গোসল ফরজ হওয়ার কারণ | গোসলের ফরজ কয়টি ও কি কি

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক।  আমাদের আজকের আলোচনার বিষয় “গোসল ফরজ হওয়ার কারণ ও গোসলের ফরজ কয়টি ও কি কি”। এছাড়াও গোসলের নিয়ম ও নিয়ত,  ফরজ গোসল করার নিয়ম ও নিয়ত এবং ফরজ গোসল না করার শাস্তি ইত্যাদি বিষয়ে আলো করা হবে।  আর্টিকেল টি শেষ পযন্ত মনযোগ সহকারে পড়ার অনুরোধ করে,  শুরু করছি।  

গোসল ফরজ হওয়ার কারণ | গোসলের ফরজ কয়টি ও কি কি


 গোসল কত প্রকার ও কি কি

গোসল প্রধানত দুই প্রকার।  যথা: ফরজ গোসল এবং সুন্নত গোসল।  

ফরজ গোসল:  ফরজ গোসল ঐ গোসল কে বলা হয়, যা বড় নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য করা হয়।  ফরজ গোসল অবশ্যই পালনীয়, যা না পালন করলে গুনাহ হবে।  ফরজ গোসল সম্পর্কে মহান আল্লাহ তা’য়ালা বলেন:- 

তোমরা যখন বড় নাপাক হও তখন গোসল করে পবিত্র হও [সূরা:-মায়িদা, আয়াত:- ৬]

সুন্নত গোসল: সুন্নত গোসল হচ্ছে ঐ গোসল,  যা পালন করলে সওয়াব লাভ করা যায়, কিন্তু পালন না করলেও গুনাহ হবে না।  সুন্নত গোসল কে মুস্তাহাব গোসলও বলা হয়।  

গোসলের ফরজ কয়টি ও কি কি 

গোসলের ৩ টি ফরজ ও ৬ টি  সুন্নত রয়েছে।  মুমিন ব্যক্তিকে সবসময় শারীরিক পবিত্রতার দিকে নজর রাখতে হয়।  পবিত্রতা ইমানের অঙ্গ।  পবিত্রতার অনেক ফজিলত রয়েছে। গোসলের ফরজ গুলো না মেনে গোসল করার ফলে ফরজ গোসল পালন হয় না।  ফলে শরীর অপবিত্র থেকে যায়।  প্রিয় নবীজি (সা:) শরীর পবিত্র করার জন্য গোসল করার তাগিদ দিয়েছেন। গোসলের ফরজ তিনটি। যথা:-

  1. গড়গড়াসহ তিনবার কুলি করা।  
  2. তিন বার নাকে পানি  দেওয়া। 
  3.  সমস্ত শরীর ভাল ভাবে ধৌত করা।  

এছাড়াও গোসলের ৬টি সুন্নত রয়েছে।  যথা:- 

  1. “বিসমিল্লাহ” পড়ে গোসল শুরু করা। 
  2.  গোসলের নিয়ত করা। 
  3.  দুই হাতের কব্জি পযন্ত ৩ বার ধৌত করা।
  4.  শরীর অথবা কাপড়ের কোথাও অপবিত্র কিছু লেগে থাকলে, গোসলের আগে পরিষ্কার করে নেওয়া। 
  5. গোসলের আগে অজু করে নেওয়া।  গোসলের জায়গা টা নিচু হলে এবং পানি জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন মনে হলে টাখনুসহ দুই পা পরিষ্কার করে নেওয়া।
  6.   ডান দিকে ৩ বার ও বাম দিকে ৩ বার পানি প্রবাহিত করা এবং মাথার উপর ৩বার পানি প্রবাহিত করা।  

গোসল ফরজ হওয়ার কারণ 

৫ টি কারণে একজন ব্যক্তির গোসল ফরজ হয়।  যথা:- 

  1. স্বামী-স্ত্রী মিলনের পর অথবা পুরুষের স্বপ্নদোষ হলে। 
  2. পিরিয়ড হলে। 
  3. সন্তান প্রসবের পর যখন রক্তপাত বন্ধ হয়। 
  4.  মৃত ব্যক্তিকে গোসল করানো জীবি ব্যক্তির জন্য গোসল ফরজ।  
  5. যেকোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলে। 

গোসল সুন্নত কখন

৪ টি কারণে নামাজ সুন্নত হয়।  যথা:- 

  1. জুমার নামাজের জন্য। 
  2. দুই ইদের নামাজের জন্য। 
  3. ইহরামের জন্য।  
  4. হাজীদের আরাফার ময়দানে অবস্থানের সময়। 

গোসলের নিয়ত|ফরজ গোসলের নিয়ত

গোসলের নিয়ত বাংলা উচ্চারণ:” নাওয়াইতুল গুছলা লিরাফইল জানাবাতি”

বাংলায় গোসলের নিয়ত: “আমি নাপাকি থেকে পবিত্র হওয়ার উদ্দেশ্যে গোসল করছি”। 

ফরজ গোসল করার নিয়ম|গোসল করার নিয়ম 

  • গোসলের দোয়া পড়া।
  •   বিসমিল্লাহ বলে গোসলের নিয়ত করা।
  •  দুই হাতের কব্জি পযন্ত ৩ বার ধৌত করা। 
  •  শরীরের কোনো জায়গায় বা কাপড়ে কোনো অপবিত্র জিনিস লেগে থাকলে পরিষ্কার করতে হবে।
  •   অজু করে নেওয়া। 
  • গড়গড় করে কুলি করা মুখ পরিষ্কার করা। 
  •  নাকে ৩ বার পানি দিয়ে নাক পরিষ্কার করা। 
  • তারপর সমস্ত শরীর শরীর ভাল ভাবে ধৌত করা।  
  • সর্বশেষ পা ধৌত করা।  

 স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ



Leave a Comment