ ধারণা পাবেন। 

নামাজের ফরজ কয়টি ও কি কি | নামাজের ওয়াজিব কয়টি ও কি কি


নামাজের ফরজ কয়টি ও কি কি

নামাজের ফরজ ১৩ টি।  তারমধ্যে নামাজের বাইরে ৭ টি ফরজ ও নামাজের ভিতরে ৬ টি ফরজ পালন করতে হয়।  কোনো একটি ফরজ বাদ পড়লে, নামাজ হয় না।  সাহু সিজদা করলেও নামাজ হয় না।  তাই নামাজের ফরজ সম্পর্কে পুণাঙ্গ জ্ঞান অর্জন করা জরুরি।  

নামাজের বাইরে নামাজের ভিরতে
শরীর পবিত্র রাখা তাকবীরে তাহারিমা পড়া
পোশাক পবিত্র রাখা ফরজ ও ওয়াজিব নামাজ দাড়িয়ে পড়া
নামাজের জায়গা পবিত্র রাখা কিরাত পড়া
সতর ঢাকা রুকু করা
কিবলামুখী হওয়া দুই সিজদাহ্ করা
নিদিষ্ট নামাজের নিয়ত করা শেষ বৈঠকে তাশাহহুদ পরিমাণ বসা
ওয়াক্ত মত নামাজ পড়া

নামাজের ওয়াজিব কয়টি ও কি কি

নামাজের ওয়াজিব ১৪ টি।  ওয়াজিব বলতে বুঝায়,  যে কাজ গুলো বাদ পড়লে সাহু সিজদা পড়তে হয়। সাহু সিজদা পড়তে ভুলে গেলে নামাজ হয় না, আবার নামাজ আদায় করতে হয়।  

নামাজের ওয়াজিব ১৪ টি
১.প্রথম দুই রাকাতে সুরা ফাতেহা পুরো পড়া
২.প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলানো
৩.ফজরের দুই রাকাত নামাজ কিরাতের জন্য নিদিষ্ট করা
৪.অন্য সুরার আগে সুরা ফাতেহা পড়া
৫.নামাজের সব রুকু ধীরস্থির ভাবে আদায় করা
৬.নামাজের প্রথম বৈঠক করা
৭.উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া
৮.প্রতি রাকাতে ফরজ ও ওয়াজিব গুলোর ধারাবাহিকতা ঠিক রাখা
৯.ফরজ ও ওয়াজিব গুলো নিজ নিজ স্থানে আদায় করা
১০.বিতর নামাজে তৃতীয় রাকাতের কিরাতের পর কোনো দোয়া পড়া
১১.দুই ইদের নামাজে অতিরিক্ত ৬ তাকবির বলা
১২.দুই ইদের নামাজে দ্বিতীয় রাকাতে তিন তাকবির বলার পর রুকু যাওয়ার সময় ভিন্ন ভাবে তাকবির বলা
১৩. ইমামের জন্য যোহর, আসর ও দিনের বেলায় সুন্নত ও নফল নামাজের কিরাত শব্দ না করে পড়া। আর ফজর, মাগরিব, এশা, জুমা, দুই ইদ, বেতর নামজের কিরাত শব্দ করে পড়া।
১৪. সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করা।

নামাজের সুন্নত কয়টি ও কি কি 

নামাজের ২১ টি সুন্নত রয়েছে।  নিচে ২১ টি সুন্নত তুলে ধরা হলো। 


নামাজের সুন্নত ২১ টি
১. তাকবিরে তাহরিমা বলার সময় দুই হাত কান পযন্ত উঠানো।
২. দুই হাতের আঙ্গুল স্বাভাবিক খোলা রেখে কিবলামুখী রাখা
৩. তাকবির বলার সময় মাথা না ঝুঁকানো।
৪. ইমাম তাকবির প্রয়োজন পরিমাণ উচ্চ স্বরে বলা।
৫.হাত বাধার সময় বাম হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে বাধা।
৬.সানা পড়া
৭. আউযুবিল্লাহ পড়া।
৮.বিসমিল্লাহ পড়া
৯.ফরজ নামাজের তৃতীয় ও ৪র্থ রাকাতে সুরা ফাতেহা পড়া।
১০.সুরা ফাতেহার পর আমিন বলা।
১১.সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং আমীন আস্তে বলা।
১২.সুন্নত পরিমাণ কিরাত পড়া
১৩. রুকু ও সিজদায় তিন বার তাসবীহ পড়া
১৪. রুকুর অবস্থায় মাথা ও পিঠ নিতম্বের সমান রাখা এবং হাতের আঙ্গুলগুলো খোলা রেখে হাটুতে শক্ত করে ধরা।
১৫. রুকু থেকে উঠতে ইমাম “সামিআল্লাহু লিমান হামিদাহ” আর মুক্তাদি “রাব্বানা লাকাল হামদ” এবং মুনফারিদ উভয়টি বলা।
১৬. সিজদায় যাওয়ার সময় প্রথমে দুই হাটু,এরপর দুই হাত এবং তারপর কপাল রাখা।
১৭. দুই সিজদার মধ্যবর্তী বৈঠক, প্রথম ও শেষ বৈঠক বাম পা বিছিয়ে এর  উপর বসা।
১৮.বৈঠকে তাশাহহুদে “আশহাদু আল্লা ইলাহা” বলার সময় শাহাদত আঙ্গুল উঠিয়ে ইশারা করা।
১৯. শেষ বৈঠকের তাশাহহুদের পর দুরূদ শরীফ পড়া।
২০.তারপর দুরূদ শরীফের পর দোয়ায়ে মাছুরা পড়া।
২১.অত:পর প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে সালাম ফেরানো।

Leave a Comment