বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান”। সর্বকালের সেরা বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের মানুষ আজীবন মনে রাখবে।  যার কারণে ” বাংলাদেশ” নামের স্বাধীন একটি রাষ্ট পেয়েছি আমরা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে বিভিন্ন জব পরীক্ষা সহ সব রকম প্রতিযোগিতা মুলক পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশের গুরুত্বপূর্ণ একটি পাঠ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”।  সব পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্ন আসতে দেখা যায়। শুরু থেকে শেষপর্যন্ত পড়ার অনুরোধ রইল।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান

 

শেখ মুজিবুর রহমানের জন্ম পরিচয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুরের গোপালগঞ্জে মধুমতি নদীর তীরে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।  তার পিতা শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন।  বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার ডাক নাম রেনু।  

শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান

    1. ছাত্রলীগ কে প্রতিষ্ঠা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    2. ছাত্রলীগ কত সালে প্রতিষ্ঠিত হয়- ৪ জানুয়ারি, ১৯৪৮ সালে। 
    3. ৬ দফা কে ঘোষণা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    4. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখ ৬ দফা ঘোষণা করেন -৫-৬ জানুয়ারি, ১৯৬৬। 
    5. আনুষ্ঠানিক ভাবে ৬ দফা উপস্থাপন করেন কবে- ২৩ মার্চ, ১৯৬৬।
    6. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রবর্তন করেন কবে- ১০ জানুয়ারি, ১৯৭২ সালে। 
    7. শেখ মুজিবুর রহমান কে বঙ্গবন্ধু উপাধি কে প্রধান করে- তোফায়েল আহমেদ। 
    8. শেখ মুজিবুর রহমান কে “বঙ্গবন্ধু” উপাধি কোথায় প্রধান করা হয় – সোহরাওয়ার্দী উদ্যানে। 
    9. শেখ মুজিবুর রহমান কে “বঙ্গবন্ধু” উপাধি কবে প্রধান করা হয়- ২৩ ফেব্রুয়ারী, ১৯৬৯ সালে। 
    10. শেখ মুজিবুর রহমান কে “জাতির জনক” উপাধি কে প্রধান করে- আ.স.ম আব্দুর রব। 
    11. শেখ মুজিবুর রহমান কে “জাতির জনক” উপাধি কোথায় প্রদান করা হয় – পল্টন ময়দানে। 
    12. শেখ মুজিবুর রহমান কে “জাতির জনক” উপাধি কে দেওয়া হয় – ৩ মার্চ, ১৯৭১। 
    13. বঙ্গবন্ধু কে রাজনীতির কবি বলেছেন- নিউজ উইক ম্যাগাজিন। 
    14. শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” কবে প্রকাশিত হয়- ২০১২ সালে। 
    15. ১৯৭১ সালে “the concert for Bangladesh ” কোথায় অনুষ্ঠিত হয়- নিউইয়র্কে। 
    16. ৬ দফায় অর্থনীতি বিষয়ক কয়টি দফা ছিল- ৩ টি। 
    17. ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়- ম্যাগনাকাটা। 
    18. ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল- নৌকা।
    19. বাংলা ভাযা কে রাষ্ট ভাষার স্বীকৃতি দেয় কবে- ১৯৫৬ সালে।
    20. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে যুক্ত করা হয় – ৫ম । 
    21. স্বাধীনতার ঘোষণা পত্র সংবিধানের কোন তফসিলে যুক্ত করস হয়- ৭ম।
    22. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    23. মুজিবনগর সরকার কখন গঠিত হয়- ১০ এপ্রিল, ১৯৭১ সালে।
    24. মুক্তিযুদ্ধ চলাকালীন কবে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়- ১৪ ডিসেম্বর, ১৯৭১। 
    25. ৬ দফা কোন সালে ঘোষণা করা হয়- ১৯৬৬ সালে।
    26. বাঙালির মুক্তির সনদ বলা হয়- ৬ দফাকে। 
    27. ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবী সংক্রান্ত পুস্তিকাটির নাম কি- ছয় দফা: আমাদের বাচার দাবী। 
    28. ঐতিহাসিক ৬ দফায় যে বিষয় টি ছিল না- বিচার ব্যবস্থা। 
    29. আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি কতজন- ৩৫ জন। 
    30. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    31. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় – ২২ ফেব্রুয়ারী, ১৯৬৯ সালে। 
    32. মুক্তিযুদ্ধ বিষয়ক ” শিখা চিরন্তন” কোথায়- সোহরাওয়ার্দী উদ্যানে। 
    33. মুজিব নগর সরকারের রাষ্টপতি – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
    34. ব্রিটিশ আমলে বঙ্গবন্ধু কতদিন কারা ভোগ করেন- ৭ দিন। 
    35. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতদিন কারা বন্দি ছিলেন- ৪ হাজার ৬৮২ দিন। 
    36. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
    37. বাংলাদেশের জাতীয় শোক দিবস – ১৫ আগষ্ট। 
    38. বঙ্গবন্ধু দ্বিতীয় বার কত সালে চীন সফর করেন-১৯৫৭ সালে। 
    39. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনে কত দিন অবস্থান করছিলেন- ২৫ দিন। 
    40. বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলের ছাত্র ছিলেন – সলিমুল্লাহ মুসলিম হলের। 
    41. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন – আইন।
    42. ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রোল কত ছিল- ১৬৫। 
    43. শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন- বাংলা। 
    44. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি- শেখ লুৎফর রহমান। 
    45. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম কি- সায়েরা খাতুন। 
    46. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নাম কি- শেখ ফজিলাতুন্নেছা মুজিব। 
    47. শেখ ফজিলাতুন্নেছার ডাক নাম কি- রেণু। 
    48. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি- খোকা।
    49. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় কত বছর বয়সে – ৭ বছর। 
    50. আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কার নেতৃত্বে বাদ দেওয়া হয় – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। 
    51. আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কত সালে বাদ দেওয়া হয় – ১৯৫৫ সালে।  
    52. আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়-২৩ জুন, ১৯৪৯ সালে।  
    53. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা সভাপতি -মাওলানা আবদুল হামিদুর খান ভাসানী। 
    54. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কারা ভোগ করেন কত সালে – ১৯৩৮ সালে ব্রিটিশ আমলে। 
    55. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম গ্রেফতারে কতদিন কারা ভোগ করেন- ৭ দিন। 
    56. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে বিবাহ করেন – ১২ থেকে ১৩ বছর। 
  1. শেখ মুজিবুর রহমান বেরিবেরি রোগে আক্রান্ত হন- ৭ শ্রেণিতে পড়াকালীন। 
  2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী কে সম্বোধন করেন – স্যার বলে। 
  3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেন – ইত্তেহাদ।
  4. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাইটির নাম কি- শেখ নাসের। 
  5. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকা কালীন আত্মজীবনী লেখা শুরু করেন কবে- ১৯৬৭ সালে। 
  6. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী লেখার সময় কাল ছিল – ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল অবধি।
  7. বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত – ধানমন্ডি ৩২ নম্বরে। 
  8. বঙ্গবন্ধু হত্যার দিন ছিল – ১৫ আগষ্ট, ১৯৭৫ শুক্রবার। 
  9. শেখ ফজিলাতুন্নেছা শেখ মুজিবুর রহমানের -চাচাতো বোন।  

