ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সাধারণ জ্ঞান। সাম্প্রতিক সাধারণ জ্ঞান

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় “ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সম্পর্কে সাধারণ জ্ঞান “। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা, ডেন্টাল পরীক্ষা, বিসিএস পরীক্ষা ও চাকরি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতা মুলক পরীক্ষায় সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান আসতে দেখা যায়। আজ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান দেওয়া হলো।  

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সাধারণ জ্ঞান। সাম্প্রতিক সাধারণ জ্ঞান

সুচিপত্রঃ

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

১.বিশ্বকাপ ক্রিকেটে আয়োজক দেশ?

উত্তর: ভারত (অংশগ্রহণকারী দেশের সংখ্যা-১০, মোট ম্যাচ, ৪৮,মোট স্টেডিয়াম ১০টি)

২.বিশ্বকাপ ক্রিকেট-২০২৩ এর লোগোর নাম কি?

উত্তর:নভরাসা

৩.বিশ্বকাপ-২০২৩ এর মাসকট এর নাম? 

উওর:ছেলে মাসকট “টষ্ক” মেয়ে মাসকট “ব্লেড”

৪.বিশ্বকাপ ২০২৩ এর অফিসিয়াল থিমসং কি?

উওর:দিল জশন বোলে

৫.বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে  অনুষ্ঠিত হয়? 

উত্তর:আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (৫ অক্টোবর ২০২৩)

৬.প্রথম বাংলাদেশী  হিসাবে ২০২৩ বিশ্বকাপ  ক্রিকেট অ্যাম্পায়ারের  দায়িত্ব পালন করেছেন কোন বাংলাদেশি অ্যাম্পিয়ার? 

উত্তর:শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত 

৭.বিশ্বকাপ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক কে? 

উত্তর:গ্লান ম্যাক্সওয়েল(৪০ বলে) অস্ট্রেলিয়া 

৮.বিশ্বকাপের সর্বোচ্চ রান তারা করে জেতা দলের নাম কি? 

উত্তর:পাকিস্তান ৩৪৪রান(বিপক্ষ শ্রীলঙ্কা 

৯.২০২৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম এবং একমাত্র সেঞ্চুরি করেন কে?

উত্তর : মাহমুদুল্লাহ রিয়াদ 

১০.বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক খেলোয়াড় কে? 

উত্তর:মাহমুদুল্লাহ রিয়াদ (৩২৮) রান

১১.২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান কে?

উত্তর: গ্লান ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া  

১২.২০২৩ বিশ্বকাপ  ক্রিকেটে  সর্বোচ্চ দলীয় রান কত? 

উপর:৪২৮ রান,দক্ষিণ আফ্রিকা 

১৩.বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ সর্বনিম্ন দলীয় স্কোর কত?

উত্তর:৫৫(শ্রীলংকা) 

১৪.বিশ্বকাপ ক্রিকেট ২০২৩  এ ১ ইনিংসে সবচেয়ে বেশি রান সংগ্রাহক কোন খেলোয়ার? 

উত্তর :ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া

১৫.ক্রিকেট বিশ্বকাপ -২০২৩ এর সর্বোচ্চ রান সংগ্রহকারী খেলোয়াড় কে? 

উত্তর: বিরাট কোহলি, ৭৬৫ রান (ভারত)। 

১৬. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী খেলোয়াড় কে? 

উত্তর: মোহাম্মদ শামি, ২৪ উইকেট (ভারত)। 

১৭.ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচে সেঞ্চুরি কারী খেলোয়াড় কে? 

উত্তর : ট্রাভিস হেড।  

১৮.ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর চ্যাম্পিয়ান দল কোনটি- অস্ট্রেলিয়া।  

১৯. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর রানার্স আপ দল কোনটি- সাগতিক ভারত।  

২০. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩  এর চ্যাম্পিয়ান দলের পুরস্কার প্রাপ্তি কি?

উত্তর : ট্রফি ও ৪ মিলিয়ন ডলার।  

২১. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর রানার্স আপ দলের পুরস্কার প্রাপ্তি কি?

উত্তর : ট্রফি ও ২ মিলিয়ন ডলার। 

২২. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় কে?  

উত্তর : ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া),  ১৩৭ রান ও একটি ক্যাচ ধার জন্য নির্বাচিত করা হয় তাকে।  

২৩.ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর এক ইনিংসে সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর কত?  

উত্তর: ২০১ প্লান ম্যাক্সওয়েলের আফগানিস্তানের বিপক্ষে। 

২৪.ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ সবচেয়ে বেশি ছক্কা মারেন কে?

উত্তর: রোহিত শর্মা (৩১ টি, দেশ:- ভারত)। 

২৫. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ অস্ট্রেলিয়া কত তম বিশ্বকাপ জয় করে? 

উত্তর : ৬ ষ্ঠ। 

২৫. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩  এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে হয়?  

উত্তর: আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়াম, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। 

২৬. ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ কোন দেশে হবে?  

উত্তর: দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে। 


আরো আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের গুগল নিউজে ফলো করুন।  ধন্যবাদ। 

Leave a Comment