সুচনা
আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক। আমাদের আজকের আলোচনার বিষয় “বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান “। বিশ্বিবদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা ও বিভিন্ন জব পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা ও জব পরীক্ষা জন্য ” বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান” বিষয় টি অনেক গুরুত্বপূর্ণ। আজ আলোচনায় বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।
বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান
আরো পড়ুন:- নোবেল পুরস্কার ২০২৩ বিজয়ীদের তালিকা
- দাপ্তরিক নাম- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।
- অবস্থান – পতেঙ্গা ও আনোয়ারা,চট্টগ্রাম।
- যে নদীর তলদেশে নির্মিত – কর্ণফুলী।
- মুল টানেলের দৈঘ্য ৩.৪ কি.মি.।
- উভয় পাশে সংযোগ সড়ক- ৫.৩৫ কি.মি.।
আরো জানতে হবে
- দেশের তথা দক্ষিণ এশিয়ার প্রথম টানেল – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।
- নির্মাণ কাজ শুরু- ২৪ ফেব্রুয়ারী, ২০১৯।
- নির্মাতা প্রতিষ্ঠান – চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (cccc)।
- টানেলটি চট্টগ্রাম নগরীকে যুক্ত করবে –আনোয়ারা উপজেলার সাথে।
- টানেলটির ফলে চট্রগ্রাম -কক্সবাজার দুরত্ব কমবে- ১৫ কি.মি।
- টানেলটির মোট টিউব – ২টি।
- নির্মাণ ব্যয় – ১০ হাজার ৬৮৯ কোটি টাকা।
- অর্থায়ন করে- চীনের এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকার।
- প্রকল্পটির মাধ্যমে চট্টগ্রাম শহর কে ‘ওয়ান সিটি টু টাউন ” রুপে গড়ে তোলা হচ্ছে -চীনের সাংহাই শহরের আদলে।
- টোল আদায় ও রক্ষণাবেক্ষণের কাজ দেওয়া হয়- চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
- আনোয়ারা থেকে পতেঙ্গা প্রান্তের টিউবের কাজ শেষ হয় -২৬ নভেম্বর, ২০২২।
- টিউবের কাজ শেষ হয় -১ম টিউব – ১৫ নভেম্বর, ২০২২। ২য় টিউব -২৬ নভেম্বর, ২০২২।
বঙ্গবন্ধু টানেলের খুটিনাটি
- এক টিউব থেকে অন্য টিউবের পাশাপাশি দুরত্ব – প্রায় ১২ মি.।
- দুই টিউবের মাঝে সংযোগ পথ- ৩ টি।
- টিউবের বাইরের ব্যাস- ১২.১২ মি.।
- টিউবের ভিতরের ব্যাস – ১০.৮০ মি.।
- ২ টি টিউবে যানবাহন চলাচল করবে- ওয়ানওয়ে পদ্ধতিতে।
- নদীর তলদেশ থেকে ১৮-৩১ মিটার গভীরে সুরঙ্গ তৈরি করা হয়।
- টানেলের প্রতিটি টিউবের দৈর্ঘ্য ২.৪৫ কি.মি.।
বঙ্গবন্ধু শেখ /কর্ণফুলী টানেল উদ্বোধন
- বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় – ২৮ অক্টোবর, ২০২৩।
- বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন – প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
- বঙ্গবন্ধু টানেল সাধারণ যানবাহন চলাচল শুরু হয় -২৯ অক্টোবর ২০২৩।
আরো সাম্প্রতিক সাধারণ জ্ঞান পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং গুগল নিউজে আমাদের ফলো করুন।
আরো পড়ুন:- নোবেল পুরস্কার ২০২৩ বিজয়ীদের তালিকা