 

বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য

 

  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি সনদ ৬ দফা ঘোষণা করেন। 
  2.  শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। 
  3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৫৬ বছরের জীবনে ৪ হাজার ৬৮২ দিন জেলে বন্দি ছিলেন। 
  4. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ বাংলাদেশের  স্বাধীনতা ঘোষণা করেন। 
  5. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লক্ষ জনতার সামনে তার ঐতিহাসিক ৭মার্চের ভাষন দেন। 
  6. দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ ছাত্র সংগঠন “ছাত্রলীগ” এর প্রতিষ্ঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
  7. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে তোফায়েল আহমেদ “বঙ্গবন্ধু উপাধি দেয়। 
  8. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ৩ মার্চ ১৯৭১ সালে আ.স.ম আব্দুর রব পল্টন ময়দানে ” জাতির জনক’ উপাধি দেয়। 
  9. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ১০ জানুয়ারি ১৯৭২ সালে স্বদেশে প্রর্তবন করে।  
  10. আগস্ট ১৫,১৯৭৫ সাল রোজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার কে হত্যা করা হয়।  

 

বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ জ্ঞান

 

 
১.বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে- ১০ জানুয়ারি। 
২.বঙ্গবন্ধু উপাধি কবে দেওয়া হয়- ২৩ ফেব্রুয়ারী, ১৯৬৯ সালে।
৩.বঙ্গবন্ধু জুলিও কুরি পদক পান কবে – ১৯৭২ সালে।
৪.কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন- 
৫.বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত – বাগেরহাট জেলায়।
৬.বঙ্গবন্ধু কত বছর বেঁচে ছিলেন -৫৬ বছর। 
৭.বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন – ১০ জানুয়ারি, ১৯৭২ সালে।  
৮. বঙ্গবন্ধুর মা বাবার নাম কি-শেখ লুৎফর রহমান। 
৯.বঙ্গবন্ধু জন্ম ও মৃত্যু তারিখ – ১৭ মার্চ ও ১৫ আগষ্ট। 
১০.বঙ্গবন্ধুর জন্ম কোথায়- গোপালগঞ্জে। 
১১. বঙ্গবন্ধুর বড় সন্তান কে-শেখ কামাল।
১২. বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি- শেখ ফজিলাতুন্নেছা (রেণু)।
 ১৩. বঙ্গবন্ধুর সন্তান কত জন- ৩ ছেলে ও ২ মেয়ে।


সর্বশেষ কথা 

এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গুলো দেওয়া হয়েছে।  আশা করা যায় যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষায় এই গুলোর মধ্য থেকেই কমন থাকবে।  তারপরেও সম্ভব হলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আরো পড়ালেখা করতে পারেন।

Leave a Comment