২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক। আমাদের আজকের আলোচনার বিষয় “২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস”।২০২৪ সালের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাসে হবে  ইতিমধ্যে জানিয়ে শিক্ষাবোর্ড। নিচে এইচএসসি পরীক্ষার মানবিক বিভাগ, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের সকল বিষয়ের সিলেবাস দেওয়া হলো।  আশা করি এই পোস্ট থেকে এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীরা উপকৃত হবে।  

এইচএসসি পরীক্ষার সিলেবাস


কিছু তথ্য 

  • এইচএসসি ২০২৪ পরীক্ষা হবে এইচএসসি পরীক্ষা ২০২৩ এর সিলেবাস অনুযায়ী। 
  • পরীক্ষা হবে ৩ ঘন্টা এবং ফুল নম্বরে।  

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস বাংলা ১ম পত্র 

  • গদ্য অংশ: অপরিচিতা, বিলাসী,  রেইনকোট,  মানব-কল্যাণ, আমার পথ, বায়ান্নর দিনগুলো, ও মাসি-পিসি। 
  • পদ্য অংশ:-সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারেই পড়ে মনে, ফেব্রুয়ারী ১৯৬৯, আঠারো বছর বয়স ও আমি কিংবদন্তির কথা বলছি। 
  • নাটক ও উপন্যাস: সিরাজুদ্দৌলা ও লালসালু। 

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস বাংলা ২য় পত্র 

  • ব্যাকরণ অংশ (৩০ নম্বর) :- বাংলা বানানের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি,বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস,  বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। 
  • নির্মিত অংশ (৭০ নম্বর):- পারিভাষিক শব্দ অথবা অনুবাদ,  দিনলিপি লিখন অথবা প্রতিবেদন রচনা, বৈত্যতিক চিঠি অথবা আবেদন পত্র, সারাংশ অথবা ভাবস্পরসারণ, সংলাপ অথব খুদে গল্প রচনা, প্রবন্ধ রচনা।  

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস ইংরেজি 

  • English 1:- unit 1, unit 3,unit 4, unit 6,unit 8, unit 9,  unit 11,unit 12 and unit 13.  
  • English 2:- preposition,  phrases/words, compalating sentence, Right Form of verbs, Narrative style, modifier, connector, synonym and atonym, punctuation.  


২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস আইসিটি 

  • অধ্যায় ১, ২,৩,৪ এবং ৫।  

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস বিজ্ঞান বিভাগ

  • রসায়ন ১ম:- অধ্যায় ২ (আংশিক) , অধ্যায় ৩( আংশিক),  অধ্যায় ৪ (আংশিক) এবং অধ্যায় ৫ (আংশিক) ।  
  • রসায়ন ২:- অধ্যায় ১( আংশিক),  অধ্যায় ২ (আংশিক) , অধ্যায় ৩( আংশিক) এবং অধ্যায় ৪ (আংশিক)  ।  
  • জীববিজ্ঞান ১ম: অধ্যায় ১, ২,৩,৪,৫,৬ ও ৭। 
  • জীববিজ্ঞান ২য়:- অধ্যায় ১,২,৩,৪,৫,৬ ও ৭।
  • পদার্থ ১ম: অধ্যায় ১ (আংশিক) ,  ২,৩,৪,৫,৬(আংশিক) ,৭ ও ৮।  
  • পদার্থ বিজ্ঞান ২য়: অধ্যায় ১,২,৩,৪,৫ (আংশিক),৬ ও ৭। 
  • গণিত ১ম পত্র: অধ্যায় ১,২,৩,৪,৫ ও ৬। 
  • গণিত ২য় পত্র: অধ্যায় ১,২,৩,৪,৫ ও ৬। 

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস মানবিক বিভাগ

  • ইতিহাস ১ম পত্র:- অধ্যায় ১, ২,৩,৪,৫ ও ৬।
  • ইতিহাস ২য় পত্র: অধ্যায় ১,২,৩,৪,৫ ও ৬। 
  • ইসলামের ইতিহাস ১ম পত্র: অধ্যায় ১,২,৩,৪ ও ৫। 
  • ইসলামের ইতিহাস ২য় পত্র: অধ্যায় ১,২,৩,ও ৪। 

  • ভুগোল ২য় পত্র: অধ্যায় ১,২,৩,৪,৫,৬,৭, ৮ ও ৯।
  • ভুগোল ২য় পত্র: অধ্যায় ১,২,৩,৪,৫ ও ৬। 
  • সমাজকর্ম ১ম পত্র: অধ্যায় ১,২,৩,৪ ও ৫।
  • সমাজকর্ম ১ম পত্র: অধ্যায় ১,২,৩,৪ ও ৫।
  • অর্থনীতি ১ম পত্র: অধ্যায় ১,২,৩,৪,৯ ও ১০। 
  • অর্থনীতি ২য় পত্র:- অধ্যায় ২,৩,৪,৭,৮ ও ৯। 
  • পৌরনীতি ১ম পত্র:- অধ্যায় ১,৩,৫,৬,৭ ও ১০। 
  • পৌরনীতি ২য় পত্র: অধ্যায় ১,২,৩,৪,৭ ও ১০। 
  • সমাজবিজ্ঞান ১ম পত্র:- অধ্যায় ১,৪,৫,৬,৭,৮, ১০ ও ১১ 
  • সমাজবিজ্ঞান ২য় পত্র:- অধ্যায় ১,৩,৪,৫, ৬,৯ ও ১০। 

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস বাণিজ্য  বিভাগ

 ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস বাণিজ্য বিভাগের সিলেবাস খুব তাড়াতাড়ি আপডেট করা করা হবে।  চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। 

Leave a Comment